টুকরো খবর
গড়িয়ার কামডহরির কিশোরকল্যাণ মাঠে চলছে গড়িয়া বইমেলা। এ বার দ্বিতীয় বর্ষ। পঞ্চাশটি স্টল রয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মঞ্চে প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তৃতীয় দিনে মেলা চত্বরে দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাব সংবাদ মাধ্যমের নিরপেক্ষ ভূমিকা নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করেছিল। দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা খোলা থাকে। ছুটির দিনে রাত ন’টা পর্যন্ত খোলা। ৩০ ডিসেম্বর এই মেলা শুরু হয়। রবিবার মেলার শেষ দিন। ১৪ বছরে পা রাখল বারুইপুর বইমেলা। অমৃতলাল কলেজ মাঠে শুক্রবার এই মেলা শুরু হয়েছে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ৫৫টি স্টল রয়েছে। রোজ দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা। সাংস্কৃতিক মঞ্চে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আয়োজকদের তরফে বারুইপুরের মহকুমা শাসক আর্শাদ হাসান ওয়ারসি বলেন, ‘‘এ বারের মেলা হাসিরাশি দেবী, জ্যোতিরিন্দ্র মৈত্র, বেগম সুফিয়া কামাল এবং নীহাররঞ্জন গুপ্তের স্মৃতির প্রতি উৎসর্গিত।”

পিলু ভট্টাচার্যের প্যারডি গানের নতুন অ্যালবাম প্রকাশিত হল সম্প্রতি। শচীন দেব বর্মণ থেকে মান্না দে-র গাওয়া দশটি কালজয়ী গানের প্যারডি নিয়ে এই অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ হল ‘এনভিডি মিউজিক’-এর আয়োজনে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে। মিন্টু দাশগুপ্তের প্যারডিগুলি এ ভাবেই আলোয় এল আবার।

ওয়ার্ল্ড যোগ সোসাইটির পঁচিশ বছর পূর্তি ও ১৯তম অল ইন্ডিয়া উইনি যোগা প্রতিযোগিতা
উপলক্ষে এক অনুষ্ঠানে প্রেমসুন্দর দাস, চিন্তামণি ঘোষ, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র,
সনৎ প্রামাণিক ও দিব্যসুন্দর দাস। সম্প্রতি সায়েন্স সিটি অডিটোরিয়ামে। ছবি: শুভাশিস ভট্টাচার্য
স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে ‘কলিকাতা যুব সঙ্ঘ’-এর উদ্যোগে আজাদ হিন্দ বাগ (হেদুয়া পার্ক) ও আর্কুহাট স্কোয়ার প্রাঙ্গণে ১৫ জানুয়ারি পর্যন্ত এক মেলার আয়োজন করা হয়েছে। ‘বিবেক মেলা বিবেক সংস্কৃতি উৎসব ’১২’ নামের ওই মেলায় থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্প। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবীণের সম্মান নবীনকে। সম্প্রতি ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের
১৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে। ছবি: বিতান ভট্টাচার্য
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় ২৪ ও ২৫ ডিসেম্বর বালিতে অনুষ্ঠিত হল ২০ তম ‘সৌমেন চারুকলা উৎসব’-এর শিল্পী শিবির ও বার্ষিক প্রতিযোগিতা। আয়োজক বালি সাধারণ গ্রন্থাগার কর্মী সঙ্ঘ ও গ্রন্থাগার কর্তৃপক্ষ। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বালি অ্যাথলেটিক ক্লাবের মাঠে বসেছিল শিল্পী শিবির। সেখানে নতুন ও পুরনো প্রজন্মের মিলিয়ে মোট ৪২জন শিল্পী অংশগ্রহণ করেন। ছিলেন বিজন চৌধুরী, প্রকাশ কর্মকার প্রমুখ শিল্পী। উদ্যোক্তারা জানান, এ বারের অনুষ্ঠানটি বালির বাসিন্দা প্রয়াত ভাস্কর দেবব্রত চক্রবর্তীর স্মৃতিতে উৎসর্গ করা হয়। শিল্পী শিবির ছাড়াও বালি শান্তিরাম বিদ্যালয় ও সাধারণ গ্রন্থাগারে আবৃত্তি, গল্পবলা, ক্যুইজ, অঙ্কন-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন রাজ্য গ্রন্থাগার পরিষেবা অধিকারের আধিকারিক কল্লোল মুখোপাধ্যায়।

‘দক্ষিণায়ন ইউ কে’র আয়োজনে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘শ্যামা’।
পরিচালনায় আনন্দ গুপ্ত। সম্প্রতি আইসিসিআর প্রেক্ষাগৃহে। ছবি: শুভাশিস ভট্টাচার্য
রবীন্দ্রনাট্য সংস্কৃতে। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে এবং ‘হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ’-এর ৭৫তম বর্ষপূতির্র্ উপলক্ষে সংস্কৃতে ‘রবীন্দ্র নাট্য মেলা’-এর আয়োজন করা হয়। সম্প্রতি রামগোপাল মঞ্চে। মেলার সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন অনুপ মতিলাল ও নিরঞ্জন গোস্বামী। এই মেলায় ‘অচলায়তনম্’, ‘অভ্যর্থনম্’, ‘রোগিবান্ধবম্’, ‘অরসিকস্য স্বর্গপ্রাপ্তিঃ’, ‘বার্ত্তগৃহাধ্যক্ষবচোনাটকম্’, ‘সূক্ষ্মবিচারঃ’, ‘গান্ধার্য্যাবেদনম্’ প্রভৃতি নাটক মঞ্চস্থ করা হয়।

ইউনিভার্সিটি ইনন্সিটিউটে সম্প্রতি অনুষ্ঠিত হল কেডিসি (কিড’স কম্পিউটার)-এর দ্বাদশ পুরস্কার
বিতরণী অনুষ্ঠান। কবিতা ও নাচের পাশাপাশি ছিল কিড’স সেন্টারের এক ছাত্রের রচিত নাটক।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.