ছদ্মবেশে পুলিশ ধরল দুষ্কৃতীকে |
সন্ধ্যাবেলা এক নির্মীয়মাণ বহুতলে ঢুকছে এক তোলাবাজ। হঠাৎই অন্ধকার ফুঁড়ে উঠে এল লুঙ্গি পরা কয়েক জন। কিছু বোঝার আগেই ‘ছদ্মবেশী’ পুলিশের হাতে ধরা পড়ে গেল ওই দুষ্কৃতী। হিন্দি সিনেমার চিত্রনাট্য নয়। কিন্তু ঠিক এই কায়দাতেই মঙ্গলবার কসবার ‘ত্রাস’ মিলন মণ্ডল ওরফে ট্যারা বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ। ডিসি (দক্ষিণ শহরতলি) বিশ্বরূপ ঘোষ জানান, ধৃতের কাছে মিলেছে একটি গুলিভরা রিভলভার।
পুলিশ জানায়, মিলন কসবা এলাকার পুরনো দুষ্কৃতী। ২০০০ সালে কসবায় প্রকাশ্য রাস্তায় খুন হন গুরুপদ বাগচি নামে এক সিপিএম নেতা। সেই খুনের অন্যতম দোষী তারক হালদারের শাগরেদ মিলন। পুলিশ জানায়, তারক গুরুপদ খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। জেলে বসেই মিলনকে দিয়ে কাজ চালাত তারক। দক্ষিণ শহরতলি ডিভিশনের এক অফিসার জানান, মিলন কসবার বিভিন্ন প্রোমোটারকে ভয় দেখিয়ে তোলা তুলত। তার ইমারতি দ্রব্য সরবরাহের ব্যবসা আছে। এ ছাড়া, এক ব্যক্তিকে খুনের চেষ্টা-সহ কয়েকটি অপরাধের অভিযোগও আছে মিলনের বিরুদ্ধে।
|
এত দিন ব্রেবোর্ন রোডে পাসপোর্ট অফিসে ছিল সাকুল্যে ১২টি কাউন্টার। বুধবার থেকে ই এম বাইপাস ও কসবা কানেক্টরের সংযোগস্থলে নতুন পাসপোর্ট অফিসে চালু হল ৬৬টি কাউন্টার। সেখানে ফর্ম জমা দিলে তুলনায় কম সময়ে পাওয়া যাবে পাসপোর্ট --- এমনই দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রকের অফিসারেরা। তাঁদের দাবি, নতুন অফিসে আবেদনপত্র পরীক্ষা করতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। তা কম্পিউটার মারফত পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট থানায়। এ সবই হচ্ছে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে। এ বার থেকে নতুন পাসপোর্টের আবেদন বা পুরনো পাসপোর্ট নবীকরণ করতে ছবি লাগবে না। নতুন অফিসে দশ আঙুলের ছাপ নেওয়ার সময়ে আবেদনকারীর ছবি তুলে নেওয়া হবে। নতুন দফতরের উদ্বোধন করে ভারতের চিফ পাসপোর্ট অফিসার মুক্তেশ পরদেশি জানান, দু-তিন বছরে ভারতেও ই-পাসপোর্ট চালু হয়ে যাবে। অনুষ্ঠানে ছিলেন কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসার আর শিবকুমার।
|
লেক রোডের একটি দোকান থেকে টাকা লুঠের অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার, বর্ধমানের গলসি থেকে। ধৃতের নাম তপন চন্দ্র। পুলিশ জানায়, লেক রোডের একটি চায়ের দোকানে কাজ করত তপন। কোনও কারণে তার চাকরি যায়। কাজ ছাড়ার আগে সে দোকানের ক্যাশবাক্স ও দরজার নকল চাবি তৈরি করেছিল। অভিযোগ, ওই চাবি দিয়ে দোকান খুলে ক্যাশবাক্স থেকে ৮৫ হাজার টাকা নিয়ে পালায় তপন। ধৃতের থেকে ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। অন্য একটি ঘটনায় প্রতারণার অভিযোগে দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম রজত সরকার ও রাজীব চট্টোপাধ্যায়। নারকেলডাঙার একটি নার্সিংহোমের তরফে অভিযোগ ছিল, ডায়ালিসিস যন্ত্র কিনতে ওই দু’জনকে সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু যন্ত্রটি সরবরাহ করা হয়নি।
|
পাইকপাড়ার এক ফ্ল্যাটে মঙ্গলবার মেলে সন্দীপ চন্দ (৪৮) নামে এক ব্যক্তির দেহ। বুধবার পুলিশ জানাল, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, ময়না-তদন্তে শ্বাসরোধ করে খুনের চিহ্ন মিলেছে। পুলিশ জানায়, ফ্ল্যাটের আলমারির জিনিসপত্র লণ্ডভণ্ড ছিল। পুলিশ জানায়, ওই ব্যক্তির হৃদ্যন্ত্র দুর্বল ছিল।
|
বকেয়া ২৩ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে ‘ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নব-পর্যায়)’-এর সদস্যরা দিনভর মহাকরণের ক্যান্টিন হলের সামনে অনশন আন্দোলনে বসেন। অনশনে তিনশো কর্মী সামিল হন বলে সংগঠনের যুগ্ম সম্পাদক সমীররঞ্জন মজুমদার দাবি করেছেন। বুধবারের অনশনের জন্য তাঁদের সংগঠনের সদস্যরা এক দিনের ক্যাজুয়াল ছুটি নিয়েছেন বলে তিনি জানান। মন্ত্রীদের ঘর সংস্কারে প্রচুর খরচ, মন্ত্রী ও আমলাদের গাড়ির অপব্যবহার ইত্যাদি নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনের নেতারা।
|
দুই ছাত্র সংগঠনের গোলমাল ঘিরে বুধবার ফের উত্তপ্ত হল আশুতোষ কলেজ। পুলিশ জানায়, এসএফআই ও টিএমসিপি পরস্পরের বিরুদ্ধে ঘটনার দায় চাপিয়ে অভিযোগ দায়ের করেছে। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুতান্বিতা চক্রবর্তীর অভিযোগ, দুপুর ১টা নাগাদ টিএমসিপি সমর্থকেরা কিছু বহিরাগতকে এনে ইউনিয়ন রুমে হামলা চালায়। তৃণমূলের ছাত্রনেতা সার্থক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, এতে তৃণমূল জড়িত নয়। এসএফআইয়ের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এটি। আবার এসএফআই নেতারা জানান, তাঁদের সংগঠনের এক বহিষ্কৃত সদস্যই এতে যুক্ত। কিছু ছাত্রছাত্রী জানান, এর জেরে পরীক্ষা ব্যাহত হয়েছে। তবে অধ্যক্ষ দীপককুমার কর জানান, পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। |