কয়লার বাড়তি দাম স্থগিত রাখতে আর্জি জানাল হাইকোর্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গে আপাতত কয়লার দাম না-বাড়াতে কোল ইন্ডিয়া-কে অনুরোধ করল কলকাতা হাইকোর্ট। পরিবেশকর্মী সুভাষ দত্তের দাখিল করা জনস্বার্থ-মামলার সূত্রে শুক্রবার আদালতের এই আর্জি।
জনস্বার্থ-মামলাটিতে হাইকোর্টের নির্দেশে এ দিন অতিরিক্ত হলফনামা জমা দেন সুভাষবাবু। কোন নীতির ভিত্তিতে কয়লার দাম বাড়ানো হয়, সে সম্পর্কে কোল ইন্ডিয়া-কর্তৃপক্ষের কাছেও হলফনামা চেয়েছে বিচারপতি পিনাকী ঘোষ ও বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ। কোল ইন্ডিয়া এখনও তা জমা দেয়নি। তবে এ দিনের শুনানিতে রাজ্যের জিপি অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লার মূল্যবৃদ্ধির অর্থই বিদ্যুৎ মহার্ঘ হওয়া। অর্থাৎ আমজনতার উপরে বাড়তি বোঝা। অথচ বেসরকারি মলিকেরা যাতে ইচ্ছেমতো দাম বাড়াতে না-পারে, সেই জন্যই কয়লাশিল্প জাতীয়করণ করা হয়েছিল। জিপি’র দাবি, কোল ইন্ডিয়া বেসরকারি শিল্পসংস্থা নয়। তাই বেশি মুনাফা তার লক্ষ্য হতে পারে না।
এর পরে ডিভিশন বেঞ্চ পরবর্তী নির্দেশ পর্যন্ত কয়লার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে কার্যকর না-করতে কোল ইন্ডিয়া-কে অনুরোধ জানায়। কোল ইন্ডিয়া-কর্তৃপক্ষের বক্তব্য: পশ্চিমবঙ্গে বর্ধিত দামে কয়লা বিক্রি না-করার কোনও নির্দেশ আদালত তাদের দেয়নি। এ প্রসঙ্গে কোল ইন্ডিয়া’র তরফে সংস্থার চিফ জেনারেল ম্যানেজার এইচ কে বৈদ্য পরে বলেন, মামলার চূড়ান্ত রায় বেরোনোর আগে রাজ্যে বর্ধিত দামে বিক্রি করা কয়লার বিল তৈরি থেকে তাঁদের বিরত থাকতে বলেছে আদালত। তাঁর দাবি, আইন অনুযায়ী নিজের উৎপাদিত পণ্যের দাম বাড়ানোর স্বাধীনতা অন্য যে কোনও সংস্থার মতো কোল ইন্ডিয়া’রও রয়েছে। |