দুই বিশ্ব চ্যাম্পিয়নের প্রত্যাবর্তনের রেস হয়ে রইল রবিবারের বাহরিন গ্রাঁ প্রি। এক জন রুদ্ধশ্বাস লড়ে রেসটা জিতলেন। অন্য জন পোডিয়ামে দ্বিতীয় স্থানে দাঁড়ালেও অসাধারণ চালিয়ে জিতে নিলেন জনতার হৃদয়। প্রথম জন ফর্মুলা ওয়ানে গত দু’বছরের বিশ্বসেরা সেবাস্তিয়ান ভেটেল। দ্বিতীয় জন ২০০৭-এর প্রাক্তন চ্যাম্পিয়ন কিমি রাইকোনেন। রেড বুলের জার্মান তারকা গত মরসুমের ভারতীয় গ্রাঁ প্রি-র পরে আবার একটা রেস জিতলেন। রাইকোনেন পুরো দু’টো মরসুম র্যালির দুনিয়ায় কাটিয়ে এ বছর লোটাস দলের হয়ে ফর্মুলা ওয়ানে ফিরেছেন। এবং আজ এগারো থেকে শুরু করে দ্বিতীয় হয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাকিদের দিকে। |
সাখির সার্কিটে এ দিন নজর কাড়লেন সহারা ফোর্স ইন্ডিয়ার স্কটিশ চালক পল ডি রেস্টাও। গতকাল দশম স্থানে যোগ্যতা অর্জনের পরে আজ বড় ঝুঁকি নিয়ে মাত্র দু’টো পিট স্টপের স্ট্র্যাটেজিতে চালালেন এবং ষষ্ঠ স্থানে শেষ করে দলকে আট পয়েন্ট এনে দিলেন। ভারতীয় দলের হুলকেনবার্গ বারো নম্বরে শেষ করায় পয়েন্ট পেলেন না। একুশ নম্বরে রেস শেষ করল নারায়ণ কার্তিকেয়নের হিসপানিয়া রেসিং গাড়ি।
রাজতন্ত্র বিরোধী আন্দোলনে উত্তাল বাহরিনে জোর করে রেস করা নিয়ে গত এক সপ্তাহের সমস্ত বিতর্ক এ দিন মিলিয়ে যায় রেস শুরু হওয়ার পর থেকেই। প্রতিটা পয়েন্টের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হল। রাইকোনেনের বিখ্যাত ওভারটেকিং জাদুর সাক্ষী রইল বাহরিন। একটা সময় ভেটেলকেও চাপে ফেলে দিয়েছিলেন তিনি। লোটাস দলের উপস্থিতি টের পাইয়ে তৃতীয় হলেন রাইকোনেনের টিমমেট রোমেইন গ্রসজ।ঁ |