টুকরো খবর
বিস্ফোরণে মৃত শ্রমিক
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মালগাড়ির তেলের ট্যাঙ্কার ‘গ্যাস কাটার’ দিয়ে কাটার সময় বিস্ফোরণে মৃত্যু হল ১ শ্রমিকের। রবিবার ঘটনাটি ঘটে ইসলামপুর সংলগ্ন কিসানগঞ্জের বাঘমারা এলাকায়। মৃতের নাম সুধীর মিশ্র (৩৮)। তাঁর বাড়ি শিলিগুড়িতে। ওই ঘটনায় আরও ২ শ্রমিক সহ ৩ জন জখম হন। গত ১৮ নভেম্বরও ‘গ্যাস কাটার’ দিয়ে কাটার সময় একটি ট্যাঙ্কারে আগুন লাগে। ওই দিন বেশ কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ফের এ দিনের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। ওই কাজে নিযুক্ত থাকা সংস্থার গাফিলতির জন্যই ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর এ দিন সেখানে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁদের একজন জানান, নিয়ম অনুযায়ী ট্যাঙ্কারের নীচে ফুটো করে জল দিয়ে পরিষ্কার করার পর ‘গ্যাস কাটার’ দিয়ে কাটতে হয়। এক্ষেত্রে তা হয়েছে কি না তা খতিয়ে দেখছে রেল মন্ত্রক। কাটিহার ডিভিশনের ডিআরএম ভূষণলাল পাটিল বলেন, “প্রাথমিক ভাবে বিষয়টিতে ঠিকাদার সংস্থার গাফিলতি রয়েছে বলে মনে হচ্ছে।” গেত ২৮ সেপ্টেম্বর আলুয়াবাড়ি ও মাগুরজান স্টেশনের মাঝে বিহারের কিসানগঞ্জের বাঘমারায় তেল বোঝাই মালগাড়ির ১৮টি তেলের ট্যাঙ্কার পুড়ে গিয়েছিল। তার জেরে প্রায় তিন দিন ট্রেন যোগাযোগ বিপর্যস্ত হয়ে যায়। ওই সময়ে আগুন নিয়ন্ত্রণে আসার পরে তেল বোঝাই ট্যাঙ্কারগুলি সরিয়ে রেলেরই একটি জায়গায় রেখে দেওয়া হয়। সম্প্রতি একটি ঠিকাদার সংস্থাকে বরাত দিয়ে ট্যাঙ্কারগুলি কেটে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় রেল দফতর। শুক্রবার ঠিকাদার সংস্থার নিয়োগ করা শ্রমিকরা ‘গ্যাস কাটার’ দিয়ে ট্যাঙ্কার কাটার করার সময় আগুন লেগে যায়। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিন ফের ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিক্ষিকার দেহ উদ্ধার
মালদহ মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী হস্টেলের সুপারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে মালদহ শহরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার সকালে হস্টেলের কোয়ার্টারের দরজা ভেঙ্গে সুপারের দেহ উদ্ধার করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পুলিশ জানায়, মৃতার নাম রেবা বালা (৬৫)। তিনি অবিবাহিত ছিলেন। কী ভাবে ও কেন তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মালদহ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা চৈতালি চট্টরাজ বলেন, “রেবা উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা জনিত রোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সাত দিন আগে কলকাতা থেকে ফিরে ডা য়রিয়ায় আক্রান্ত হন। ওষুধও খাচ্ছিলেন। শনিবার রাতেও সুপার মিষ্টি ও মুড়ি খান। সকালে কর্মীরা চা দিতে গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অনিয়মের অভিযোগ
দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে চুক্তির ভিত্তিতে রেলের টিকিট কাউন্টার চালানোর পদ্ধতি তোলার দাবি উঠল দক্ষিণ দিনাজপুরে। অভিযোগ, কাউন্টারগুলি থেকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। দুর্নীতির কারণেই আয় কম হচ্ছে। স্টেশনের উন্নতিতে আগ্রহ হারাচ্ছে রেল। কাউন্টারগুলির নজরদারির দায়িত্বে থাকা রেলের বুনিয়াদপুর সেকশনের কমার্শিয়াল ইন্সপেক্টরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এ নিয়ে ডিআরএম-এর কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগও জানিয়েছেন। কমার্শিয়াল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস বলেন, “আসন সংরক্ষণ বাদ দিলে প্রতিদিন বিক্রি ৪৫০-৫০০ টাকার টিকিট। সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” ডিআরএম ভূষণ পটেল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

গৃহবধুকে খুন
এক কাঠা জমি স্বামীর নামে না লিখে দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুরে ঋষিপাড়ায়। গৃহবধূর নাম মৌসুমী ঋষি (২০)। পুলিশে অভিযোগ জানানোর পরেই শ্বশুর বাড়ির লোকেরা বাড়ি ছেড়ে পালিয়েছে। কালিয়াচক থানার আই.সি. রাজীব ভট্টাচার্য বলেন, “অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।” তিন বছর আগে কালিয়াচকের অচিনটোলা দেবীপুরের মৌসুমীর সঙ্গে সুজাপুরে ঋষিপাড়ার দিনমজুর বিবেক ঋষির বিয়ে হয়। তাদের একটি একবছরের পুত্রসন্তান রয়েছে। মৃত গৃহবধূর দাদা প্রসেনজিৎ ঋষির অভিযোগ, “বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ি লোকেরা টাকা আনতে বোনকে চাপ দিত।”

প্রতারক গ্রেফতার
মোবাইল টাওয়ার বসানোর নাম করে এক মহিলার কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার বাসস্ট্যাণ্ডে। ধৃতের নাম রফিকুল আলম। তার বাড়ি ইটাহার থানার মানাইনগর এলাকায়। নয় মাস আগে ওই যুবক ইটাহারের দুর্লভপুর এলাকার এক মহিলার কাছ থেকে বাড়িতে মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে ৭০ হাজার টাকা নেয় বলে অভিযোগ। এ দিন আরও ২০ হাজার টাকা চেয়ে ওই মহিলাকে হেমতাবাদ বাসস্ট্যান্ডে ডেকে পাঠায় ওই যুবক। সেখানে দু’জনের মধ্যে বচসা শুরু বলে বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। হেমতাবাদ পুলিশ ধৃতকে ইটাহার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার ভাগলতা এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম দীনেশ টুডু (৩৫)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিন ওই ব্যক্তি ঢিল ছুঁড়ে একটি পাখিকে জখম করে। পাখিটি পুকুরের জলে পড়ে যায়। পুকুরে নেমে ওই ব্যক্তি পাখিটিকে ধরতে যায়। সে সময় জলে তলিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতারক ধৃত
প্রতারণার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে পুলিশ ধরেছে। মালদহের চাঁচলের আশাপুর থেকে রবিবার সকালে ওই ব্যবসায়ীকে ধরা হয়। ধৃতের নাম অতুল পোদ্দার। অলঙ্কার বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দিতেন। কিন্তু টাকা ফেরত দেওয়ার পর কয়েকজনের অলঙ্কার তিনি ফেরত দেননি বলে অভিযোগ।

ধৃত ৩
গাঁজা-সহ ৩ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মাথাভাঙ্গার সিতাই মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতদের থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা মুর্শিদাবাদের। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.