চিকিৎসক নেই, বিক্ষোভ হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার ৬ ঘণ্টা নিমতিতা বিড়ি শ্রমিক কল্যাণ হাসপাতালের ৫ কর্মীকে ঘেরাও করে রাখেন এসইউসি-র বিড়ি শ্রমিক সংগঠনের সমর্থকেরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, হাসপতালের অব্যবস্থা নিরসন-সহ ১৫ দফা দাবিতে এ দিন বিক্ষোভ দেখান তাঁরা। সংগঠনের জেলা সম্পাদক আব্দুস সইদের অভিযোগ, “ওই হাসপাতালে দু’জন চিকিৎসক, টেকনিশিয়নের থাকার কথা। কিন্তু তাঁরা না থাকায় শ্রমিকেরা পরিষেবা পাচ্ছেন না। এক জন চিকিৎসক মাঝে মাঝে হাসপাতালে আসতেন। মাস তিনেক ধরে তিনিও আসছেন না। ফলে পরিচয়পত্র প্রদান থেকে আবাসনের আবেদন-সহ যাবতীয় কাজ বন্ধ হয়ে রয়েছে।” কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বিড়ি শ্রমিক কল্যাণ পর্ষদের অরাঙ্গাবাদের এই হাসপাতালে বিড়ি শ্রমিকেরা বিনা খরচে চিকিৎসার সুযোগ পান। কল্যাণ পর্ষদের রাজ্য কমিটির সদস্য বাদশার আলি বলেন, “এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বহু বার সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে। এমন কী পর্ষদের এক সহকারী কমিশনারকেও সব জানানো হয়েছে।” এ ব্যাপারে আইএনটিইউসি-র তরফে একটি দাবিপত্র তুলে দেওয়া হয় শ্রমিক কল্যাণ পর্ষদের ডেপুটি ওয়েলফেয়ার কমিশনারের হাতে। প্রতিদিন ওই হাসপাতালে চারশোরও বেশি রোগী আসেন। কিন্তু চিকিৎসক না থাকায় পরিষেবা নিতে হয় চতুর্থ শ্রেণির কর্মীদের কাছ থেকে। শ্রমিক কল্যাণ পর্ষদের ডেপুটি ওয়েলফেয়ার কমিশনার প্রফুল্লচন্দ্র পট্টনায়ক বলেন, “ওই হাসপাতালে এক জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। তাঁর সেখানে নিয়মিত যাওয়ার কথা। কেন তিনি যাচ্ছেন না তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
|
শিশুমৃত্যুর অভিযোগ পুরুলিয়া হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে পুরুলিয়া সদর হাসপাতালে। ঘটনার তদন্তের দাবি করার পাশাপাশি হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন মৃত শিশুর বাবা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২ ডিসেম্বর জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সদর হাসপাতালের শিশুবিভাগে ভর্তি হয় সাত মাসের রিয়া মাহাতো। তার বাবা, বাঘমুণ্ডি থানার হুড়ুমদা গ্রামের বাসিন্দা নিবারণ মাহাতোর অভিযোগ, “বুধবার রাতে আমার মেয়েকে ছুটি দিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে আমরা হাসপাতাল থেকে বাড়ি ফেরার তোড়জোড় করছিলাম। আমার স্ত্রী তখন ওয়ার্ডে ছিল। আমরা কিছু ক্ষণ পরে মেয়েকে তুলতে গিয়ে দেখি, ও নড়াচড়া করছে না। চিকিৎসকেরা জানালেন, মেয়ে মারা গিয়েছে।” এর পরেই সুপারের কাছে লিখিত অভিযোগ করেন নিবারণবাবু। হাসপাতাল সুপার স্বপন সরকার অবশ্য বলেন, “আমার হাতে অভিযোগ আসেনি। তবে এমন অভিযোগ যখন উঠেছে, তখন অবশ্যই তদন্ত হবে।”
|
ফেনসিডিল-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ফেনসিডিল-সহ এক যুবককে বুধবার রাতে হরিণঘাটার বড় জাজুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাহাদুল শেখ। পুলিশ জানিয়েছে, বড় জাজুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ কার্টেন ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই যুবকেও।
|
একটি নার্সিংহোমের এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক নার্স। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় শিবপুরে। অভিযোগ, মঙ্গলবার রাতে ডিউটির সময়ে ওই চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধরও করা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানালে তিনি ওই নার্সকে মেডিক্যাল পরীক্ষা করার নির্দেশ দেন। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে ও ওই চিকিৎসককে গ্রেফতারের দাবিতে স্থানীয়েরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) সুকেশকুমার জৈন জানান, অভিযোগ পেয়ে চিকিৎসককে আটক করা হয়েছে। নার্সের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসককে গ্রেফতার করা হবে।
|
রক্তদান নিয়ে একটি আলোচনাচক্র হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার এই সভায় জেলার ৩০টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। |