পাঁশকুড়ার ১০ ওয়ার্ডে প্রার্থী চূড়ান্ত তৃণমূলের
সন্ন পুরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা নেওয়ার শুরুর দিন প্রায় এক সপ্তাহ বাকি। কিন্তু এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও হলদিয়া পুরসভায় দলীয় প্রার্থী নির্বাচনে এক ধাপ এগিয়ে রইল তৃণমূল। শনিবার পাঁশকুড়ায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ও রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে এক বৈঠকে পাঁশকুড়া পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল। বাকি ৭টি ওয়ার্ডের প্রার্থী তালিকা তৈরির জন্য স্থানীয় স্তরের সুপারিশ করা একাধিক নাম নিয়ে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে পুরসভায় জোটসঙ্গী কংগ্রেসের জন্য সমঝোতার রাস্তাও খোলা রাখা হয়েছে। শুভেন্দুবাবু রবিবার বলেন, “পাঁশকুড়া পুরসভার ১০টি ওয়ার্ডে সর্বসম্মতভাবে প্রার্থী স্থির করা হয়েছে। দলীয়ভাবে তাঁদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রার্থী তালিকা আগামী ২ মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৭ ওয়ার্ডের পাঁশকুড়া পুরসভায় ক্ষমতাসীন তৃণমূল-কংগ্রেস জোটের ১০ জন কাউন্সিলারের মধ্যে তৃণমূলের ৭ জন এবং কংগ্রেসের ৩ জন রয়েছেন। এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে পুর চেয়ারম্যান আবদুল হাকিম খান-সহ ৫ জন বাদ পড়েছেন। ১০ জনের যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে তাতে ৬ জনই নতুন মুখ। প্রার্থী তালিকায় উল্লেখ্য নতুন মুখ রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, যে ১০টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চুড়ান্ত হয়েছে তাঁরা হলেন, সেখ সমীরুদ্দিন (৪ নম্বর), আশিস চক্রবর্তী (৫ নম্বর), সুপর্ণা পারিয়া (৬ নম্বর), সইদুল ইসলাম খান (৯ নম্বর), সুমনা মহাপাত্র (১০ নম্বর), নন্দ মিশ্র (১২ নম্বর), মঞ্জু দাস (১৩ নম্বর), আমজেদ আলি (১৪ নম্বর), আনিসুর রহমান (১৫ নম্বর), মুক্তারা বিবি (১৬ নম্বর)। প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান পুরসভা চেয়ারম্যান আবদুল হাকিম খান (১৩ নম্বর), হরেন্দ্রনাথ মাইতি (৭ নম্বর), সুমিতা হালদার (৯ নম্বর), কল্যাণ রায় (১০ নম্বর), মায়া দাস (১২ নম্বর) -এই ৫ জন কাউন্সিলার। মূলত আসন সংরক্ষণের কারণে এই বাদ বলে দলীয় নেতৃত্ব বলে দাবি করেছে। কংগ্রেসের সঙ্গে জোট না হলেও বিকল্প প্রার্থীর নাম সুপারিশ হয়েছে বলে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি।
২০০৭ সালের পুরসভা নির্বাচনে ১৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১২টি, কংগ্রেস ৪টি ও বিজেপি ১টি আসনে অলিখিত জোট গড়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিল। বিজেপি কোনও আসন না পেলেও তৃণমূল ৭টি ও কংগ্রেস ৩টি আসনে জিতে জোটবদ্ধভাবে পুরসভার ক্ষমতা দখল করে। এবার রাজ্যে তৃণমূল-কংগ্রেস জোটের ক্ষমতায় থাকা সত্ত্বেও পুরভোটে জোট করা নিয়ে রাজ্যস্তরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা সত্ত্বেও স্থানীয়ভাবে তৃণমূল ও কংগ্রেস জোট গড়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পাঁশকুড়া পুরসভায়। পুরসভার ২, ৮ ও ১১ নম্বর ওয়ার্ড কংগ্রেসের জন্য রেখে বাকি ১৪টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.