পরিবহণ নিগম ঢেলে সাজতে ৪ কর্তা বদলি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের পরিবহণ নিগমগুলি ঢেলে সাজার কাজ শুরু হল। তিনটি পরিবহণ নিগমের চার কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার মহাকরণ সূত্রে জানা যায়। তাঁদের মধ্যে তিন জন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদের। তিনটি নিগমেরই কাজকর্মে তিনি যে ক্ষুব্ধ, বৃহস্পতিবারেই সেখানকার কর্তাদের তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই সব নিগমেই দ্রুত কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি পরিবহণ সংস্থায় ভর্তুকির দিন শেষ বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবহণ নিগমগুলির জন্য সরকারকে ফি-বছর প্রায় ৪৫০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছিল। কয়েক মাস ধরেই বিভিন্ন রুটে সরকারি বাস কমে যাচ্ছে। টিকিট বিক্রি বাবদ আয় বাড়ছে না।
সংস্থার আর্থিক হাল ফেরানোর জন্য ওই সব নিগমের কর্তাদের নির্দেশ দিচ্ছিল সরকার। কিন্তু তাতেও কোনও নিগমে হাল না-ফেরায় চরম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিবহণ দফতর সূত্রের খবর, কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা সিএসটিসি-র এমডি অশোক ধরকে পাঠানো হচ্ছে পর্যটন দফতরে। তাঁর পদে আসছেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক প্রসন্নকুমার মণ্ডল। কলকাতা ট্রাম সংস্থা (সিটিসি)-র এমডি প্রদীপ চট্টোপাধ্যায়কে পাঠানো হল মঞ্জুষার এমডি করে। আর পাঁচ মাস বাদে তাঁর অবসর নেওয়ার কথা।
সিটিসি-র এমডি হয়ে আসছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক নীলাঞ্জন শাণ্ডিল্য। সিটিসি-র জেনারেল ম্যানেজার স্বরূপ পালকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি যাচ্ছেন সমাজকল্যাণ দফতরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এমডি ডন বস্কো লেপচার জায়গায় এলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সি মুরুগান। মুরুগান ছুটিতে থাকায় কোচবিহারের অন্য এক অতিরিক্ত জেলাশাসক তাসি ঢেন্ডুপ শেরপা এই কাজ সামলাচ্ছেন।ব্য, “এর ফলে পরিদর্শনের কাজে গতি যেমন বাড়বে, তেমনই জরিমানা বাবদ আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।” |