জাতীয় যুব টেবল টেনিসে ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ এবং অঙ্কিতা দাস। যদিও পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি)-র হয়ে খেলেছেন তাঁরা। তা ছাড়া, কোয়ার্টার ফাইনালে শিলিগুড়ির রাজ মণ্ডল পিএসপিবি’র হরমিৎ দেশাইকে ৪-২ গেমে হারিয়ে নজর কেড়েছেন। সেমিফাইনালে রাজ জি সত্যেনের কাছে ৪-২ গেমে হারেন। সেমিফাইনাল খেলার সুবাদে সিঙ্গলসে তাঁর হাত ধরে একটি ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে।
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে এ দিন ফাইনালে সৌম্যজিৎ ৪-১ গেমে জি সত্যেনকে হারান। সেমি ফাইনালে পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন অ্যাকাডেমির সুধাংশু গ্রোভারকে এবং কোয়ার্টার ফাইনালে পিএসপিবি’র মোহিত বর্মাকে ৪-০ গেমে হারিয়ে দেন সৌম্যজিৎ। মেয়েদের বিভাগে অঙ্কিতা ফাইনালে পিএসপিবি’র পুজা সহস্রবুদ্ধেকে ৪-৩ গেমে হারিয়েছেন। এ দিন সেমি ফাইনালে অঙ্কিতা ৪-০ গেমে হারিয়েছেন পিএসপিবি’র রিথ রিস্যাকে। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রের করণম স্ফূর্তিকে তিনি হারান ৪-০ গেমে। সৌম্যজিৎ-অঙ্কিতার খেলায় খুশি নর্থ বেঙ্গল টেবল টেনিস সংস্থার সভাপতি টেবল টেনিস ফেডারেশনের অন্যতম কর্মকর্তা মান্তু ঘোষও। |
|
|
অঙ্কিতা দাস ও সৌম্যজিৎ ঘোষ। —নিজস্ব চিত্র |
|
যুব বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পর দু’ জনেরই লক্ষ্য সিনিয়র জাতীয় টেবল টেনিসে পদক জয়। ২৩ জানুয়ারি থেকে সিনিয়র জাতীয় টিটি প্রতিযোগিতা শুরু হচ্ছে। তার আগে ১৮ জানুয়ারি পর্যন্ত তাঁরা পাতিয়ালায় জাতীয় টেবিল টেনিস শিবিরে অংশ নিচ্ছেন। এর পর ল্যাতিন আমেরিকায় প্র-ট্যুর খেলতে যাওয়া। সেখান থেকে ফিরে ২৩ জানুয়ারি থেকে লখনউ-তে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন সৌমজিৎ ও অঙ্কিতা। সৌম্যজিৎ এবং অঙ্কিতা দু’ জনেই সিনিয়র বিভাগে দেশের টেবল টেনিসে রাঙ্কিংয়ে এক থেকে আটের মধ্যে রয়েছেন।
যুব বিভাগে ডাবলসে সৌম্যজিৎ-হরমিৎ দেশাই জুটি ফাইনালে ৩-০ গেমে হারিয়েছেন জি সত্যেন-নিতিন জুটিকে। মেয়েদের বিভাগে অঙ্কিতা-পুজা জুটি সেরা হয়েছেন স্ফূর্তি-নিখাত বানু জুটিকে হারিয়ে। ৩-০ গেমে জিতেছেন অঙ্কিতারা। সৌম্যজিৎ এবং অঙ্কিতাকে বাদ দিলে রাজ মণ্ডল সিঙ্গলসেব্রোঞ্জ এনেছেন উত্তরবঙ্গের হয়ে। জুনিয়রদের দলগত বিভাগে উত্তরবঙ্গের মেয়েরা ব্রোঞ্জ এনেছেন। ডাবলসে টেকমি সরকার এবং ঐশ্বর্য দেব জুটি আর একটি ব্রোঞ্জ এনেছে।
প্রতিযোগিতায় উত্তরবঙ্গ টেবল টেনিস সংস্থার খেলোয়াড়দের ফলে খুশি নন কোচ গণেশ কুণ্ডু। একমাত্র রাজ মণ্ডলের পারফরম্যান্স ছাড়া দলের অন্য কারও খেলা সেই ভাবে নজরে পড়েনি। কোচ বলেন, ‘‘বেশ কিছু ত্রুটি নজরে পড়েছে। প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়রা সেগুলি কাটিয়ে উঠতে পারবে বলে আমি আশাবাদী।”
ছেলেদের জুনিয়র বিভাগে সেরা হল পিএসপিবি-এ দলের অভিষেক যাদব। তিনি দলেরই খেলোয়াড় সুধাংশু গ্রোভারকে ৪-২ হেমে হারিয়েছে।
জুনিয়র ডাবলসে চ্যাম্পিয়ন সুধাংশু-অভিষেক জুটির কাছে ৩-০ গেমে হারতে হয়েছে সুরজিৎ দাস-বিবেক ভার্গব জুটিকে। মেয়েদের জুনিয়র বিভাগে রিথ রিস্যা সেরা হয়েছেন। তিনি করণম স্ফূর্তিকে ৪-৩ হেমে হারিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মেয়ে স্ফূর্তির কাছেই রাজ্য টিটি সংস্থার খেলোয়াড় সুতীর্থা কোয়ার্টার ফাইনালে ৪-১ গেমে হেরে যায়।
রাজ্য টেবল টেনিস সংস্থার সুতীর্থা মুখোপাধ্যায়, ঐকা মুখোপাধ্যায় জুনিয়র দলগত বিভাগে সোনা এনেছিল আগেই। দলগত বিভাগে একটি রুপো এসেছে মেয়েদের যুব বিভাগে। ছেলেদের জুনিয়র এবং যুব দলগত বিভাগে ২টি ব্রোঞ্জ এসেছে রাজ্য সংস্থার। ডাবলসে তাদের মেয়ে দল সোনা এবং রুপো দু’টোই জিতে নেয়। ফাইনালে সুতীর্থা-ঐকা জুটির কাছে ৩-০ গেমে হারতে হয়েছে সুমনা সাহা-প্রিয়দর্শীনী দাস জুটিকে। |