খেলার টুকরো খবর

আরএইউসি জয়ী দ্বিতীয় ডিভিশনে
দ্বিতীয় ডিভিশন লিগের সুপার সিক্স পর্বে রবিবার জিতল আরএইউসি। তারা পারবীরহাটা নেতাজি সঙ্ঘকে ৬০ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে আরএইউসি ৩৫ ওভারে ৬ উইকেটে ১৮৯ করে। শুভ্রজিৎ দত্ত ৮২, সজল নাগ ৫৫ রান করেন। নেতাজি সঙ্ঘের সফল বোলার সাগর বাল্মিকী (৩০-৩)। জবাবে নেতাজি ৩৫ ওভারে করে ১২৯। আরএইউসি-র অর্পণ চৌধুরী ৪টি এবং বিকাশ সিংহ ও সতীথ রাম ৩টি করে উইকেট পেয়েছেন। আগের মাচে জাতীয় সঙ্ঘকে ৯০ রানে হারিয়েছে আদিত্য স্মৃতি সঙ্ঘ। প্রথমে আদিত্য ৩৫ ওভারে ২৫০ করে। নমনিত সিংহ ৮, সুনন্দ গোস্বামী ৪২ ও মনোমিত মিত্র ৩২ রান করেন। জাতীয় সঙ্ঘের সফল বোলার মোল্লা সাব্বির ইকবাল (২০-২)। জাতীয় সঙ্ঘ ৩৫ ওভারে করে ১৬০। পার্থ কুণ্ডু করেন ৪০। আদিত্য স্মৃতি সঙ্ঘের স্নেহাশিস চৌধুরী (৩০-৩) ও সুনন্দ গোস্বামী (২০-৩) ভাল বল করেন। এই পর্বে এ পর্যন্ত আরএইউসি এবং আদিত্য স্মৃতি সঙ্ঘ দু’টি ম্যাচের সব ক’টিতেই জিতেছে। জাতীয় সঙ্ঘ ও নবীন সঙ্ঘ দু’টি করে ম্যাচের একটিতে জিতেছে। নেতাজি সঙ্ঘ হেরেছে দু’টি ম্যাচেই।

আসানসোলে ক্রিকেট
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল আসানসোল সিএ। আসানসোল রেল স্টেডিয়ামের খেলায় কল্যাণেশ্বরী সিএকে তারা ২০ রানে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে কল্যাণেশ্বরী ১২১ রানে শেষ হয়ে যায়। শুক্রবার হরিপুর সিসিএ রূপনারায়ণপুরকে ১১২ রানে হারিয়েছিল। অন্য দিকে, আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হয় রাধানগর সিএ। ধ্রুবডাঙা সিএকে তারা ২৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর ৬ উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে ধ্রুবডাঙ্গা ১০১ রানে শেষ হয়ে যায়।

হেরে গেল অশোক সঙ্ঘ
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল সানডে সিএ। রেল মাঠের খেলায় তারা রানিগঞ্জ অশোক সঙ্ঘকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ সব উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে সানডে সিএ ৭ উইকেট হারিয়ে রান তুলে নেয়। এই প্রতিযোগিতায় শুক্রবার সেল আইএসপি রাধানগর সিএকে ৮ উইকেটে হারায়।

খেতাব পূর্ব রেল আসানসোল সিএ-র
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব রেল আসানসোল সিএ। আসানসোল স্টেডিয়ামের খেলায় হরিপুর সিএকে তারা ৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে ৪০ ওভারের খেলায় পূর্ব রেল আসানসোল ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে হরিপুর ১৪২ রানে শেষ হয়ে যায়। ২২ রানের বিনিময়ে ৫ টি উইকেট নেন বিজিত দলের বিনয় সিংহ। খেলাটি পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় ও ভৈরব রায়।

দলবদল শুরু আজ
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দলবদল ও খেলোয়াড়দের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ, ২৩ এপ্রিল থেকে। ক্রীড়া সংস্থার কার্যালয়ে তিন দিন ধরে চলবে এই কাজ। এর পরে ২৮ এপ্রিল থেকে সিধো-কানহু স্টেডিয়ামে দু’দিনের শিবির শুরু হবে।

চ্যাম্পিয়ন ধর্মসঙ্ঘ
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল হিরাপুর ধর্মসঙ্ঘ। হিরাপুর বেকারি মাঠের খেলায় তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ৩-১ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.