টুকরো খবর
প্রতারণা মামলা, চার কোটির হদিস ব্যাঙ্কে
প্রতারণা মামলায় অভিযুক্ত সংস্থার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ কোটি টাকার হদিস মিলেছে বলে দাবি করল পুলিশ। রবিবার পুলিশ জানায়, একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের মুম্বই শাখার একটি অ্যাকাউন্টে ওই সংস্থার নামে ৪ কোটি টাকা রয়েছে। এ ছাড়াও আর কোনও ব্যাঙ্কে ওই কম্পানির অ্যাকাউন্ট রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই মামলায় বেশ কিছু সম্পত্তির হদিশ আমরা পেয়েছি। বেশ কিছু নামও আমাদের কাছে এসেছে। তালিকা তৈরি করে প্রতারকদের চিহ্নিত করা হচ্ছে।” এদিকে, এদিন বিকালে প্রতারিতদের একাংশকে নিয়ে শিলিগুড়ির অফিসে বৈঠক করেন দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম কর্তৃপক্ষ। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেন, দু-এক দিনের মধ্যেই তাঁরা শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগির সঙ্গে দেখা করে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাবেন। পাশাপাশি প্রতারিত হওয়া যে সমস্ত ব্যক্তিরা টাকার অভাবে মামলা লড়তে পারছেন না তাঁদের হয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা। পুলিশ সূত্রের খবর, ওই মামলায় অভিযুক্তদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জন পালিয়ে আছে। এ ছাড়াও পুলিশ শিলিগুড়িতে বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছে। দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার বলেন, “প্রতারিতদের মধ্যে অনেকেই টাকার অভাবে মামলা লড়তে পারছেন না বলে আমাদের খবর আছে। অনেকে আবার মামলার বিষয়টি ঠিকমতো জানেন না বলে সামনে আসতে চাইছেন না। আমরা দু’পক্ষককেই সাহায্য করব। যে সমস্ত অভিযুক্ত এখন পালিয়ে আছে তাদের যাতে দ্রুত গ্রেফতার করা হয় সে ব্যপারেও দাবি জানাব।”

চা ছেড়ে ঝোঁক আনারসে
চা বাগিচা ছেড়ে ফের আনারস চাষে ঝুঁকেছেন বিধাননগরের চা চাষিরা। স্থানীয় পঞ্চায়েত সূত্রের খবর, চা চাষিরা চা বাগিচা তুলে দিয়ে আনারস চাষ শুরু করেছেন। ওই চা চাষিদের বক্তব্য, একটা সময় আনারসই ছিল এলাকার অর্থকরী ফসল। কিন্তু আনারস চাষের তুলনায় চা বাগিচার পরিশ্রম কম। চা গাছ একবার লাগালে প্রতিবছরে তা লাগাতে হয় না। একটি চা বাগিচা থেকে প্রায় ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত পাতা মেলে। কিন্তু কথা হল, কোনও বছরে পাতার দাম ঠিক থাকে না। চাষিদের লোকসানে পড়তে হয়। এতে চা চাষিরা উৎসাহ হারিয়ে চা বাগিচা তুলে দিয়ে চা চাষিরা ফের আনারস চাষে ঝুঁকেছেন। ইতিমধ্যে অনেকেই চা বাগিচা নষ্ট করে ওই জমিতে আনারস লাগানোর কাজও শুরু করে দিয়েছেন। অথচ একটা সময় বিধাননগরের আনারস ছিল মূল অর্থকরী ফসল। ক্রমে এলাকা চা বাহিচায় আনারসের থেকে আরও লাভজন হিসাবে এলাকায় চা বাগিচার প্রসার ঘটতে থাকায় অনেকেই আনারস চাষ বন্ধ করে দিয়ে চা বাগিচা করেছিলেন। এলাকার ক্ষীতিশচন্দ্র মণ্ডল, সুরেশ সরকার, মলয় মুখোপাধ্যায়রা বলেন, “আমরা তো আগে আনারস চাষই করতাম। আনারসে খুব পরিশ্রম হতো। কিন্তু আনারস চাষ করে এতবড়ো লোকসানে পড়তে হয়নি। কিন্তু বছর কয়েক ধরে চা চাষ করে ঠিক মতো পাতার দাম না পেয়ে লোকসানে পড়ে গিয়েছি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে চা বাগিচা তুলে দিয়ে ফের আগের পেশা আনারস চাষে নেমেছি। এলাকার বাসিন্দা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অলোক ঘোষ বলেন, “মূলত কাঁচা চা পাতার তলানিতে ঠেকায় এবং তার উপর চা কারখানাগুলিও পাতা না কেনায় চাষিরা বিপাকে পড়ে তারা আর কেউ চা বাগান করতে চাইছেন না।”

গোষ্ঠীর জন্য
স্বনির্ভর গোষ্ঠীর জন্য শুয়োর প্রজনন কেন্দ্রের উদ্বোধন হল কালিচিনির দলসিংপাড়ায়। রবিবার জলপাইগুড়ির ডিআরডিসির তরফে প্রায় ৫০ লক্ষ টাকায় পাঁচ বিঘা জমিতে রণবাহাদুর বস্তিতে প্রকল্পটি চালু হয়। কেন্দ্রের উদ্বোধন করেন কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি ও ডিআরডিসির প্রজেক্ট ডিরেক্টর এল সি ভার্মা।

