ফের মেট্রোয় ‘ঝাঁপ’
নিজস্ব সংবাদদাতা |
মেট্রোয় ‘ঝাঁপ’ দিয়ে সামান্য জখম হলেন এক মহিলা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল স্টেশনে। পুলিশের অনুমান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পুলিশ ও মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল পাঁচটা কুড়ি নাগাদ দমদমগামী একটি ট্রেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকছিল। সেই সময়ে বছর চল্লিশের ওই মহিলা লাইনে ‘ঝাঁপ’ দেন। কিন্তু চালক ট্রেন থামিয়ে দেওয়ার ফলে প্রাণে বেঁচে যান তিনি। পরে পুলিশ তাঁকে বৌবাজার থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, লাইনে ঝাঁপ দেওয়ার ফলে সামান্য চোট পেয়েছেন ওই মহিলা। কী কারণে তিনি ঝাঁপ দিয়েছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মেট্রোর জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, ওই ঘটনার জেরে রবিবার বিকেলে আট মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়।
|
চুরির অভিযোগে এক মহিলাকে রবিবার গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রূপা দাস। তিনি বেলগাছিয়া বস্তিতে থাকেন। পুলিশ সূত্রের খবর, শনিবার টালা থানা এলাকার ইন্দ্র বিশ্বাস রোডের একটি বাড়ি থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছিল। রূপা ওই বাড়িতে পরিচারিকার কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার সঙ্গে রূপার যোগ রয়েছে। এ দিন দুপুরে রূপার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় ৫ হাজার টাকাও।
|
বাসের ধাক্কায় পা ভাঙল সার্জেন্টের |
রেড রোডের কাছে নেতাজি-মূর্তির সামনে রবিবার রাতে বাসের ধাক্কায় এক পুলিশ সার্জেন্ট আহত হয়েছেন। পুলিশ জানায়, ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডে কর্মরত ওই সার্জেন্টের নাম অম্বরীষ ঘোষ। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর একটি পা ভেঙে গিয়েছে। রিভার ট্রাফিক এলাকায় সাগরযাত্রীদের সামলানোর দায়িত্বে ছিলেন তিনি। রাত সওয়া ১০টা নাগাদ মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ৩সি/১ রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। বাসটিকে আটক এবং চালককে গ্রেফতার করা হয়েছে।
|
কম্বলে মোড়া অবস্থায় এক শিশুকে উদ্ধার করল নারকেলডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে কাইজার স্ট্রিটের রেলের অফিস চত্বরে একটি শিশু পড়ে রয়েছে বলে খবর আসে থানায়। সাব-ইনস্পেক্টর সুশান্তকুমার সাউ ঘটনাস্থলে গিয়ে মাসখানেক বয়সের ওই শিশুপুত্রটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে
ভর্তি করা হয়। |