জাতীয় সড়ক, সেতু সারাতে মনমোহনকে চিঠি মমতার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে বিভিন্ন জাতীয় সড়ক ও সেতুর দুরবস্থার কথা আগেও দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট সেতু, তিস্তা সেতু, ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং রাজ্যের অন্যান্য জাতীয় সড়কের মেরামতির জন্য এ বার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি।
রাজ্যে জাতীয় সড়কগুলির হাল অত্যন্ত খারাপ। কোলাঘাট সেতুর হাল এতটাই খারাপ যে, মুম্বই রোডে রোজই যানজট হচ্ছে। জলপাইগুড়িতে তিস্তা সেতুর অবস্থাও খারাপ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় তার হাল দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। দিল্লি গিয়ে ওই সড়কের রক্ষণাবেক্ষণ নিয়ে সওয়াল করেন তিনি। তার পরেই ওই জাতীয় সড়ক মেরামতির জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু বিতর্ক বেধেছে মেরামতি নিয়ে। এই অবস্থায় শুক্রবার রাজ্যে জাতীয় সড়কগুলির অবস্থা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে মহাকরণে আসেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই-এর জেনারেল ম্যানেজার অজয় অহলুওয়ালিয়া এবং সচিব অজয় উপাধ্যায়। তাঁরা রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ এবং পূর্তসচিব অজিত বর্ধনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ঠিক হয়েছে, কোন কোন জাতীয় সড়কের অবস্থা কী, রাজ্যের পূর্তসচিবকে নিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখবেন উপাধ্যায়। প্রথমেই ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখবেন ওই দুই অফিসার। ১৪-১৫ জানুয়ারি ওই পরিদর্শনের দিন ধার্য হয়েছে। |
পরে অন্যান্য জাতীয় সড়ক পর্যবেক্ষণের দিনক্ষণ ঠিক হবে। মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে বিষয়টি নিয়ে সরব হওয়ার পরে সড়ক মেরামতির জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। সেই টাকায় কী কাজ হয়েছে?
পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারিং-ইন-চিফ নির্মল সরকার এ দিন বলেন, “এনএইচএআই বলছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন, কাজ হয়নি। তাই কেন্দ্র-রাজ্য অফিসারদের যৌথ দল পরিস্থিতি যাচাই করবে।” জাতীয় সড়ক কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার এ দিন জানান, ওই সড়কে প্রচুর গর্ত ছিল। যে-ঠিকাদার আগে ওই সড়কে কাজ করেছেন, তাঁর গাফিলতি থাকায় তাঁকে দিয়েই সেগুলো ঠিক করানো হয়েছে। নির্মলবাবু জানান, জাতীয় সড়ক-কর্তৃপক্ষ ৩১ নম্বর সড়কের মানোন্নয়নের কাজও শীঘ্রই শুরু করবেন। সোনাপুর থেকে ফালাকাটা, প্রায় ১৫ কিলোমিটার সড়কের মধ্যে চারটি সেতু আছে। তার মধ্যে একটি সেতু মেরামত হয়েছে। বাকি তিনটি সেতুও মেরামত করতে হবে। এই খাতে ২৭ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। |