ওয়েন রুনি টপকে গেলেন কিংবদন্তি জর্জ বেস্টকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সব টুর্নামেন্ট মিলে ১৭৯টি গোলছিল উত্তর আয়ার্ল্যান্ডের বেস্টের। রবিবার নিজের প্রথম ক্লাব এভার্টনের বিরুদ্ধে জোড়া গোল করে রুনি
|
জর্জ বেস্টকে |
পৌঁছে যান ১৮০ গোলে। রুনির সামনে এখন জ্যাক রাউলি (২১১), ডেনিস ল (২৩৭) এবং এক নম্বরে ববি চার্লটন (২৪৯)।
রুনির বেস্টকে টপকে যাওয়ার ম্যাচে অবশ্য ধাক্কা খেল ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডে ৮২ মিনিট পর্যন্ত ৪-২ এগিয়ে ছিল রুনি-নানিরা। ৮৩ ও ৮৫ মিনিটে দু’টো গোল করে এভার্টন ৪-৪ ড্র রাখল ম্যাচটি।
ম্যান ইউ লিগ তালিকার এক নম্বরে (৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট)। এ দিনই উলভারহ্যাম্পটনকে ২-০ হারানোয় ম্যান ইউয়ের থেকে মাত্র তিন পয়েন্ট পিছনে ম্যাঞ্চেস্টার সিটি। |
রবিবার জিতলে রুনিরা অনেকটা এগিয়ে যেতেন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। তিন নম্বরে আর্সেনাল অনেকটা পিছনে (৩৫ ম্যাচে ৬৫)। রবিবার এভার্টনই এগিয়ে গিয়েছিল জেলাভিচের গোলে। বিরতির আগেই গোল শোধ দেন রুনি। দ্বিতীয়ার্ধে ওয়েলবেক ও নানির গোলে ৩-১ এগিয়ে যায় ম্যান ইউ। এর পর ফেলাইনির গোলে ৩-২ করলেও ফের ম্যান ইউ এগিয়ে যায় রুনির গোলে। ওল্ড ট্র্যাফোর্ডে সমর্থকরা জয়ের গান গাইতে শুরু করে দিয়েছিলেন। তখনই এভার্টন দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে। |