|
|
|
|
মৌসম নুরকে বিঁধলেন মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বামেদের সন্ত্রাস দেখেননি উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুর। তাই বাম তথা সিপিএমের ফাঁদে পা দিয়েছে কংগ্রেস-সহ তিনিও। আর ওদের সঙ্গে জোট বেঁধে জেলা জুড়েই কংগ্রেস হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর। রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে এ অভিযোগ তুললেন শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। সম্প্রতি গাজলে এক তৃনমূল কর্মী খুন হওয়ার পর মালদহে শাসক জোটের দুই দলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। রবিবার রতুয়া ও হরিশ্চন্দ্রপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী। রতুয়ায় সেচ দফতরের অতিথি আবাসে বসে কংগ্রেস ও সিপিএমের মধ্যে ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রীর অভিযোগকে অবশ্য ভিত্তিহীন দাবি করে পাল্টা অভিযোগ তুলেছেন সাংসদও। ঘটনার জেরে দুই শরিকের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে মালদহে। এ দিন দলীয় কর্মীদের উপর হামলা প্রসঙ্গে ক্ষুব্ধ মন্ত্রী বলেন, “মালদহে শুধুমাত্র কংগ্রেস কর্মীদের মুরোদ নেই যে তৃণমূল কর্মীদের উপর হামলা চালাবে বা খুন করবে। কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট বেঁধে ওই হামলা চালাচ্ছে।” ওই সময়ই গাজলের সাম্প্রতিক গোলমালের প্রসঙ্গ তুলে সাংসদকে কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, “জেলা জুড়েই তৃণমূলের উপর সন্ত্রাস চালাচ্ছে কংগ্রেস। আর সাংসদ দাবি করছেন যে তৃণমূলই নাকি কংগ্রেসের উপর হামলা করছে। আসলে ওরাই বামেদের ফাঁদে পা দিয়েছে। বাম রাজনীতি ও বামেদের সন্ত্রাস সম্পর্কে সাংসদ কতটুকু জানেন!” পাশাপাশি মন্ত্রী অবশ্য এও জানান যে জোট রক্ষার দায় শুধু একা তৃণমূলের নয়। দুই জোট শরিক একে অন্যের উপর হামলা করলে সংঘাত বাড়বে। আর তার জেরে শুধু জেলায় নয়, রাজ্যেও উন্নয়ন ব্যাহত হবে। ফলে কংগ্রেসকেও সংযত হতে হবে। যদিও মন্ত্রীর অভিযোগকে মনগড়া বলে দাবি করেছেন সাংসদ মৌসম বেনজির নূর। তিনি বলেন, “কারা জেলা জুড়ে হামলা চালাচ্ছে তা মানুষ দেখছেন! সিপিএমের গুন্ডারাই দল বেঁধে তৃণমূলে যোগ দিচ্ছে। আর ওরাই কংগ্রেস কর্মীদের উপর হামলা করছে। আর মালদহে তো আগাগোড়া বামবিরোধী আন্দোলন করে আসছে কংগ্রেসই। ফলে ওদের সঙ্গে জোট বাঁধার মতো ভিত্তিহীন অভিযোগ মন্ত্রী কীভাবে তুলছেন বুঝতে পারছি না।” রবিবার রতুয়ার দেবীপুরে মহিলাদের একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী। তারপর ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। রোগী ও চিকিৎসকদের কাছে স্বাস্থ্যকেন্দ্রের সমস্যার কথা জেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই রকম ভাবে মশালদহে হরিশ্চন্দ্রপুর-২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শনের পর দলীয় কর্মসূচিতে যোগ দেন। সেখান থেকে দৌলতনগর হাই স্কুলে কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয়ের ছাত্রী আবাসের উদ্বোধন সেরে মালদহে ফেরেন মন্ত্রী। |
|
|
|
|
|