অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন-এর ‘ম্যাট’ পরীক্ষার জন্য ফর্ম দেওয়া হচ্ছে। হাতে কলমে পরীক্ষা হবে ৫ ফেব্রুয়ারি এবং কম্পিউটার বেসড টেস্টটি হবে মোটামুটি ১১ ফেব্রুয়ারি থেকে। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। ব্যাঙ্ক অব বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক কিংবা এআইএমএ-র স্টাডি সেন্টারের নির্দিষ্ট শাখা থেকে ১২০০ টাকার বিনিময়ে ফর্ম ও প্রসপেক্টাস পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমেও পরীক্ষার জন্য রেজিস্টার করা যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জানুয়ারি আর অনলাইনে রেজিস্টার করার শেষ তারিখ ১৭ জানুয়ারি। ওয়েবসাইট: www.aima-ind.org/matfeb12 ২০১২ সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স এগজামিনেশন হবে ১৫ এপ্রিল। যে সব কোর্সে ভর্তি হওয়া যাবে সেগুলি হল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ডেয়ারি টেকনলজি, বি আর্ক, ফার্মাসি, মেডিক্যাল, ডেন্টাল। বয়স: ৩১ ডিসেম্বরের মধ্যে সতেরো বছর বা তার ঊর্ধ্বে হতে হবে। এক মাত্র মেরিন ইঞ্জিনিয়ারিং-এই বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে। ৩১ জুলাই ২০১২-য় প্রার্থীর বয়স ২৫ বছরের মধ্যে থাকতে হবে। ১৮ জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন কিট পাওয়া যাবে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিভিন্ন শাখা থেকে। ওয়েবসাইট: www.wbjeeb.in বিড়লা ইনস্টিটিউট অব টেকনলজি অ্যান্ড সায়েন্স, পিলানি, গোয়া এবং হায়দরাবাদের ক্যাম্পাসে ইন্টিগ্রেটেড ফার্স্ট ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য কম্পিউটার বেসড অনলাইন টেস্ট ‘বিটস্যাট ২০১২’ দিতে হবে। যোগ্যতা: দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক মিলিয়ে ৭৫ শতাংশ নম্বর এবং এই তিনটি বিষয়ে আলাদা করে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। রেজিস্টার করাতে হবে অনলাইনের মাধ্যমে। ফি লাগবে ১৬০০ টাকা (মেয়েদের জন্য ১১০০ টাকা)। রেজিস্টার করানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা হবে ১০ মে থেকে ৯ জুনের মধ্যে। www.bitsadmission.com দ্য সিগাল স্কুল অব পাবলিশিং, কলকাতায় পাবলিশিং-এর ওপর সার্টিফিকেট কোর্স করানো হবে। স্পেশালাইজেশন করা যাবে এডিটিং এবং ডিজাইনিং ও প্রোডাকশন-এ। আবেদন শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। ওয়েবসাইট: www.seagullschool.org
|