ফরাসি ওপেনের ঠিক আগে যথারীতি অপ্রতিরোধ্য লাগছে রাফায়েল নাদালকে। মন্টে কার্লো মাস্টার্সে আজ টানা আট বার খেতাব জয়ের বিরল কৃতিত্বের অধিকারী হলেন নাদাল। বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে তিনি ৬-৩, ৬-১ সেটে হারালেন। টানা সাত বার ফাইনালে জকোভিচের কাছে হারার পরে এই প্রথম জয় নাদালের। জকোভিচ শেষ বার নাদালকে হারিয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে। মন্টে কার্লোয় এই নিয়ে টানা ৪২টি ম্যাচ জিতলেন নাদাল। গত জুনে রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হওয়ার পরে এটাই নাদালের প্রথম এটিপি ট্রফি। জিততে সময় লেগেছে ৭৮ মিনিট। দুটো সেটের একটিতেও জকোভিচ প্রত্যাশা অনুযায়ী খেলেননি। |
অথচ ম্যাচটা শুরু করেছিলেন প্রথম গেমটায় একেবারে নাদালকে উড়িয়ে দিয়ে। কিন্তু পরের গেম থেকেই খেলা ধরে নেন নাদাল। ম্যাচ জেতার পর আবেগে ভেসে নাদাল বলেছেন, “অবিশ্বাস্য। এখানে টানা আট বার জিতেছি ভাবলে বিশ্বাস হয় না। এখানে এলে সব সময়ই দারুণ লাগে আমার। নোভাকের কাছে টানা সাতবার হেরেছিলাম। আর এক বারও হারতে পারতাম। এটা জেতাটা সেই জন্যই বড় ব্যাপার।” এর পরে নাদাল যাচ্ছেন বার্সোলোনায় খেলতে। বলেছেন, “আশা করা যায় আমি সুস্থ থাকব এবং বার্সেলোনায় পরের টুর্নামেন্টটাতেও ভাল খেলব।” অন্য দিকে হারের পরে বিশ্বের এক নম্বর জকোভিচ বলেছেন, “নিজের পারফরম্যান্স ভাল হয়নি। রাফা দারুণ খেলে জিতেছে।” |