জেলার ওয়াকফ সম্পত্তিগুলি যাতে নষ্ট বা জবরদখল না হয়, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, গলসির কলেজে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক হস্টেল নির্মাণ-সহ বিভিন্ন দাবিতে সভা করল গলসির বাহিরঘন্নায় তৃণমূল সংখ্যালঘু সেল। শনিবার এই সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ইদ্রিস আলি। গলসি-২ ব্লকের তৃণমূল নেতা নবকুমার হাজরা বলেন, “প্রয়োজনে দল এই দাবিগুলি পূরণের জন্য বড় আন্দোলনে নামবে।”
|
তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রবিবার সকালে কালনা ১ ব্লকের সুলতানপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মী-সমর্থকদের অভিযোগ, এ দিন সকালে তাঁরা দেখেন কার্যালয়ের দরজা ভাঙা। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, দলীয় পতাকা। স্থানীয় তৃণমূল নেতা সুকুর আলি শেখের অভিযোগ, “এলাকার সিপিএমের কর্মী-সমর্থকেরাই ভাঙচুর চালিয়েছে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। দলের কালনা জোনাল কমিটির সম্পাদক অরুণা ভট্টাচার্যের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কালনা থানার পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
পানাগড়ের পণ্ডালির একটি সার কারখানার প্রায় ১০০ অস্থায়ী শ্রমিক তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার তাঁদের হাতে কংগ্রেসের পতাকা দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পানাগড় শিল্পাঞ্চল শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন ভট্টাচার্যের দাবি, “এই সার কারখানা দু’বছর হল চালু হয়েছে। স্থানীয় বাসিন্দা ওই কারখানায় চাকরি ও জমির জন্য ক্ষতিপূরণ চাইছিলেন। তৃণমূল সেই দাবির প্রতি সন্মান না দেখানোয় জেরেই এই দলবদল।” এ দিকে তৃণমূলের জেলা যুব সভাপতি সুভাষ মণ্ডলের দাবি, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে দলত্যাগের কারণ তো দেখছি না।”
|
নারী পাচার চক্রে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম দিলীপ সিংহ। বাড়ি পূর্বস্থলী ২ ব্লকের নিমদহের উখরা গ্রামে। শনিবার তাকে কালনা আদালতে তোলা হলে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গত ১৬ অক্টোবর পাটুলির এক মহিলা জানান পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর দুই মেয়েকে পরিচারিকার কাজ দেওয়ার নাম করে দিলীপ দিল্লি নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে মেয়েদের সঙ্গে আর যোগাযোগ করতে দেওয়া হয়নি। পুলিশ জানায়, গত দেড় মাসের মধ্যে দুই মেয়েই বাড়ি ফিরেছেন। তাঁরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের বিক্রি করে দেওয়া হয়েছিল। দু’জনেই নারী পাচার চক্রের জাল কেটে বেরিয়ে এসেছেন। এর পরেই দিলীপকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জওয়ানের। শনিবার দুপুরে নবাবহাটের কাছে দুর্ঘনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম দীপেন গড়াই (২৯)। বাড়ি গলসিতে। শ্রীনগরের প্রথম পদাতিক ব্যাটেলিয়নের কনস্টেবল ছিলেন তিনি। এ দিন ছুটি কাটিয়ে বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময়ে নবাবহাটের কাছে একটি ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে জখম হন তিনি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে ওই দিন বিকেলে মৃত্যু হয় তাঁর। |