লাইন পেরনোর সময়ে ছুটন্ত ট্রেনের সঙ্গে লরির ধাক্কায় লরি চালক-সহ গুরুতর জখম হয়েছেন চারজন। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহত দু-জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় পূর্ব রেলের আজিমগঞ্জ-ফরাক্কা শাখায় ধুলিয়ান ও নিমতিতা স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে বাসুদেবপুর হল্ট স্টেশন লাগোয়া প্রহরী বিহীন একটি রেলগেটে। নবদ্বীপগামী নবদ্বীপ এক্সপ্রেস ট্রেনটি ধুলিয়ান স্টেশন ছেড়ে নিমতিতার দিকে যাচ্ছিল। মাঝে বাসুদেবপুর গ্রাম ও বাজার লাগোয়া হল্ট স্টেশনটি। হল্ট স্টেশন পেরিয়েই রয়েছে প্রহরীবিহীন রেল ক্রসিং। ৩৪ নং জাতীয় সড়ক থেকে ২০ মিটার দূরে ওই ক্রসিং দিয়ে বাসুদেবপুর বাজারে ঢুকছিল সব্জি বোঝাই একটি ছোট লরি। ট্রেন আসছে দেখে চালক লরিটিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। কিন্তু তার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে যায় লরিটি। বছরখানেক আগে নবদ্বীপ এক্সপ্রেসের ধাক্কাতে ওই রেল গেটেই রিকশার দুই আরোহী মারা যান। মালদহের ডিআরএম হর্ষকুমার বলেন, ‘‘এই দুর্ঘটনার ফলে ঘন্টাখানেক ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। হাওড়াগামী মালদহ টাউন প্যাসেঞ্জার ট্রেনটি ধুলিয়ান স্টেশনে আটকে পড়ে। পরে ক্রেন এনে রেলপথ পরিষ্কার করে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’’
|
স্কুল সার্ভিস কমিশনের ফর্ম বিলি চলছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। শুক্রবার বিকেল ৪টে নাগাদ তা বন্ধ করে দিতেই ওই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের গোরাবাজার শাখায় বিক্ষোভ দেখানো শুরু করেন ফর্মের জন্য লাইনে দাঁড়িয়ে তাকা কয়েকশো তরুণ-তরুণী। তারা ব্যাঙ্কের সামনের পথ অবরোধও করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়। ব্যাঙ্কের শাখা প্রবন্ধক উত্তম হাজরা চৌধুরী বলেন, “বিকেল ৪টে নাগাদ ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়। কিন্তু তখন পর্যন্ত ফর্ম নিতে আসা ছেলেমেয়েদের লম্বা লাইন ছিল। এতে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে ওই ছেলেমেয়েদর ব্যাঙ্কের তরফে টোকেন দেওয়া হয়েছে। এর ফলে শনিবার তারা ফর্ম তোলার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।” ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ আগামী ১২ জানুয়ারি।
|
গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে থানায় আটকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে গত ৫ ডিসেম্বর মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন হরিহরপাড়া থানার তরতিপুরের বাসিন্দা লতিফা বিবি। এর পরেই ওসি-সহ ৫ জন পুলিশ কর্মীকে সায়মিক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করেছিল জেলা পুলিশ। তদন্তের ভার দেওয়া হয় মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার আন্নাপ্পা-ই কে। তদন্তের রিপোর্ট পেয়ে আরও তিন জন পুলিশ কর্মীকে সায়মিক বরখাস্তও করা হয়। ওই ঘটনার পরে শুক্রবার হরিহরপাড়া থানায় এএসআই দীপক দাস ও সোমনাথ শিকদার, সাজেদা বেওয়া, গণপতি বর্মণ নামে মোট চার জন পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন লতিফা বিবি। এসপি ভরতলাল মিনা বলেন, “ওই মহিলা এ দিন ৪ পুলিশ কর্মীর বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে।”
|
দু’লক্ষ ৬০ হাজার টাকা জাল নোট বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। শুক্রবার রাতে বহরমপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে জাল নোট-সহ দুজন তরুণ-তরুণীকে গ্রেফতারও করে পুলিশ। ধৃত দুজনের নাম ইউনুস শেখ ও আজমিনা খাতুন। ধৃতদের মধ্যে ইউনুসের বাড়ি ইসলামপুর থানার সীতানগরে আর আজমিনা ওই থানারই গোয়াসের বাসিন্দা। পুলিশের জেরার মুখে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছে।
|
গাঁজা পাচারের অভিযোগে শুক্রবার সকালে বহরমপুরের গোরাবাজার শ্মশানঘাট থেকে ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ ১৫ কেজি গাঁজা ও একটি গাড়ি আটক করা হয়েছে। ধৃতেরা হলেন সুবীর সরকার, লক্ষণ শর্মা, তপন শীল ও শুভঙ্কর জয়সওয়াল।
|
পণ্যবোঝাই লরি ও বাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুই বাইক আরোহী। তাঁদের সুতির মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে সুতির ধলার মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। |