ঘন কুয়াশায় পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়া বুনো মাকনা হাতি দিনভর তাণ্ডব চালাল শিলিগুড়ি এবং লাগোয়া বাংলাদেশে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটি এদিন রাত সাড়ে ৯টা নাগাদ শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়া চা বাগান এলাকায় এক ব্যক্তিকে পিষে মেরে ফেলে। সকালে বাংলাদেশে ঢুকে পড়ার পরে মহিলাকে শুঁড়ে আছড়ে মেরে ফেলে। শিলিগুড়ির অদূরে বিধাননগর, ফাঁসিদেওয়া ও ফুলবাড়ি এলাকায় জখম হয় আরও ৪ জন। মাটিগাড়া চা বাগান এলাকায় মৃত ব্যক্তির নাম অর্জুন নেওয়ার (২৬)। মাটিগানা পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার থাপা জানান, মাটিগাড়া চা বাগানের ওই কর্মী এদিন রাতে কাজ সেরে ফ্যাক্টরি থেকে বার হয়ে বুনো হাতিটির সামনে পড়ে যায়। পায়ের তলায় তাঁকে পিয়ে দেয় হাতিটি। বৃহস্পতিবার রাতে হাতিটি নকশালবাড়ি থেকে বিহার হয়ে বিধাননগরে ঢুকে পড়ে। শুক্রবার সকালে সেটি ফাঁসিদেওয়ায় সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে। সন্ধ্যায় ফের সেটি মহানন্দা নদীর চর হয়ে মাটিগাড়ায় ঢুকে পড়ে। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “গ্রামবাসীদের তাড়া এবং কুয়াশায় হাতিটি পথ ভুল করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশেও এক মহিলাকে মেরে ফেলে বলে জেনেছি। রাতেই সেটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, রাতে নকশালবাড়ির কলাবাড়ির জঙ্গল থেকে হাতিটি নেপালের বামনডাঙিতে ঢুকেছিল। সেখানেই স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়া করলে ঘন কুয়াশায় সেটি পথ ভুলে মেচি নদীর চর দিয়ে বিহার হয়ে বিধাননগরে ঢুকে পড়ে। সেখানে হাতিটির হামলায় চা কারখানার শ্রমিক পবিত্রা দাস নামে এক মহিলা জখম হন। গুরুতর জখম ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন সকালে ফাঁসিদেওয়ায় আরও এক ব্যক্তিকে জখম করার পরে সেটি কাঁটাতারের বেড়া ভেঙে ঢুকে পড়ে বাংলাদেশে। সেখানেও এক মহিলাকে শুঁড় দিয়ে দিয়ে আছড়ে মেরে ফেলে হাতিটি। সন্ধ্যায় ফুলবাড়িতে মহানন্দা নদীর চরের উপর দিয়ে মাটিগাড়ায় ঢোকার সময়ে আরও ২ জনকে জখম করে। তার পরে মাটিগাড়া চা বাগানের ঘটনাটি ঘটে। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ কর্মীরা ছাড়াও বৈকুণ্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই ঘটনাস্থলে যান। এদিন সকালে হাতিটি বাংলাদেশে ঢুকে পড়ায় উদ্বিগ্ন বন দফতরের কর্তারা বনমন্ত্রী হিতেন বর্মনের নির্দেশে বনকর্তারা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। সুকনা এলিফ্যান্ট স্কোয়াডের রেঞ্জ অফিসার ছাড়াও বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফও কুশল বন্দ্যোপাধ্যায়, কার্শিয়াং এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা যান। দুপুরে ফুলবাড়িতে বন কর্তাদের উপস্থিতিতে ফুলবাড়িতে বিএসএফ এবং বিডিআরের কর্তারা ফ্ল্যাগ মিটিংও করেন। বনমন্ত্রী বলেন, “সন্ধ্যায় হাতিটি নিজে থেকে এ পারে ফিরে না-এলে শনিবার বনকর্মীদের বাংলাদেশেই পাঠাতে হত। সে কথা ভেবেই হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। এই ধরনের পরিস্থিতি এড়াতে বনকর্মীদের নজরদারি বাড়ানোর উপরে জোর দেওয়া হচ্ছে।” বন দফতরের অভিযোগ, বুনো হাতি লোকালয়ে চলে এলেই বাসিন্দাদের একাংশ উত্যক্ত করছেন। তাতেই প্রাণহানি এবং জখমের ঘটনা ঘটছে। সন্ধ্যায় হাতিটি বাংলাদেশ থেকে ফুলবাড়ি এলাকায় ফিরে এলে স্থানীয় কিছু বাসিন্দা উত্যক্ত করতে শুরু করেন। তাতে খেপে গিয়ে হাতিটি আরও ২ জনকে জখম করে। হাতির হানায় ওই ব্যক্তির মৃত্যুর পরে এলাকায় প্রবল আতঙ্ক সৃষ্টি হয়। হাতিটি জঙ্গলে ঢুকে যাওয়ার পরেও আতঙ্কিত বাসিন্দারা গভীর রাত পর্যন্ত পটকা ফাটান। |