টুকরো খবর
পুকুরে শিশুর দেহ
পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ শিশুকন্যার দেহ। মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিল বছর তিনেকের খাদেজা খাতুন। বুধবার রামজীবনপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁটাগোলা এলাকায় বাড়ি সংলগ্ন পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। মঙ্গলবার খেলতে খেলতে আচমকা নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। অনেক খোঁজার পরেও সন্ধান না মেলায় রাতেই থানায় বিষয়টি জানান পরিবারের লোকেরা। বুধবার সকাল ১০টা নাগাদ বাড়ি সংলগ্ন পুকুরে খাদেজার দেহ ভেসে ওঠে।

দাঁতন-মোহনপুরে স্কুলে জয়ী তৃণমূল
স্কুলভোটে জয়ের ধারা অব্যাহত তৃণমূলপন্থীদের। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন-১ ব্লকের জেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। ৬টি আসনেই জিতেছেন তৃণমূল-কংগ্রেস জোট সমর্থিতেরা। বামফ্রন্ট ও বিজেপি সমর্থিতেরা পৃথক ভাবে লড়াই করেন। কিন্তু কোনও আসনেই জিততে পারেননি। গতবার তৃণমূল, বিজেপি ও বিক্ষুব্ধ সিপিএমের জোট-সমথিতেরা জিতেছিলেন। জেলারই মোহনপুর ব্লকের একমাত্র বালিকা বিদ্যালয় মোহনপুর ঊষা-শশী স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ৬টি আসনে জিতেছেন তৃণমূল-সমর্থিতেরা। তৃণমূল-সমর্থিত ৬ জন ছাড়া আর কেউ মনোনয়নই জমা দেননি।

জন্মজয়ন্তী পালন
সম্প্রতি বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন হল খড়্গপুরে। বাহাবঙ্গা পুজো কমিটি পরিচালিত সাউথসাইডের উচ্চমাধ্যমিক স্কুলের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যনাথ মাণ্ডি। প্রধান অতিথি হিসেবে ছিলেন খড়্গপুরের রেল বিভাগের ডিইএন ক্ষুদিরাম হাঁসদা।

বার্ষিক ক্রীড়া
সম্প্রতি খড়্গপুর গ্রামীণ থানার বলরামপুরে কস্তুরবা ট্রাস্ট শিশু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫০ মিটার ও ১০০ মিটার দৌড়, যেমন খুশি সাজো-সহ নানা বিবাগে প্রতিযোগিতা হয়। খেলা শেষে সফলদের পুরস্কৃত করা হয়।

মিড-ডে চালু
মিড-ডে মিল চালু হল খড়্গপুরের নিউট্রাফিক এলাকার মহাতরুণ মিত্র মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.