দক্ষিণ কলকাতা: বেহালা
পুর উদ্যোগ
সুস্বাস্থ্য সমাচার
মির সমস্যায় এত দিন আটকে ছিল পুরসভার স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ। অবশেষে সেই সমস্যা মিটল।
কলকাতা পুরসভার উদ্যোগে বেহালার ব্যানার্জি পাড়ায় একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। জমি অধিগ্রহণের ব্যাপারেও রাজ্য সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুরকর্তৃপক্ষ।
কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরসভার স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের বিষয়ে এলাকার অনেকেরই দীর্ঘ দিনের দাবি ছিল। কিন্তু কোনও জায়গা না থাকায় এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে অসুবিধা ছিল। স্থানীয় কাউন্সিলর রত্না শূরের উদ্যোগে সরকারি জমিতেই এই স্বাস্থ্যকেন্দ্র করা হবে। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ এবং পুরসভার আধিকারিকেরা সম্প্রতি এই জমি পরিদর্শন করেন। প্রায় দু’বিঘা জমির উপর এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে বলে অতীনবাবু জানান।
এই অঞ্চলে ’৭৭ সালের আগে সরকারি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু যে জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠার কথা ছিল সেই জমিটি ‘ওয়াকফ’ সম্পত্তির মধ্যে থাকায় এই প্রকল্প বাস্তবায়িত করা যায়নি। এই জমির ঠিক উল্টো দিকে রাজ্য উদ্বাস্তু পুনর্বাসন দফতরের প্রায় চার বিঘা খালি জমি আছে। খালি জমি পড়ে থাকায় এই জমি জবরদখলও হয়ে যাচ্ছে বলে পুরকর্তৃপক্ষ জানিয়েছেন।
রত্নাদেবী বলেন, “সরকারি এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র করার জন্য পুরসভার কাছে আমি প্রস্তাব দিয়েছি। এ ছাড়া এই ওয়ার্ডে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলে এলাকার লোকেদের খুব সুবিধা হয়। পুরসভার স্বাস্থ্য দফতরও এখানে স্বাস্থ্যকেন্দ্র করতে উদ্যোগী হয়েছে।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় পুরসভার স্বাস্থ্যকেন্দ্র না থাকায় তাঁদের আশপাশের ওয়ার্ডে কিংবা সরকারি হাসপাতালে যেতে হয়। কাউন্সিলরকেও এই ব্যাপারে জানানো হয়েছে।
পুর স্বাস্থ্য দফতর কী ব্যবস্থা নিচ্ছে?
অতীনবাবু বলেন, “রত্নাদেবীর প্রস্তাব বিবেচনা করে ফাঁকা জমিতেই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ভাবে এই জমি অধিগ্রহণ করার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথাও হয়েছে। কয়েক দিনের মধ্যেই আমরা উদ্বাস্তু পুনর্বাসন দফতরকে চিঠি পাঠাচ্ছি। তার পরেই কাজ শুরু করা হবে।” উদ্বাস্তু পুনর্বাসন দফতরের এক আধিকারিক জানান, পুরসভার কাছ থেকে জমি অধিগ্রহণের ব্যাপারে কোনও চিঠি এখনও আসেনি। চিঠি পাওয়ার পরেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কলকাতা পুর এলাকায় পুরসভা নিয়ন্ত্রিত মোট ১২৮টি স্বাস্থ্যকেন্দ্র আছে।
আরও আটটি স্বাস্থ্যকেন্দ্র খুব শীঘ্রই খোলা হবে বলে পুর স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.