মাথার ঘাম পায়ে ফেলে চার বারের চেষ্টাতেও গোরির যোগ্য সঙ্গী খুঁজে বার করতে পারলেন না ভিতরকণিকা জাতীয় অরণ্যের কর্মীরা। সাদা কুমিরের বংশ বুঝি গেল। গোরি, দেশের একমাত্র সংরক্ষিত, সাদা মেয়ে কুমির। এ বারেও গোরির জন্য বনকর্মীরা খুঁজে আনেন এক পুরুষ সঙ্গীকে। তার পুকুরে ছেড়ে দেওয়া কুমিরটিকে। কিন্তু এর পরের ঘটনা মোটেই আন্দাজ করতে পারেননি তাঁরা। খানিক ক্ষণ চুপচাপ থাকার পরই আগন্তুকের দিকে তেড়ে যায় গোরি। আর সেখানেই খেল খতম। এর আগে এক বার বনকর্মীদের ‘চেষ্টায়’ পুরুষ সঙ্গীর সঙ্গে মারপিট করে এক চোখ হারিয়েছে গোরি। মাঝখানে এক বার তাকে জলে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন বন দফতরের কর্মীরা। কিন্তু বন্যজীবনে কতটা মানিয়ে নিতে পারবে সে, আদৌ বেঁচে থাকতে পারবে কি না, সেই ভয়েই ছাড়া হয়নি তাকে। আর তাই এখনও গোরির আস্তানা ভিতরকণিকা অভয়ারণ্য।
|
গাছ, বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় বর্ধমানের ভালকি মাচান বনাঞ্চলে আজ, শুক্রবার থেকে তিন দিনের রাজ্য সম্মেলনের আয়োজন করেছে ‘ওয়েস্টবেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশন’। সংগঠনের তরফে জানানো হয়েছে, এটি তাদের ৩০ তম রাজ্য সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো জন যোগ দেবেন। আলোচনাসভায় থাকবেন এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস প্রমুখ।
|
রানিনগরের রামনগর সীমান্তে হানা দিয়ে ৮ পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। তারা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, জেরায় তারা কবুল করেছে বাংলাদেশের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা তারা। ধৃতদের সঙ্গে আটক করা হয়েছে ২৯টি গরুও। ডোমকলের এসডিপিও দেবষির্র্ দত্ত জানান, গত কয়েক দিন ধরে প্রতি রাতেই সীমান্তে হানা দিচ্ছিল পুলিশ। বুধবার রাতে তারই ফল পেয়েছেন তাঁরা। |