টুকরো খবর
ধোনির দল তিনে নামছেই
মহেন্দ্র সিংহ ধোনির দলের জন্য কোনও সুসংবাদ নেই। বরং দু’টো দুঃসংবাদ। এক, ওয়াকা-র কিউরেটর ক্যামেরন সাদারল্যান্ড জানাচ্ছেন, বাউন্স ভরা সবুজ উইকেট তৃতীয় টেস্টে ভারতকে স্বাগত জানাবে। এবং দুই, পরের দু’টো টেস্ট জিতলেও টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের আর দু’নম্বরে থাকা হচ্ছে না। নেমে যেতে হবে তিন নম্বরে। আরও সমস্যা, পার্থ টেস্টে ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে কে খেলবেন তা নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। টিমের অধিকাংশই মনে করছেন, বিরাট কোহলি যখন পারছেন না, পার্থে রোহিত শর্মাকে খেলানো হোক। দাবি উঠেছে, অশ্বিনের জায়গায় বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে খেলানোর। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, “প্রজ্ঞান ভাল বিকল্প হতে পারে। ও ভাল বোলার। এবং তৈরি আছে। আর অশ্বিন সত্যিই ভাল বল করেনি।” একই কথা বলেছেন ওয়াসিম আক্রমও। হরভজন সিংহের অভাবে অস্ট্রেলিয়ায় ভুগছে ভারত, এমনও মনে করছেন প্রাক্তন পাক অধিনায়ক। এ দিকে, পার্থ কিউরেটর সাদারল্যান্ড বলছেন, “আমার ধারণা গত বছর ইংল্যান্ড টেস্টের মতোই উইকেট হয়েছে। প্রাণ থাকবে। তবে গত দু’বছর যে ঘাস ব্যবহার করা হচ্ছিল তার থেকে একটু অন্য ঘাস। বল সিম করবে ঠিকই কিন্তু নতুন বলটা খেলতে পারলে শেষ পর্যন্ত ব্যাটিং উইকেট।” এ দিকে, ভারত সিরিজ ২-২ যদি করে তা হলেও র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার সমান হবে। কিন্তু দশমিকের হিসাবে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।

বদলা নিল ম্যান ইউ
কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল বদলা নিতে পারেনি। ম্যাঞ্চেস্টার ডার্বিতে কিন্তু ফার্গুসনের ছেলেরা প্রতিশোধ নিয়ে নিলেন। এফ এ কাপের তৃতীয় রাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩-২ ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগের জ্বালা জোড়াল। গ্যালারিতে তখন বসে ডেভিড বেকহ্যাম, রয় কিনের মতো ইউনাইটেড প্রাক্তনরা। ম্যান ইউয়ের হয়ে জোড়া গোল রুনির। একটি ওয়েলবেকের। সিটির হয়ে গোল করেন কোলারভ এবং আগেরো। সিটির ঘরের মাঠে ১০ মিনিটে রুনির গোলে ১-০ ম্যান ইউয়ের। তার দু’মিনিট পরই বিতর্কিত লাল কার্ড দেখেন সিটির ভিনসেন্ট কোম্পানি। নানিকে জোড়া পায়ে জোরালো ট্যাকল করলেও পা আগে ছুঁয়েছিল বলকে। এর পর দশ জনের সিটির বিরুদ্ধে ২-০ ওয়েলবেকের। বিরতির ঠিক আগেই পেনাল্টি থেকে ফের গোল করেন রুনি। দ্বিতীয়ার্ধে দশজনেই পাল্টা লড়াইয়ে ফিরে দু’টি গোল শোধ করে সিটি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেও সমতায় ফিরতে পারেননি মানচিনির ছেলেরা।

শহরে নাইটদের ক্যাম্প ১৬ জানুয়ারি
আইপিএল ফাইভ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আজ, সোমবার গোয়ায় আইপিএলের ওয়ার্কশপ। সেখানে হাজির থাকার জন্য এ দিন রাতের মধ্যেই গোয়া পৌঁছে গিয়েছেন সমস্ত ফ্র্যাঞ্চাইজি কর্তারা। টুর্নামেন্ট নিয়ে আলোচনার পাশাপাশি গোয়ায় প্লেয়ার কেনা-বেচার সওদা পুরোপুরি চলবে বলে মনে করা হচ্ছে। এ দিন ডেকান চার্জার্স থেকে কেভিন পিটারসেনকে আসন্ন মরসুমের জন্য কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস। এ দিকে, আগামী ১৬ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্সের প্রথম শিবির বসছে কলকাতায়। যদিও সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সেই শিবির মূলত হবে ঘরোয়া ক্রিকেট থেকে নতুন কিছু প্লেয়ারকে দেখে নেওয়ার জন্য। বাংলা থেকে কয়েক জন নতুন মুখ সেই শিবিরে ডাক পাচ্ছেন। চেষ্টা করা হচ্ছে নতুন কোচ ট্রেভর বেলিস যাতে শিবিরে থাকতে পারেন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে সিডনি সিক্সার্সের কোচ বেলিস। টিম হেরে গেলে কলকাতায় আসবেন বেলিস।

লি-র ৪৮
সঙ্গী (বোপান্না) পাল্টে নতুন মরসুমের প্রথম টুর্নামেন্ট মহেশ ভূপতি যাঁদের কাছে হেরেছেন, সেই অভিজ্ঞ ইজরায়েলি জুড়ি অ্যান্ডি রাম-জোনাথন এলরিককে ৬-৪, ৬-৪ হারিয়ে চেন্নাই ওপেন ডাবলস চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার পেজ। যাঁর নতুন সার্বিয়ান সঙ্গী ইয়াঙ্কো টিপসারেভিচের এটাই প্রথম ডাবলস খেতাব। আর লি-র সাড়ে আটত্রিশ বছর বয়সে ৪৮তম খেতাব। যা জিতে অধুনা বলিউড অভিনেতা লিয়েন্ডার বলছেন, “চেন্নাই চাইলে তামিল সিনেমায় অভিনয় করেও আপনাদের মন জয় করতে পারি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.