টুকরো খবর |
স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
প্রশ্নপত্র ‘ফাঁস’ হয়ে যাওয়ায় বাতিল হয়ে গেল নবম শ্রেণির ইতিহাস পরীক্ষা। ফলে হোগলবেড়িয়া আদর্শ শিক্ষানিকেতনে বৃহস্পতিবার ইতিহাস পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, ১ ডিসেম্বর থেকে স্কুলের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বিমলকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘‘বুধবার রাতে আমরা জানতে পারি যে নবম শ্রেণির ইতিহাস পরীক্ষার প্রশ্ন বাইরে পাওয়া যাচ্ছে। সেই প্রশ্নপত্র আমরা সংগ্রহ করে দেখি যে আমাদের স্কুলের প্রশ্নপত্রের সঙ্গে বাইরের তা হুবহু মিলে যাচ্ছে। ফলে বৃহস্পতিবারের ইতিহাস পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত হয়। পরিবর্তে ১৩ ডিসেম্বর নবম শ্রেণির ইতিহাস পরীক্ষা নেওয়া হবে। ভূগোল ও পরিবেশবিদ্যার পরীক্ষা এখনও বাকি আছে। সেই প্রশ্নপত্রও আমরা নতুন করে তৈরি করছি।” বিমলবাবু বলেন, ‘‘কলকাতার একটি সংস্থার কাছ থেকে আমরা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কিনেছি। এরকম হওয়ার কথা নয়। ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে।”
|
বগুলা গণশুনানিতে, কংগ্রেসের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বগুলা |
নদিয়ার বগুলায় গত ৭ অক্টোবর পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন স্থানীয় কংগ্রেস নেত্রী রাজেশ্বরী মল্লিক। সেই ঘটনার গণশুনানির প্রথম দিনে, বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাদের অভিযোগ, শুনানির সময়ে পুলিশ বেশ কয়েক জন ‘বহিরাগত’কে সাক্ষী হিসেবে নিয়ে এসে ‘তদন্ত প্রভাবিত’ করতে চেয়েছে। এ দিন সেই বহিরাগতদের ফাঁড়িতে বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলে বগুলা ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পরে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় কংগ্রেস নেতা বিমল বিশ্বাস বলেন, “পুলিশ বাইরে থেকে লোক নিয়ে এসে সাক্ষী সাজিয়ে তদন্ত ঘুরিয়ে দিতে চাইছে। জানতে পেরে আমাদের সমর্থকেরা ফাঁড়িতে বিক্ষোভ দেখান।” জেলা পুলিশ সুপার সব্যসাচীরমন মিশ্র অবশ্য বলেন, “বাইরে থেকে কেউ আসতেই পারেন। তবে কাউকেই ফাঁড়ির ভিতরে রাখা হয়নি।”
|
তেহট্টে স্ত্রী খুনে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে স্বামী উৎপল মণ্ডলকে বুধবার রাতে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে তেহট্টের কুষ্টিয়া গ্রামের রমা মণ্ডলকে (৩০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ করেন রমার বাবা জয়দেব মণ্ডল। উৎপল মণ্ডলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। তার পর থেকেই পলাতক ছিলেন উৎপল। বুধবার রাতে কুষ্টিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
|
গ্রেফতার দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • খড়গ্রাম |
এক দুষ্কৃতীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ। পারুলিয়ার ভরতা গ্রামের বাসিন্দা ইসাহক শেখ নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দু’টি খুনের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গত ডিসেম্বরে পারুলিয়া পঞ্চায়েতের প্রধান সিরাজউদ্দৌল্লা খুন হন। সেই সময়ে বাসার শেখ নামে এক দুষ্কৃতীকে পাল্টা বোমা ছুড়ে হত্যা করে ইসাহক বলে অভিযোগ। বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তাকে।
|
মনোনয়ন পত্র তুলতে বাধা
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
কলেজ নির্বাচনে মনোনয়ন পত্রই জমা দিতে পারল না বাম ছাত্র সংগঠনের জোট। ইসলামপুর কলেজে বামফ্রন্টের ছাত্র সংগঠনগুলি একজোট হয়ে লড়ছে। কিন্তু বৃহস্পতিবার, মনোনয়নপত্র তোলার শেষ দিনেও তারা তা তুলতে পারেনি। তাদের অভিযোগ, ছাত্র পরিষদের সমর্থকেরা তাদের মনোনয়নপত্র তুলতে বাধা দিয়েছে। অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস।
|
নিখোঁজ যুবক, পলাতক দুই
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বেলডাঙার মির্জাপুর গ্রামের পশ্চিম বাঁধপাড়ার বাসিন্দা মনিরুল শেখ (৪০) ৪ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ। দু’দিন পর বাড়ির কাছে গঙ্গার ধার থেকে রক্তের দাগ মেলার পর পুলিশ ও মনিরুলের পরিবারের সন্দেহ তাকে খুন করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। পুলিশ জানায় ডুবুরি নামিয়েও দেহ অবশ্য মেলেনি। পুলিশ জানায়, নিখোঁজ মনিরুল এলাকার কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার করে। সেই জেরেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ হলেও তারা পলাতক।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে চার কিমি দূরের একটি পলি খাতুন (১৭) নামে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। তার বাড়ি সুতির মহেশাইল গ্রামে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
|
চোলাই আটক
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কালভার্টের কাছ থেকে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছেন আবগারি দফতরের কর্মীরা। ওই মদের আনুমানিক দাম প্রায় এক লক্ষ টাকা। খবর পেয়ে বৃহস্পতিবার ওই মদ উদ্ধার করা হয়।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে চাকদহের শিমুরালি স্টেশনের কাছে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজু মল্লিক (২২)।
|
জাল নোট-সহ ধৃত |
৫০০ টাকার ৮টি জাল নোট-সহ ৩ যুবককে ধরল পুলিশ। বৃহস্পতিবার ভগবানগোলার কালুখালির কাছ থেকে। |
|