কেন্দ্রীয় মন্ত্রীর পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ডিভিসি’র সামাজিক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রী কে সি বেনুগোপাল। রবিবার বিকেলে রঘুনাথপুরে ডিভিসি’র নির্মিয়মান তাপবিদ্যুৎকেন্দ্র লাগোয়া সালঞ্চি গ্রামে ‘চেকড্যাম’ ও সেতু পরিদর্শন করেন মন্ত্রী। গ্রামবাসীরা মন্ত্রীর কাছে স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাট ও স্কুল নির্মাণের দাবি জানিয়েছেন। মন্ত্রী তাঁদের দাবিগুলি ডিভিসি’র স্থানীয় আধিকারিকদের দেখার জন্য বলেন। ডিভিসি’র এক আধিকারিক বলেন, “ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের জন্য একটি ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা চালু করা হয়েছে। রঘুনাথপুরের তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার আগে ও পরে সামাজিক প্রকল্পের আওতায় বিদ্যুৎকেন্দ্র লাগোয়া গ্রামগুলিতে সামাজিক উন্নয়নের কাজ শুরু করেছে ডিভিসি। সালঞ্চি জোড়ের উপরে ‘চেকড্যাম’ ও সেতু সেই প্রকল্পের আওতায় তৈরি করা হয়। ডিভিসি সূত্রে জানানো হয়েছে, এর ফলে এলাকার ২৭টি গ্রামের বাসিন্দারা সুবিধা পাচ্ছেন। ২০০৯ সাল থেকে ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই এলাকার সামাজিক প্রকল্পের কাজে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যায় করা হয়েছে। বর্ধমানের অন্ডালে ডিভিসি’র নির্মিয়মান তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী রঘুনাথপুরে এসেছিলেন। |
শীতকালীন শিবির
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
গড়বেতা-১ ব্লকের সন্ধিপুর নেতাজি নগর হাইস্কুলে এনএসএস ইউনিটের উদ্যোগে ৪ দিন ধরে শীতকালীন শিবির হল। গত বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশোকানন্দ চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ষষ্ঠী দাস, প্রধান শিক্ষক অলোকপদ মণ্ডল, সম্পাদক ক্ষুদিরাম সাঁতরা প্রমুখ। ইউনিট ইন-চার্জ দিলীপ দোলই বলেন, “চার দিন ধরে স্কুলের মোট ৬০ জন ছাত্র-ছাত্রী এলাকার সাউড়িয়া, সন্ধিপুর-সহ প্রায় ৫-৬টি গ্রামে স্বাস্থ্য সচেতনতা, রাস্তা সংস্কার, নতুন মাটির রাস্তা-সহ বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করা হয়েছে।” এই উপলক্ষে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। |
লিউকেমিয়ার ‘ওষুধের’ খোঁজে ভারতীয় গবেষক
সংবাদসংস্থা • লন্ডন |
লিউকেমিয়া চিকিৎসায় আশার আলো দেখছেন পেনসিলভ্যানিয়ার গবেষকেরা। আর এই গবেষণায় মুখ্য ভূমিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী সন্দীপ প্রভু। মাছের তেলে ডেল্টা-১২-প্রোটাগ্লানডিন নামে একটি যৌগের সন্ধান পেয়েছেন তাঁরা। তাঁদের দাবি, লিউকেমিয়া স্টেম সেল নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে যৌগটির। ‘ব্লাড’ নামক পত্রিকায় সন্দীপদের গবেষণাটি প্রকাশিত হয়েছে। লিউকেমিয়া হল শ্বেত কণিকার ক্যানসার। এতে অস্বাভাবিক ভাবে রক্তে অপরিণত শ্বেত কণিকার সংখ্যা বাড়তে থাকে। ক্রমশ শরীরে নতুন রক্ত তৈরি হওয়া কমতে থাকে। ডেল্টা-১২ আসলে লিউকেমিয়ায় আক্রান্ত কোষের মধ্যে একটি জিনকে সক্রিয় করে দেয়। আর ওই জিনই পরে কোষটির মৃত্যু ঘটায়। শুধু তাই নয়, যৌগের এমনই গুণ, এক বার ক্যানসার আক্রান্ত কোষগুলি নষ্ট হয়ে যাওয়ার পর আর সেগুলির ফিরে আসার সম্ভাবনাও থাকবে না। এমনটাই দাবি সন্দীপের। পরীক্ষায় যায়, ওই ডেল্টা-১২ তাদের দেহে ঢোকানোয় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইঁদুরগুলি। |
হাসপাতাল সাফাই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হাসপাতাল চত্বর সাফসুতরো করলেন কলেজের ছাত্রছাত্রীরাই। কেশপুর কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই সাফাই অভিযান। কেশপুরের বিএমওএইচ জয়দেব মণ্ডল বলেন, “ছাত্রছাত্রীদের এই উদ্যোগ প্রশংসনীয়। সকলেই যদি এ ভাবে সমাজের কথা ভেবে এগিয়ে আসেন, স্বেচ্ছশ্রম দেন, তাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে।” গত ৩ জানুয়ারি থেকেই কেশপুর কলেজে শুরু হয়েছে শীতকালীন বিশেষ শিবির। |
স্নায়ুর জটিল সমস্যা বহু সময়েই আক্রমণ করে বুদ্ধিবৃত্তিকে। যার জেরে স্মৃতিশক্তি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। স্নায়ু-চিকিৎসার এই বিশেষ দিকটি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল কলকাতায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকেরা ওই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের আয়োজক-সম্পাদক, স্নায়ু চিকিৎসক অমিতাভ ঘোষ বলেন, “অ্যালঝাইমার্স বা যে কোনও ধরনের স্মৃতিভ্রংশের সমস্যা যে হারে বাড়ছে, তাতে স্নায়ু চিকিৎসার এই বিশেষ দিকটির আরও চর্চা দরকার। এই সম্মেলন তারই একটা উল্লেখযোগ্য ধাপ।” |