উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবি জানিয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার আসানসোল শাখার বিভাগীয় বাস্তুকার (ডিভিশনাল ইঞ্জিনিয়র) মিতেশ দাশগুপ্তকে স্মারকলিপি দিল আসানসোল চেম্বার অফ কমার্স। শনিবার চেম্বারের একটি প্রতিনিধিদল ওই ইঞ্জিনিয়রের সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি পেশ করেন।চেম্বারের সভাপতি সুব্রত দত্ত বলেন, “অধিকাংশ অঞ্চলের বিদ্যুতের তার পুরনো হয়ে গিয়েছে। প্রায়ই তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ ব্যহত হচ্ছে। এছাড়াও পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যা বর্ধমানে জানাতে হয়। ফলে তার অধিকাংশ ক্ষেত্রেই তার ঠিক মতো সুরাহা হচ্ছে না।” তাঁদের দাবি, আসানসোলের পরিষেবা সংক্রান্ত অভিযোগ আসানসোলেই জানানোর জন্য একটি কল সেন্টার তৈরি করা হোক। আসানসোল শহর-সহ আশপাশের এলাকায় কারিগরি ত্রুটি মেরামতির জন্য আরও বেশি ভ্রাম্যমান গাড়ি নামানো হোক। পুরনো তারগুলি পাল্টানো হোক। মিতেশবাবু জানান, দাবিগুলি বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
অন্য হাসপাতালে সময় মতো ‘রেফার’ না করায় মৃত্যু হয়েছে ছয় বছরের এক বালিকার। এই অভিযোগে রবিবার সকালে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে বিক্ষোভ দেখান রোগিণীর আত্মীয়-পরিজন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ বমি ও পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয় অর্চনা যাদব নামে ওই বালিকা। তার বাবা রাজেশ যাদবের অভিযোগ, “সকালে মেয়েকে অন্যত্র রেফার করা হয়। কিন্তু রাস্তাতেই অর্চনা মারা যায়।” এর পরেই তাঁরা হাসপাতালে ফিরে আসেন। কর্তৃপক্ষের কাছে চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেন রাজেশবাবু। হাসপাতাল সুপার শোভন পন্ডার আশ্বাস, “অভিযোগ তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
তিন মাস কাজ করেও বেতন না পাওয়ার অভিযোগে শনিবার সগড়ভাঙায় রাস্তা অবরোধ করেন একটি বেসরকারি সংস্থার প্রায় আড়াইশো কর্মী। যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠকে বসিয়ে আপাতত পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। দ্রুত বেতন দেওয়া না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি কর্মীদের। কতৃপক্ষের অবশ্য আশ্বাস, সমস্যা দ্রুত মিটে যাবে।
|
শারীরিক ও মানসিক নির্যাতনে এক বধূকে হত্যার অভিযোগে মৃতার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রানিগঞ্জের গির্জাপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রত্না দত্ত (২৮)। তাঁর ভাই মানকরের বাসিন্দা অমর দাঁ রানিগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। অমরবাবু জানান, ২০০২ সালে গির্জাপাড়ার বিবেক দত্তর সঙ্গে তাঁর দিদি রত্নাদেবীর বিয়ে হয়। তার পর থেকেই চলছিল নির্যাতন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
সন্ত্রাস চালাচ্ছে সিপিএম। এই অভিযোগে রবিবার দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করে শহর পরিক্রমা করল জামুড়িয়া তৃণমূল কংগ্রেস। সকালে বাসস্ট্যান্ডের থানা মোড় থেকে মিছিল শুরু হয়ে সিনেমা মোড় হয়ে আবার থানামোড়ে ফিরে আসে। সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তব্য পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটকের দাদা, তথা আইনজীবী সেলের নেতা অসীম ঘটক। অন্য দিকে, তৃণমূল ও পুলিশের আঁতাত এবং ষড়যন্ত্র করে সিপিএম নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে জেল খাটানোর প্রতিবাদে এ দিনই বিকেলে সিপিএমের অজয় জোনাল কমিটির নেতৃত্বে একটি মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জোনাল সম্পাদক মনোজ দত্ত।
|
দুর্গাপুর
অনূর্ধ্ব ১৭ সুপার লিগ ক্রিকেট প্রতিযোগিতা। ডিসিসি মাঠ। সকাল পৌনে ৯টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দলবদল ও খেলোয়াড়দের নথিভুক্তকরণ।
সংস্থার কার্যালয়। বিকাল ৫টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা। |