তিন বছর পরেও সম্পূর্ণ হয়নি রাস্তা
রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল বছর তিনেক আগে। কিন্তু এখনও তা সম্পূর্ণ হয়নি। হরিহরপাড়া থেকে সব্দরনগর যাওয়ার এই ১৭ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয় ২০০৮ সালে। তবে এখনও তা অসম্পূর্ণই রয়ে গিয়েছে।
২০০১ সাল থেকে এই রাস্তা তৈরি করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তৎকালীন পূর্তমন্ত্রী থেকে স্থানীয় পঞ্চায়েত। আবেদন জানানো হয়েছিল সকলকেই। তবে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। ২০০৫ সালে স্থানীয় সব্দরনগর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি হাইকোর্টে এই রাস্তার দাবি করে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। ২০০৮ সালের জুলাই মাসে আদালত ওই রাস্তার সংস্কারের ব্যাপারে জেলাশাসকের কাছ থেকে একটি রিপোর্ট চায়। তার পর তিন বছর পেরিয়েছে। সম্পূর্ণ রাস্তা এখনও তৈরি হয়নি।
ওই ১৭ কিলোমিটার রাস্তার দু’টি অংশে কাজ হয়েছে। হরিহরপাড়া থেকে গোবিন্দপুর এবং আলমপুরের খানিকটা অংশের রাস্তা তৈরিও হয়েছে। তবে এখনও প্রায় দুই কিলোমিটার কাজ বাকি রয়েছে। দিন কয়েক আগে জেলা পরিষদের উদ্যোগে রুকুনপুর থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের আরএসপি সদস্য বিশ্বজিৎ ঘোষ বলেন, “সব্দরনগর ও আলমপুরের মধ্যে রাস্তার পিচের কাজ হচ্ছে। সমস্যা পুরো না মিটলেও আংশিক ভাবে একটা সমাধান হবে।”
দশ বছরের রাস্তার দাবি ও জনস্বার্থ মামলার পরেও আলমপুর থেকে সব্দরনগরের রাস্তার হাল ফেরেনি এখনও। এই অংশের রাস্তার কাজ এখনও শুরুই হয়নি। দীর্ঘদিন পরিচর্যার অভাবে বেহাল এই রাস্তাটি পিচ দিয়ে পুননির্মাণ করা হলে উপকৃত হবেন এলাকার প্রায় তিরিশ হাজার মানুষ। ইটের এই রাস্তা যাতায়াতের একেবারেই অযোগ্য। বর্ষায় জল জমলে রাস্তার হাল আরও বেহাল হয়ে যায়। তবে অন্য উপায় না থাকায় এই রাস্তা দিয়েই দিনের পর দিন যাতায়াত করছেন সাধারণ মানুষ। রোগী, প্রসূতি কিংবা বৃদ্ধদের এই রাস্তা পার হতে সমস্যায় পড়তে হয়। সব্দরগর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তৎকালীন সম্পাদক কৈলাশপতি মণ্ডল বলেন, “ওই ২ কিমি রাস্তা তৈরি হয়ে গেলে এলাকায় বাস চলাচল করবে। নওদা ও হরিহরপাড়ার প্রচুর মানুষ উপকৃত হবেন।” নওদার বিডিও মানস মণ্ডল বলেন, “ওই রাস্তার ব্যাপারে ভবিষ্যতে কী করা যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।” নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি আবদুল বারি মোল্লা বলেন, “রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জেলা পরিষদের অচলাবস্থার জন্য কাজ করা সম্ভব হচ্ছে না।” মুর্শিদাবাদের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি ওই রাস্তার ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.