নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জেলাশাসকের নির্দেশে শিক্ষা দফতরের আধিকারিকরা সরজমিনে তদন্তে নামতেই সহকর্মী ইলোরা ঘোষের তোলা অভিযোগ ‘অভিসন্ধিমুলক’ বলে দাবি করলেন সুনীতি অ্যাকাডেমির শিক্ষিকারা। শুক্রবার ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাধবী দাস তালুকদার-সহ শিক্ষিকা-শিক্ষাকর্মীরা লিখিত ভাবে ইলোরা দেবীর তোলা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষিকাদের তরফে মাধবী মুখোপাধ্যায় বলেন, “ইলোরার তোলা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ওঁর দ্বিতীয় বিয়ের ঘটনা আমাদের জানা ছিল না। ফলে সংবাদপত্রে ওই সংক্রান্ত খবর দেখে আমরা আঘাত পেয়েছি। শিক্ষা দফতরের তদন্তকারী অফিসারদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে।” প্রতিবাদ পত্রেও লেখা হয়, কোচবিহারের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাদের ওপর এ ধরনের অভিসন্ধিমুলক অপবাদ যথেষ্ট বেদনাদায়ক, মানহানিকরও বটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাধবী দাস তালুকদার সুর বদলে এ দিন বলেন, “সহকর্মীদের সঙ্গে বসেছিলাম। তাতে ইলোরার তোলা অভিযোগ ঠিক নয় বলে নিশ্চিত হয়েছি। আমি বুঝতে ভুল করেছিলাম। আমি চাই উনি দ্রুত কাজে যোগ দিন। এখানে কোনও সমস্যা নেই।” শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন তদন্তে যাওয়া আধিকারিকদেরও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়ে দেন, ভুল বোঝাবুঝি থেকে মনে হয়েছিল ইলোরা দুঃখ পাচ্ছেন। এখন জেনেছি পুরোটাই তাঁর ব্যক্তিগত ব্যাপার। ভিন্ন ধর্মে বিয়ে করায় সহকর্মীদের একাংশের হেনস্থায় প্রায় ৩ মাস ধরে স্কুলে যেতে পারছেন না বলে সম্প্রতি অভিযোগ তোলেন ইলোরা দেবী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেদিন জানিয়েছিলেন, ইলোরা দেবী ওই অভিযোগ তাঁকেও জানিয়েছেন। সমস্যা মেটাতে না পেরে জেলাশাসকের কাছে ইলোরা দেবীকে অন্যত্র বদলির ব্যবস্থা করার অনুরোধ করেছেন। তার জেরেই এদিন ডিআই ও এআই ওই স্কুলে তদন্তে যান। ইলোরার দেবীর স্বামী তাজগের আলি বলেন, “এখন ইলোরা অসুস্থ। কথা বলার মত অবস্থায় নেই।”
|
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
দলবিরোধী কাজের জন্য বিধানসভা নির্বাচনের মুখে বহিষ্কৃত দিনহাটার প্রাক্তন বিধায়ক অশোক মন্ডলকে দলে ফেরাল তৃণমূল। শুক্রবার দলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় তাঁকে দলে ফেরানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দলের সর্বভারতীয় সম্পাদকের নির্দেশ মেনে বহিষ্কৃত অশোক মণ্ডলকে দলে ফিরিয়ে নেওয়া হল।” দলে ফিরে আসায় খুশি অশোকবাবু বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। নেত্রীর নির্দেশ মেনে কাজ করব। প্রসঙ্গত, গত এপ্রিলে অশোকবাবুকে দল থেকে বহিষ্কার করার কথা দিনহাটার নির্বাচনী জনসভায় ঘোষণা করেন তৃণমূল নেত্রী। তাঁর বিরুদ্ধে দলের নির্দেশ না মেনে নির্দল প্রার্থীকে সমর্থনের অভিযোগ ছিল।
|
বিয়ের ৬ মাসের মাথায় এক গৃহবধূকে খুন করার অভিযোগে স্বামী, শ্বশুর, শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে মালদহের রতুয়ার পূর্ব রুকুন্দিপুর থেকে ওই ৩ জনকে ধরা হয়। পুলিশ জানায়, মৃতা বধূর নাম সুলতানা বিবি (২০)। এদিন সকালে বাড়ির পাশের একটি আমবাগানে ওই বধূর দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়! পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
|
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তোর্সার চরে এক কিশোরের গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার কোচবিহার কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম খইরুল হক (১৩)। তার বাড়ি পশ্চিম ঘুঘুমারি এলাকায়। ওই কিশোর মাংস বিক্রির দোকানে কাজ করতেন। এদিন সকাল থেকে সে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তার দেহটি তোর্সার চরে দেখতে পান। মৃতের গলায় অস্ত্রের আঘাত আছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। একজনকে জেরা করা হচ্ছে। খুনের কারণ স্পষ্ট নয়।”
|
আজ, শনিবার দিনহাটায় দলের কোচবিহার জেলা সম্মেলনের প্রকাশ্য সভার জন্য দুই শতাধিক যানবাহন তুলে নিচ্ছে সিপিএম। ৭-৯ জানুয়ারি নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে সম্মেলন হবে। শনিবার দুপুরে সংহতি ময়দানে প্রকাশ্য সমাবেশ হবে। নিরুপম সেন, মৃদুল দে, মদন ঘোষ প্রমুখ নেতা ওই সমাবেশে বক্তব্য রাখবেন।
|
বেআইনি মদের ঠেক ভাঙতে পথে নামলেন মহকুমা শাসক। শুক্রবার মালদহের চাঁচল বাসস্ট্যান্ডে মহকুমাশাসকের নেতৃত্বে ওই অভিযান হয়। বাসস্ট্যান্ডের পাশে একটি দোকানে চলছিল দেশি মদের ঠেকটি। এর কয়েক হাত দূরেই ট্রাফিক পুলিশের চৌকি রয়েছে। |