প্রাথমিক, শিশুশিক্ষা ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মহকুমাভিত্তিক ৩১তম ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল বৃহস্পতিবার। বুধবার উদ্বোধন উপলক্ষে কালনা শহরের ১০৮ শিবমন্দির চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শেষ হয় অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামেই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান স্বপন ঘোষ। এ দিন আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। বৃহস্পতিবার ছিল দৌড়, লং জাম্প-সহ নানা প্রতিযোগিতা। উপস্থিত চিলেন রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, মহকুমাশাসক সুমিতা বাগচি, জেলা স্কুল পরিদর্শক আব্দুল হাই প্রমুখ।
|
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। পরপর তিন দিন হবে দু’টি সেমি ফাইনাল ও ফাইনাল। প্রথম সেমি ফাইনালে দুর্গাপুর মুখোমুখি হচ্ছে আসানসোলের। পরের দিন বর্ধমান খেলবে কালনার বিরুদ্ধে। দুই সেমি ফাইনালে বিজয়ী খেলবে ১৬ তারিখের ফাইনালে। এ দিকে অনূর্ধ্ব ১৪ মহকুমা ক্রিকেটে দল গঠনের জন্য ১৩ ডিসেম্বর ট্রায়াল হওয়ার কথা ছিল। তা হবে ১২ ডিসেম্বর।
|
চিত্তরঞ্জন আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল অরবিন্দ স্পোর্টিং ক্লাব। আজাদ হিন্দ মাঠের খেলায় এ দিন তারা ছাত্রসঙ্ঘকে ৪-১ গোলে হারায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৭ ফুটবল লিগে বৃহস্পতিবার অআকখ মাঠের খেলায় দুর্গাপুর অগ্রণী সঙ্ঘ জয়লাভ করে। তারা বিধাননগর সেক্টর ২ সি ক্লাবকে ১-০ গোলে হারায়। গোল করে শিবা বাউরি। অন্য দিকে, এএসপি-র মাঠে তানসেন এসি ২-০ গোলে ইস্পাতনগরী দিশারী সঙ্ঘকে হারায়। |