টুকরো খবর
প্রতারণা, গ্রেফতার
চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে তরুণদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে প্রধাননগর থানার ডাকঘরের পাশ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম হেমন্ত তিওয়ারি। তার বাড়ি প্রধাননগরে। তার অফিসে বেশ কয়েকটি কমপিউটার ও কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের ব্যক্তি বেশ কয়েকমাস আগে শিলিগুড়িতে এসে প্রধাননগরে একটি ভবন নিয়ে অফিস তৈরি করে। সেখানে কয়েকটি কমনপিউটার ও টেলিফোন নেওয়া হয়। সংবাদপত্রে বিজ্ঞাপন নিয়ে মাসিক ৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা প্রচার করে ওই ব্যক্তি। দুই মাস আগে শিলিগুড়ির একটি বিলাসবহুল হোটেলে ইন্টাপভিউ নিয়ে ৪ জন তরুণকে নিয়োগ করা হয়। প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে টাকা নেওয়া হয়। ল্যাপটপ দেওয়ার নাম করে সম্প্রতি এক যুবকের কাছ থেকে ২০ হাজার টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। দুই মাস পরে কোনও টাকা না পেয়ে প্রধাননগর থানায় অভিযোগ জানায় ওই তরুণরা। ওই অফিসে তাদের সারাদিন বসিয়ে রাখা হত বলে তরুণরা অভিযোগ করেছেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযুক্তকে জেরা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।”

ডিসেম্বর পর্যন্ত আন্দোলন নয়
রাস্তা সংস্কারের প্রশাসনিক আশ্বাসে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনও আন্দোলনে যাচ্ছেন না শিলিগুড়ি-দার্জিলিঙের মধ্যে চলাচলকারী ছোট গাড়ির চালকেরা। বৃহস্পতিবার সকালে দার্জিলিঙে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে চালকদের সংগঠনের নেতারা বৈঠকে বসেন। তরাই চালক সংগঠনের নেতারা সবীন থাপা জানান, ডিসেম্বরের মধ্যে রোহিনীর পাশাপাশি ৫৫ নম্বর জাতীয় সড়কের কাজও করার আশ্বাস দেওয়া হয়েছে। এর মধ্যে মিরিক এবং মংপু হয়ে গাড়ি চলবে। প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা করে ভাড়া নেওয়া হবে। পরিবহণ দফতর, জেলা প্রশাসন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করবেন বলেও জানিয়ে দিয়েছেন। পাশাপাশি, পার্কিং, ওয়ানওয়ে ট্রাফিকের ব্যবস্থা চালকদের দাবিমত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

চন্দ্রগ্রহণের প্রস্তুতি
শনিবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিল শিলিগুড়ির স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থবেঙ্গল। ওয়েব ক্যামের মাধ্যমে প্রকৃতির বিস্ময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিশ্ব জোড়া ‘লাইভ’ প্রদর্শন ছাড়াও প্রচুর ছবি তুলে প্রতিটি পর্যায়ের তথ্য সংগ্রহ করা হবে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যা ৫টা ৩ মিনিট ৫ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে রাত ১০টা ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড। উত্তরবঙ্গের সর্বত্র পূণর্গ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

তৃণমূলের বিক্ষোভ
শিলিগুড়ি কমার্স কলেজের স্থায়ী ভবনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার বিক্ষোভ দু’দিনে পড়েছে। টিএমসিপির পক্ষে জানানো হয়েছে, রাত-দিন অবস্থান চলবে। তাদের অভিযোগ, কলেজের স্থায়ী কোনও ভবন নেই। শিলিগুড়ি কলেজের একটি ভবনে কমার্স কলেজ চলছে। ফলে নানারকম অসুবিধেয় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। কলেজের পরিকাঠামো উন্নয়নের টাকা ফেরত চলে যাচ্ছে। লাইব্রেরির হাল খারাপ হয়ে পড়েছে।

আন্দোলনের হুমকি দিল ডিওয়াইএফ
পঞ্চম শ্রেণিতে ভর্তির সময় ‘ফি’ নেওয়া হলে আন্দোলনে নামবে ডিওয়াইএফআই। বৃহস্পতিবার শিলিগুড়িতে সংগঠনের অফিসে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর ঘোষ। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের আইনকে না মেনে অনেক স্কুলেই পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য ‘ফি’ নেওয়া হচ্ছে। শিলিগুড়ির বিভিন্ন স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির আবেদনের ফর্ম ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে। লটারির মাধ্যমে ভর্তির কথা বলা হচ্ছে। তিনি বলেন, “এভাবে চললে দুর্নীতি হবে বলে আমরা আশঙ্কা করছি। ‘ফি’ নেওয়া বন্ধ করা না হলে আমরা আন্দোলনে নামব। পাশাপাশি লটারির বিষয়টিতে স্বচ্ছতা রাখতে হবে। বিষয়টি জানিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি দেব।”

বৃ্দ্ধার মৃত্যুর তদন্তের দাবি
ফুলমায়া রুচালের (৭২) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করল ডিওয়াএফ। বৃহস্পতিবার শিলিগুড়িতে দলীয় অফিসে সাংবাদিক বৈঠক করে ওই দাবি করেন ডিওয়াইএফের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর ঘোষ। মঙ্গলবার গভীর রাতে সেবক রোডের একটি নার্সিংহোমে ফুলমায়া দেবীর মৃত্যু হয়। কার্শিয়াংয়ের বাসিন্দা ফুলমায়া দেবী গত রবিবার দুপুরে শিলিগুড়ি হাসপাতালের শয্যা থেকে পড়ে যান। কতর্ব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। শঙ্কর বাবু বলেন, “আমরা ওই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। যাদের গাফিলতিতে ওই ঘটনা ঘটেছে প্রত্যোেকের শাস্তির দাবি করছি।” শিলিগুড়ি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার প্রদীপ সরকার বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।

জখম তরুণীর ভাই গ্রেফতার
জ্যোতি শর্মা জখমের ঘটনায় তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। বুধবার রাত থেকে ভক্তিনগর থানার পুলিশ জ্যোতির ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে হায়দরপাড়ার ভাড়া বাড়িতে জ্যোতিকে জখম অবস্থায় পাওয়া যায়। তাঁর গলায় ব্লেডের আঘাত ছিল। সেই সময় ভাড়া বাড়ির ঘরে জ্যোতির মা সুমিত্রা দেবী এবং ভাই ছিলেন। বাড়ির মালিক স্বপন বিশ্বাস পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু করেছে পুলিশ। স্বপনবাবু বলেন, “জ্যোতি’র মা আমাদের জানিয়েছেন তাঁর ছেলে জ্যোতির গলায় ব্লেড দিয়ে আঘাত করেছে। সেটাই পুলিশকে জানিয়েছি।” কিন্তু কী কারণে ভাইয়ের হাতে জ্যোতি আক্রান্ত হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

স্কুল ভোটে হার
বিধানসভা নির্বাচনের পাশাপাশি এবার নিজের স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে পরাজিত হলেন গোবিন্দ রায়। বৃহস্পতিবার ধূপগুড়ি হাই স্কুলে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়। সেখানে বাম ও ডান দুই পক্ষের মোট ৮ জন প্রতিনিধি লড়াইয়ে নামেন। শিক্ষক ও শিক্ষা কর্মী মিলে মোট ৩৯ টি ভোট পড়ে। ফল প্রকাশের পর জানা যায় ১ টি আসন বাদে বাকি ৩ টি আসনে জয়ী হয়েছেন ডানপন্থী শিক্ষকরা। জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দবাবু পেয়েছেন মাত্র ১৫টি ভোট। নির্বাচনে হারের পর গোবিন্দবাবু শুধু বলেন, “ডানপন্থীদের সংগঠনে বেশি লোক থাকায় তাঁরা অনায়াসে জিতেছেন। এর বেশি আর কী বলব।” ১৮ নভেম্বর স্কুলের অভিভাবক কমিটির নির্বাচনে কে জেতে তার দিকে তাকিয়ে রয়েছে ধূপগুড়ির রাজনৈতিক মহল।

স্মারকলিপি
ধান, পাটের সঠিক মূল্য প্রদান, সারের সঠিক বন্টন-সহ ৩৭ দফা দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির সদর ব্লকের বিডিওকে স্মারকলিপি দিয়েছে ব্লক কংগ্রেস। এলাকায় উন্নয়নের জন্য পঞ্চায়েতে বেশি অর্থ বরাদ্দ করা, বিপিএল তালিকা প্রকাশ করা, সরকারি প্রকল্পের সুবিধোভোগীদের তালিকা প্রকাশ করার দাবি করা হয়েছে। চেল নদীতে সেতু ও অন্য দাবিতে বৃহস্পতিবার মালবাজারের বিডিওকে স্মারকলিপি দিল কংগ্রেস।

অস্বাভাবিক মৃত্যু
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সুভাষপল্লিতে। পুলিশ জানায়, মৃতের নাম হরিপদ সরকার (৬০)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাড়ির দেখভালের দায়িত্বে ছিলেন হরিপদবাবু।

চোরাই গাড়ি উদ্ধার
গাড়ি চুরি যাওয়ার ছয় ঘন্টার মধ্যে তা উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার কলেজপাড়ায়। পুলিশ ওই ঘটনায় যুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে। ধৃতের নাম হরিপ্রসাদ গুহ। বাড়ি মাটিগাড়ার পাঁচকেলগুড়িতে।

সেমিনার
আজ, শুক্রবার থেকে শিলিগুড়ি কলেজে শুরু হচ্ছে ইউজিসি স্পনসরড সেমিনার। অর্থনীতি বিভাগের উদ্যোগে তিনদিনের ওই সেমিনার হবে।

গ্রেফতার
তরুণীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মালবাজার থেকে তাকে ধরা হয়। উদ্ধার করা হয় তরুণীকেও।

দেহ উদ্ধার
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে এনজেপি ফাঁড়ি এলাকায়। মৃতের নাম কমল বিশ্বকর্মা (৪০)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.