সিপিএম কাউন্সিলরের অফিস ‘ভাঙচুর’ |
সিপিএম কাউন্সিলরের ওয়ার্ড কমিটি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের ২০ নম্বর ওয়ার্ডের অশোকপল্লিতে। কাউন্সিলর মানস সরকার জানান, কলেজ সংসদের নির্বাচনের জন্য ছাত্রেরা বসে আলোচনা করছিল। এলাকার কিছু তৃণমূল সমর্থক বাইরের এক দল দুষ্কৃতীকে নিয়ে চড়াও হয় ওই ছাত্রদের উপর। অফিসে ভাঙচুর করা হয়। নথিপত্র তছনচ করে দেওয়া হয় বলে অভিযোগ। মানসবাবু বিষয়টি রানিগঞ্জ থানায় লিখিতভাবে জানিয়েছেন। অন্য দিকে, তৃণমূল নেতা গোপালচন্দ্র আচার্যের দাবি, “এ দিন বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল হওয়ার কথা ছিল। তা যাতে না করতে পারে তার জন্য সিপিএম বাইরে থেকে এক দল দুষ্কৃতীকে ওই ওয়ার্ড কমিটির অফিসে জড়ো করেছিল। এলাকার বাসিন্দারা জানতে পেরে তাদের ভাগিয়ে দেয়।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বধূহত্যার অভিযোগে পলাতক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে বারাবনি থানার পুলিশ। বৃহস্পতিবার রসুলপুর জঙ্গলের মধ্যে একটি গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামল ঘোষ (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই যুবকের স্ত্রী টিনা ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়। ওই দিনই মৃতার পরিবারের তরফে তাঁকে খুন করার অভিযোগ দায়ের করা হয় থানায়। সে দিনই মৃতার শাশুড়িকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু পালিয়ে গিয়েছিলেন স্বামী এবং শ্বশুর।
|
স্কুলে খারাপ চাল, বিক্ষোভ |
বামুনডিহা কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের চাল নিম্নমানের। অবিলম্বে চাল সরবরাহকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে ওই চালের নমুনা নিয়ে মহকুমাশাসকের কাছে বিক্ষোভ দেখাল কংগ্রেস। এআইসিসি-র মনিটরিং কমিটির সদস্য শম্পা সরকারের অভিযোগ, চালে পোকা রয়েছে। ওই চালের ভাত খেলে অসুস্থ হয়ে পড়বে পড়ুয়ারা। কী ভাবে এই চাল সরবরাহ করতে পারে ওই ঠিকাদারি সংস্থা, তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, চালে পোকা ছিল। তিনি জেনেছেন ওই সরবরাহকারী সংস্থা বৃহস্পতিবার চাল পাল্টে দিয়েছে। তবে বিক্ষোভকারীদের এর পরেও লিখিত অভিযোগ দিতে বলেছেন তিনি।
|
ভোকেশনাল ট্রেনিং আসানসোলে |
আসানসোল রামকৃষ্ণ মিশনের সহায়তায় কারখানার জন্য জমিদাতাদের পরিবারের ছেলেদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া শুরু করল জামুড়িয়ার একটি বেসরকারি সংস্থা। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ বছর আগে কারখানাটি গড়ে ওঠে। এর পর কারখানার সম্প্রসারণ শুরু হয়েছে। সেজন্য যাঁরা জমি দিয়েছেন তাঁদের বাড়ির বেকারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ১০ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। |