চলন্ত মোটরবাইক থেকে টাকা ছিনতাই করায় যুক্ত থাকার অভিযোগে অম্বিকা-কালনা স্টেশন থেকে শনিবার ভোরে এক যুবককে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। ধৃতের নাম নরেশ দাস। সে হেলমেট পড়ে চলন্ত মোটর সাইকেল থেকে টাকা ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল। বাড়ি উড়িষ্যার জাজপুর এলাকায়। আদালত ধৃতের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দু’বার ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরে চলন্ত মোটরবাইক থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কালনা শহরে। তদন্তে নেমে পুলিশ খবর পায়, শনিবার ভোরে ওই কাজের জন্য শহরে এসেছে দুই দুষ্কৃতী। অম্বিকা-কালনা স্টেশনের কাছে একটি বিশ্রামাগারে তাদের থাকার কথা। অভিযান চালিয়ে সেখান থেকেই নরেশকে গ্রেফতার করে করা হয়। অন্য জন পলাতক।
পুলিশের দাবি, ধৃতকে জেরা করে জানা গিয়েছে, কাটোয়ার দাঁইহাট স্টেশনের কাছে একটি বাড়িতে ৬ জনের দলটি থাকত। সেখান থেকে বর্ধমান-সহ সারা রাজ্যে ‘অপারেশন’ চালাত তারা। জেরার মুখে বছর ঊনত্রিশের নরেশ স্বীকার করেছে, লাল রঙের একটি মোটর সাইকেল নিয়েই কাজ সারতে যেত তারা। ধাত্রীগ্রাম স্টেশনের কাছাকাছি সেটা রাখা থাকত। দাঁইহাট থেকে ধাত্রীগ্রাম ট্রেনে করে এসে, সেখান থেকে দুটো হেলমেট পরে তারা চলে যেত শহরের ব্যাঙ্কগুলিতে। একজন ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের কাছে থেকে নজর রাখত কে কত টাকা তুলছে। ব্যাঙ্ক থেকে বেরনোর পরেই তার পিছু নেওয়া হত। তারপরে সুযোগ বুঝে ছিনতাই করা হত টাকার ব্যাগ। এর পরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ধাত্রীগ্রামে ফিরে আসত তারা। সেখানে বাইক রেখে তারা ফিরে যেত তাদের ডেরায়। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, দলটির খোঁজে সারা দাঁইহাটে তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে পালিয়েছে দলটি। |