অফিস চত্বর থেকে গাছ কেটে বিক্রির অভিযোগে জেলা গ্রন্থাগারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক। বুধবার অভিযোগ পেয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়ে ২ দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ দেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। জেলা গ্রন্থাগারিকের অফিস চত্বর থেকে ২৭ টি গাছ টেন্ডার করে সোমবার বিক্রি করা হয়। গাছ কাটা নিয়ে গ্রন্থাগারিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে জেলাশাসকের কাছে জানায় কাঠ সমবায় সমিতির এক ঠিকাদার। জেলাশাসক বলেন, “গ্রন্থাগার কমিটির ৩ সদস্যকে তদন্ত করতে বলা হয়েছে।” অভিযুক্ত জেলা গ্রন্থাগারিক অনুপ মণ্ডল বলেন, ‘‘বন দফতর এবং পুরসভার অনুমোদন পেয়ে গাছ বিক্রি হয়। অভিযোগকারীও অংশ নেন। বরাত পাননি। তাই অভিযোগ করছেন।”
|
অফিস চত্বর থেকে গাছ কেটে বিক্রির অভিযোগে জেলা গ্রন্থাগারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক। বুধবার অভিযোগ পেয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়ে ২ দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ দেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। জেলা গ্রন্থাগারিকের অফিস চত্বর থেকে ২৭ টি গাছ টেন্ডার করে সোমবার বিক্রি করা হয়। গাছ কাটা নিয়ে গ্রন্থাগারিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে জেলাশাসকের কাছে জানায় কাঠ সমবায় সমিতির এক ঠিকাদার। জেলাশাসক বলেন, “গ্রন্থাগার কমিটির ৩ সদস্যকে তদন্ত করতে বলা হয়েছে।” অভিযুক্ত জেলা গ্রন্থাগারিক অনুপ মণ্ডল বলেন, ‘‘বন দফতর এবং পুরসভার অনুমোদন পেয়ে গাছ বিক্রি হয়। অভিযোগকারীও অংশ নেন। বরাত পাননি। তাই অভিযোগ করছেন।”
|
জঙ্গল থেকে নদী সাঁতরে লোকালয়ে বাঘ ঢুকেছে বলে বনকর্মীদের জানিয়েছেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানার ৪ নম্বর সামসেরনগরের বাসিন্দারা। মঙ্গলবার রাতে গ্রামবাসীরা একটি বড় বাঘকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখে বলে দাবি করেন। তবে বুধবার সকালে অনেক খোঁজার পরেও দেখা যায়নি। তবে গ্রামের মধ্যে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান বাঘটি রাতেই জঙ্গলে ফিরে গিয়েছে। পুলিশ ও বনকর্মীরা রাত পাহারা শুরু করেছে। |