টুকরো খবর |
দখলদার তুলতে অভিযান দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
চলছে বচসা। নিজস্ব চিত্র। |
হিন্দুস্থান স্টিল ওয়ার্কস কনস্ট্রাকশন লিমিটেডের কোয়ার্টার জবর-দখল তুলতে বুধবার অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ। সঙ্গে ছিলেন ওই সংস্থার আধিকারিকেরা। দীর্ঘ দিন ধরেই সংস্থার ১৩টি কোয়ার্টার জবর-দখল হয়েছিল। বুধবার তা মুক্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে একাধিকবার কোয়ার্টারগুলি দখলমুক্ত করা হয়েছে। কিন্তু কিছু দিন পরেই ফের তা চলে গিয়েছে দখলদারদের হাতে। বুধবার ফের অভিযান চলে। হিন্দুস্থান স্টিল ওয়ার্কস কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আগেই নোটিস দিয়ে কোয়ার্টারগুলি খালি করে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তাতে সাড়া দেননি। এ দিন দখলদারদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসা শুরু হয়। শেষে পুলিশ জোর করে তাঁদের ঘর থেকে বের করে দেয়। ঘরের আসবাবপত্র বের করে দেওয়া হয়। এ দিকে, অসিতকুমার মালাকার নামে এক ব্যক্তি ওই সংস্থার এক কর্মী বসন্ত দাসের কাছ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে একটি কোয়ার্টার লিজ নিয়েছেন বলে দাবি করেন। সংস্থার এক আধিকারিক অবশ্য জানান, এ ভাবে তাঁদের কর্মী অন্যকে কোয়ার্টার লিজ দিতে পারেন না। |
গাড়ি চালানের অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গাড়ি চালানকারী সন্দেহে দু’জনকে গ্রেফতার করল আসানসোল পুলিশ। আসানসোল পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আসানসোল দক্ষিণ থানার গোপালপুর থেকে বেশ কয়েক দিন আগে শম্ভু প্রভাত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দু’টি গাড়ি মেলে যার বৈধ কাগজপত্র নেই। তাকে জিজ্ঞাসাবাদ করে দিন কয়েক পরে জামুড়িয়া থানার শিবপুর পাওয়ার হাউসের কাছ থেকে রহিম আনসারি নামে আর এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও দু’টি গাড়ি উদ্ধার করা হয় যেগুলির কাগজপত্র ছিল না। সুব্রতবাবুর জানান, পুলিশের সন্দেহ ওই দুই ব্যক্তি আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |
চাকরির দাবিতে অনশন কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চাকরির দাবিতে কর্মরত অবস্থায় মৃত এক সাফাই কর্মীর স্ত্রী ও ছেলে মঙ্গলবার থেকে অনশন শুরু করলেন কুলটি পুরসভা চত্বরে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মৃত কর্মীর নাম বাবলু বাউরি। তিনি প্রায় ৯ বছর আগে কর্মরত অবস্থায় মারা যান। তাঁর স্ত্রী গানু বাউরি জানান, কর্তৃপক্ষের কাছে বহু বার চাকরির আবেদন করেও মেলেনি। তাই ছেলে দীপেনকে সঙ্গে নিয়ে তিনি অনশনে বসেছেন। কুলটির উপ পুরপ্রধান তথা সাফাই দফতরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বাচ্চু রায় জানান, ওই কর্মীর ছেলেকে পুরসভায় অস্থায়ী পদে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু স্থায়ীকরণের দায়িত্ব রাজ্যের পুর দফতরের। সংশ্লিষ্ট বিভাগকে বহু বার চিঠি দেওয়া হয়েছে। ওই তরফের সবুজ সঙ্কেত না পেলে কিছু করার নেই। অনশন শুরু হওয়ার পরে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পুর দফতরকে ফের চিঠি লিখেছেন বলে জানান বাচ্চুবাবু। |
বধূর মৃত্যু, ধৃত স্বামী-দেওর
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এক বধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী ও দেওরকে গ্রেফতার করল পুলিশ। অন্ডালের দামোদর কলোনি পশ্চিমপল্লি এলাকায় মঙ্গলবার রীতু সিংহ (২৬) নামে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার স্বামী রেলকর্মী জেপি সিংহ দাবি করেন, সকালে উঠে তিনি দেখেন, তাঁর স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। এর পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন সন্ধ্যায় মৃতার ভাই রঞ্জিৎ সিংহ পুলিশের কাছে দিদিকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, জেরায় ওই বধূর স্বামী জেপি সিংহ স্বীকার করেন তিনিই রীতুদেবীকে শ্বাসরোধ করে খুন করেছেন। এর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। |
সহায়ক মূল্যে ধান নিতে দাবি বুদবুদে
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
রাস্তা সংস্কার, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে চাষিদের কাছে ধান কেনা সুনিশ্চিত করা, ধানের দাম নগদে দেওয়া-সহ বিভিন্ন দাবিতে বুধবার গলসি ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় বিডিও-র হাতে। ব্লক কংগ্রেস সভাপতি ওমর ফারুক জানান, এছাড়াও সারের কালোবাজারি রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্রকৃত বিপিএল তালিকা তৈরি প্রভৃতি দাবি জানানো হয়। বিডিও নিরঞ্জন কর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শ্রীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। স্কুল কর্তৃপক্ষ জানান, ১৯ নভেম্বর মনোনয়ন জমা দেওয়া ও ২২ নভেম্বর পরীক্ষা করে দেখার দিন ছিল। তৃণমূল ছাড়া আর কোনও পক্ষ মনোনয়ন জমা দেয়নি। |
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রূপেশ মুদি (৩০)। বুধবার সন্ধ্যায় ২ নম্বর জাতীয় সড়কের কাজোড়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। |
|