হেনস্থা হচ্ছেন শিল্পপতিরা, অভিযোগ বিজেপি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আমরি-কাণ্ডের তদন্তে রাজ্য সরকার একপেশে ভাবে ‘শিল্পপতি-বিরোধী মনোভাব’ নিয়ে চলছে বলে অভিযোগ করল বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ-সহ আট জন শুক্রবার রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে ওই অভিযোগ জানান। বিজেপি-র বক্তব্য, বিচারের নামে সরকার শিল্পপতিদের ‘হেনস্থা’ করছে। রাজ্যে বেসরকারি বিনিয়োগে যার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল এ দিন বলেন, “আমরি-কাণ্ডে দোষীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু রাজ্য সরকার ওই হাসপাতালের দৈনন্দিন কাজে জড়িতদের কাউকে গ্রেফতার করেনি। পরিবর্তে ‘বোর্ড অফ ডিরেক্টরস’-এর ৯ জনকে গ্রেফতার করেছে। ওই হাসপাতালের পরিচালন বোর্ডে স্বাস্থ্য দফতরের যে কর্তারা আছেন বা দমকলের যাঁরা ওই হাসপাতালের অনিয়মের কথা জেনেও ব্যবস্থা নেননি, সরকার কেন তাঁদের গ্রেফতার করছে না?” সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড হলে স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার হবেন কিনা, সে প্রশ্নও তোলেন রাহুল। ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
পক্ষান্তরে, আমরি-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে সমর্থন করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। ‘আন্তর্জাতিক মারওয়াড়ি ফেডারেশন’-এর তরফে এক প্রেস বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরি-কাণ্ডের প্রেক্ষিতে কিছু সংবাদমাধ্যম বলছে, মুখ্যমন্ত্রী মারওয়াড়িদের উপর বিরূপ মনোভাব নিয়ে চলছেন। ধৃতদের মধ্যে সাত জন ঘটনাচক্রে মারওয়াড়ি। যাঁরা মারা গিয়েছেন, মারওয়াড়ি তো তাঁদের মধ্যেও ছিলেন। মারওয়াড়ি প্রসঙ্গ এনে অহেতুক বিভাজনের চেষ্টা হচ্ছে’। |