ব্যাঙ্কক থেকে ফিরে ব্যাগ পেলেন না বহু যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ নিয়ে গণ্ডগোল হয় কলকাতা বিমানবন্দরে। কিংফিশার বিমানসংস্থার বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ, তাঁদের ব্যাগ তো পাওয়া যায়ইনি, ক্ষতিপুরণও দিতে রাজি হয়নি বিমানসংস্থা। সংস্থার তরফে তাঁদের শুধু বলে দেওয়া হয়েছে শুক্রবার বিমানবন্দরে এসে ব্যাগ নিয়ে যেতে। ইলাহাবাদের বাসিন্দা বিপিন গুপ্তের অভিযোগ, বৃহস্পতিবার রাতেই হাওড়া স্টেশন থেকে যোধপুর এক্সপ্রেসে তাঁর এলাহাবাদ ফেরার কথা। তিনি কী ভাবে শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে সেই ব্যাগ নেবেন? যাত্রীদের অভিযোগ, রাতে থাকার ব্যবস্থাও করেনি বিমানসংস্থাটি। ব্যাগ না আসায় প্রায় ৫০ জন যাত্রী আটকে পড়েন কলকাতায়। রাতে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই নিজেদের মতো হোটেলের ব্যবস্থা করে বিমানবন্দর ছেড়ে চলে যান।
|
লেকটাউনের পাতিপুকুর এলাকায় দুষ্কৃতী-তাণ্ডব বাড়লেও পুলিশ নিষ্ক্রিয়। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে পাতিপুকুর ব্রিজের কাছে আধ ঘণ্টা যশোহর রোড অবরোধ করলেন স্থানীয়েরা। অভিযোগ, পাতিপুকুর, দীঘিরপাড় এলাকায় রাত বাড়লেই দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হয়। বোমাও পড়ে। বারবার পুলিশকে জানিয়েও ফল হয়নি। এ দিন পুলিশ গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। সকালের ব্যস্ত সময়ে অবরোধে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের বিএ, বিএসসি পার্ট ওয়ান (অনার্স ও জেনারেল) পরীক্ষার ফল আগামী সোমবার, ১২ ডিসেম্বর প্রকাশিত হবে। পরীক্ষা নিয়ামকের দফতর থেকে জানানো হয়েছে, ওই দিনই বেলা ১টার পরে কলেজের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ফল মিলবে এই সব ওয়েবসাইটেও: www.wbresults.nic.in, www.cuexam.net এবং www.exametc.com।
|
বৌবাজার এলাকার টেরিটি বাজারের একটি দোকানে বৃহস্পতিবার আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, দুপুরে রবীন্দ্র সরণির ওই বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগলে কর্মীরা বেরিয়ে আসেন। দমকলের চারটি ইঞ্জিন মিনিট পনেরোয় আগুন নেভায়। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট-সার্কিটেই এই কাণ্ড। দোকানের অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল। এ দিনই সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ ওয়াটারলু স্ট্রিটের একটি বহুতল চত্বরে ট্রান্সফর্মারে আগুন লাগে। দমকল ও সিইএসসি-কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।
|
শহর পরিষ্কার রাখতে নতুন বছর থেকে রাতভর সাফাইয়ের কাজ চালু করবে বিধাননগর পুরসভা। পাশাপাশি, ১০টি উন্নতমানের গাড়িও কিনতে চলেছে। বৃহস্পতিবার বিধাননগর পুরভবনে এ কথা জানান চেয়ারম্যান পারিষদ (আবর্জনা সাফাই) দেবাশিস জানা। পুর-কর্তৃপক্ষ জানান, এখন ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাফাইয়ের কাজ হয়। নতুন বছর থেকে বর্তমান ব্যবস্থার পাশাপাশি রাতভরও সাফাইয়ের কাজ চলবে।
|
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তথাপ্রযুক্তি কলেজের কর্তা খুনের ঘটনার তদন্তভার নিল সিআইডি। গত ৮ সেপ্টেম্বর মাঝরাতে নিজের গাড়িতে ওই কলেজকর্তা সুপ্তেন্দু দত্ত এবং তাঁর গাড়ির চালক সুশান্ত ঘোষাল খুন হন। বৃহস্পতিবার ডিজি (সিআইডি) ভি ভি থাম্বি জানান, রাজ্যের গোয়েন্দা বিভাগ দু’-এক দিনের মধ্যেই তদন্ত শুরু করবে।
|
মাদক পাচারের অভিযোগে বাংলাদেশের এক নাগরিক-সহ তিন যুবককে গ্রেফতার করেছে কলকাতা গোয়েন্দা পুলিশ। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বৃহস্পতিবার জানান, বুধবার রাতে মোমিনপুর থেকে ওই তিন জনকে ধরা হয়। ধৃতদের নাম আব্দুল বারিক, বিজয় সাহু ও নিশিকান্ত দাস। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১২ কিলোগ্রাম গাঁজা। গোয়েন্দারা জানান, আব্দুল বাংলাদেশের যশোরের বাসিন্দা। বিজয় ও নিশিকান্ত তাকে গাঁজা পাচারে সাহায্য করত।
|
গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার রোডে। পুলিশ জানায়, আহতের নাম সমীর মুখোপাধ্যায়। গাড়ির ধাক্কায় সমীরবাবু পড়ে গিয়ে মাথায় চোট পান। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |