গন্ধগোকুল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
একটা গন্ধগোকুল উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। হুড়া থানার দলদলি গ্রামের ঘটনা। শনিবার বিকেলে গন্ধগোকুলটিকে ওই গ্রামে দেখা যায়। হুড়ার বিট অফিসার দেবাশিস ভঞ্জ বলেন, “এ দিন সকালে গন্ধগোকুলটি উদ্ধার করে আনা হয়। পরে স্থানীয় রাকাব জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।” স্থানীয় বাসিন্দা সব্যসাচী মাহাতো, দেবজিৎ মাহাতোরা বলেন, “কয়েক ফুট লম্বা ওই গন্ধগোকুলটিকে দেখে কয়েকজন বাসিন্দা আতঙ্কিত হয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। আমরা তাঁদের বুঝিয়ে শান্ত করি। খবর দেওয়া হয় বনকর্মীদের। শনিবার রাতে আমরা গন্ধগোকুলটিকে পাহারা দিয়ে রাখি। বিট অফিসার জানান, গ্রামবাসীরা গন্ধগোকুলটিকে উদ্ধার করে সচেতনতার পরিচয় দিয়েছেন। |
মাছ-কাণ্ডে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ঘোলানি নদীতে বিষক্রিয়ার তদন্তে কুমারগ্রাম বাগানের ২ কর্মীকে গ্রেফতার করল মহকুমা প্রশাসন। রবিবার মহকুমাশাসক অমলকান্তি রায় তদন্তে গিয়ে কীটনাশকের ড্রাম নিয়ে দুই বাগান কর্মীকে দেখে গ্রেফতারের নির্দেশ দেন। ধৃতদের নাম কৃষ্ণ লোহার ও মহেশ লোহার। অনুমান, কীটনাশকের ড্রাম ধোয়াতেই মাছ মরার ঘটনা ঘটে। মহকুমাশাসক বলেন, “তদন্ত শুরু হয়েছে। জলের নমুনা পরীক্ষা করা হচ্ছে।” |
প্লাস্টিকের দূষণ থেকে পরিবেশ রক্ষা করা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সচেতনা শিবির করলেন কলেজ পড়ুয়ারা। কাশীপুরের মাইকেল মধুসূদন কলেজে জাতীয় সেবা প্রকল্প এই সচেতনতা শিবিরের আয়োজন করেছিল। কলেজের শিক্ষক তথা জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক স্বপনকুমার মাহাতো জানান, কাশীপুর, রঙ্গিলাডি ও গোপালচক গ্রামে সচেতনতা প্রচার চালানো হয়। প্রাথমিক স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকদের কাছে প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরা হয়। সাতদিনের এই প্রচার কর্মসূচি রবিবার শেষ হল। |
অস্ত্র ও বাঘের ছাল উদ্ধার |
বেআইনি আগ্নেয়াস্ত্র ও বাঘের ছাল রাখার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের সঙ্গতবাজার এলাকায়। ধৃতের নাম রূপাঞ্জনা ঘোষ। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি থেকে একটি বন্দুক, তিন রাউণ্ড গুলি ও একটি বাঘের ছাল পাওয়া গিয়েছে। সঙ্গতবাজারে দীর্ঘ দিন ধরেই একটি বাড়িতে ভাড়া ছিলেন রূপাঞ্জনাদেবীরা। পরিবারের সদস্যরা ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেলেও তিনি বাড়ির দখল ছাড়েননি। বাড়ি মালিক আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশেই পুলিশ এ দিন উচ্ছেদ অভিযানে নামে। আর তখনই ওই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বন্দুক ও বাঘের চামড়া উদ্ধার হয়। |
অনুমতি না নিয়েই রবিবার সকালে কাটা হচ্ছিল সাদার্ন অ্যাভিনিউয়ের ৮৭ নম্বর ওয়ার্ড অফিসের সামনে রাস্তার উপরের এই বিশাল বটগাছটি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শেষে খবর যায় মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমারের কাছে। দেবাশিসবাবু জানান, কোনও রকম অনুমতি না নিয়েই ওই গাছটি কাটা হচ্ছিল। আজ সোমবার, এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হবে। যারা গাছ কাটছিল, পুলিশ আসার আগেই পালায় তারা। |