কাঠ চুরিতে বাধা দেওয়ায় ওয়াচ টাওয়ারের খুঁটি কেটে মাটিতে নামিয়ে তিন বনকর্মীর উপরে হামলা চালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। আত্মরক্ষার জন্য বনকর্মীরা দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে বাগডোগরার তাইপু বিটে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহন্নদ ইদ্রিস (৩৫)। ওই ব্যক্তির বাড়ি স্থানীয় মেরিভিউ চা বাগান এলাকায়। রাতেই বনকর্মীরা গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। বনকর্মীদের গুলিতে ওই ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে এদিন সকালে সিপিএম নেতা শীতল দত্ত এবং মাধব সরকারের নেতৃত্বে ওই এলাকার বাসিন্দারা ৩১ বি জাতীয় সড়ক অবরোধ প্রায় ঘণ্টাখানেক সময় ধরে অবরোধ করে রাখেন। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠার পরে আন্দোলনকারীরা বাগডোগরার রেঞ্জ অফিসারকে ঘেরাও করে মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করেন। পরে বনকর্তাদের আশ্বাসে সমস্যা মেটে। কার্শিয়াঙের ডিএফও ওয়াই টি এডেন বলেন, “বনকর্মীদের গুলিতে কারও মৃত্যু কাম্য নয়। কিন্তু বৃহস্পতিবার রাতে হামলাকারীরা যেভাবে ওয়াচ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় তাতে বনকর্মীরা আত্মরক্ষার চেষ্টা না-করলে তাঁদেরই মৃত্যু অনিবার্য ছিল।” রাস্তা অবরোধ এবং ঘেরাও সত্বেও জঙ্গলে ঢুকে কাঠ কাটা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কার্শিয়াং বন বিভাগের কর্তারা। আন্দোলনকারীদের পক্ষে সিপিএমের হাতিঘিষা লোকাল কমিটির সম্পাদক মাধব সরকার বলেন, “জঙ্গলে ঢুকে কাঠ কাটা আমরাও সমর্থন করি না। কিন্তু বুক লক্ষ করে কেন গুলি চালানো হবে? বনকর্মীদের সঙ্গে যোগসাজশে দুষ্কৃতীরা জঙ্গলে ঢোকার সাহস পায়। ওই বনকর্মীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।” বাগডোগরা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি কাঠ চোর হিসাবে বন দফতরে চিহ্নিত। গত বুধবার রাতেই বনকর্মীরা ওই দুষ্কৃতীদের ডেরায় ঢুকে পিকআপ ভ্যান-সহ লক্ষাধিক টাকার কাঠ আটক করে। তার পরেই এদিন সন্ধ্যায় দুষ্কৃতীরা পাল্টা হামলা করে টাইপু বিটে। সেখানে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির দায়িত্বে ছিলেন দুই বনকর্মী। বন কর্তাদের দাবি, ওই দুই বনকর্মী দুষ্কৃতীদের জঙ্গল থেকে চলে যেতে বলেন। তখন দুষ্কৃতীরা ওয়াচ টাওয়ার ঘিরে ধরে। তার পরে কুড়াল, দাঁ দিয়ে ওয়াচ টাওয়ারের খুঁটি কেটে বনকর্মীদের মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা হয়। তখনই বনকর্মীরা গুলি ছুঁড়লে ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। পালিয়ে যায় অন্য দুষ্কৃতীরা। বাগডোগরার রেঞ্জ অফিসার বিজন তালুকদার বলেন, “নিজেদের প্রাণ বাঁচাতে বনকর্মীরা গুলি ছোঁড়েন। পরে তল্লাশির সময়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।” প্রতিযোগিতা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে প্রবন্ধ, বির্তক ও ক্যুইজ প্রতিযোগিতা হয়। দেশের সাধারণ নির্বাচনে নির্বাচন কমিশনের ভুমিকা, নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে প্রবন্ধ ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর ব্লকের অর্ন্তগত গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুল থেকে ছাত্রছাত্রী ও শিক্ষিক শিক্ষিকাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর বিডিও মল্লিকা সেনগুপ্ত মজুমদার বলেন, “নির্বাচন নিয়ে সচেতনতা প্রসারের জন্যই এই উদ্যোগ। |