দুর্ঘটনা, মৃত ২
ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হল। রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ রাজগঞ্জ থানার তালমাহাটের কাছে শেওড়াতলায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত সফর আলি (৩৫) ও ইয়ামিন শেখের (৪০) বাড়ি মুর্শিদাবাদে। তাঁরা একটি বেসরকারি সংস্থার শ্রমিকের কাজে তালমা এলাকায় থাকতেন। এ দিন সাইকেলে দু’জন তালমা বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় একটি দশ চাকার গাড়ি তাঁদের ধাক্কা মারলে দু’জনেই ঘটনাস্থলে মারা যান।

পরীক্ষা নিয়ে নালিশ
সঠিক সময়ে গেলেও একটি ব্যাঙ্কের কর্মী নিয়োগের পরীক্ষাকেন্দ্রে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন পরীক্ষার্থীদের একাংশ। রবিবার শিলিগুড়ির বিবেকানন্দ হাই স্কুলে ঘটনাটি ঘটেছে। কৌশিক কুণ্ডু, পাপিয়া বসাক-সহ অন্তত ১২ জন পরীক্ষার্থী ওই অভিযোগে শিলিগুড়ির মহকুমাশাসকের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে মহকুমাশাসকের প্রতিনিধি পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানিয়ে দেন নির্ধারিত সময় সাড়ে ৯ টায় পরীক্ষা শুরুর ১০ মিনিট পর পর্যন্ত কেন্দ্রের গেট খোলা রাখা হয়েছিল। তার পর বন্ধ করা হয়। পরীক্ষার্থীরা তার পর যাওয়ায় ঢুকতে দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের অভিযোগ, তারা বেলা ৯ টা ২০ মিনিটেই সেখানে যান। গিয়ে দেখেন গেট বন্ধ। পরে মহকুমাশাসকের পরামর্শে পরীক্ষার্থীরা পুলিশে অভিযোগ করেন। তার প্রতিলিপি মহকুমাশাসক এবং ব্যাঙ্কের পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের দেন। মহকুমাশাসক সৌরভ পাহাড়ি বলেন, “পরীক্ষার্থীরা যখন বিষয়টি জানায় তখন প্রায় বেলা ১০টা। পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকেরা জানিয়েছেন তারা নিয়ম মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরই গেট বন্ধ করেছেন। বিষয়টি নথিভুক্ত করতে পুলিশকে জানাতে পরীক্ষার্থীদের বলা হয়েছিল।”

স্কুলে জয় তৃণমূলের
দীর্ঘ ৩৪ বছর বাদে শিলিগুড়ির নীলনলিনী বিদ্যামন্দির স্কুল পরিচালন সমিতি দখল করল বাম বিরোধীরা। রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬ টি আসনের সব কটিতেই তাঁরা জয়ী হন। বাম বিরোধীদের দাবি, এতদিন ওই স্কুলে পরিচালন সমিতির নির্বাচনই হত না। মনোনয়নের মাধ্যমেই পরিচালন সমিতি বাম মনোভাবাপন্নদের হাতে থাকত। রাজ্যে পালা বদলের পর এ বার নির্বাচন হয়। বাম বিরোধীরা জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের তরফে প্রার্থী দেন। বাম মনোভাবাপন্নরা শিক্ষা গণতান্ত্রিকরণ সংস্থার তরফে প্রার্থী দেন। গত ১২ নভেম্বর স্কুল পরিচালন সমিতির শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচন ছিল। তাতে শিক্ষক প্রতিনিধির ৩ টি আসনের মধ্যে ১ টি জেতে জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের প্রার্থী। বাকি দুটি শিক্ষক প্রতিনিধি এবং একটি শিক্ষাকর্মী প্রতিনিধির আসনে জেতে বাম মনোভাবাপন্নরা। জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের পক্ষে জয়ন্ত কর জানান, সবকটি আসনেই তারা জিতে ওই স্কুলের পরিচালন সমিতি তাঁরাই দখল করলেন। শিক্ষা গণতান্ত্রিকরণ সংস্থার পক্ষে তমাল চন্দ বলেন, “এই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ৩৪ বছর ধরে হয়নি এটা ঠিক নয়। নির্বাচন হয়নি যাঁরা বলছেন তাঁরা সঠিক তথ্য জানেন না।”

এসজেডিএ নিয়ে ফের টানাপোড়েন
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) পরিচালন সমিতিতে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং বিধায়ককে না-রাখায় ফের ‘টানাপোড়েন’ শুরু হয়েছে কংগ্রেস-তৃণমূলে। গত বৃহস্পতিবার জলপাইগুড়িতে যুব কংগ্রেসের মিছিল থেকে স্লোগান দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ‘আক্রমণ’ করা হয়। শনিবার যুব তৃণমূলের তরফে পাল্টা মিছিল করে কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পুরসভার কাজকর্ম নিয়ে বিক্ষোভ দেখানো হয়। তবে তৃণমূলের নেতাদের একাংশ স্বীকার করেছেন, এসজেডিএ নিয়ে যে বঞ্চনার অভিযোগ, তার জবাব দেওয়ার মতো ‘যুক্তি’ নেই।

৮টি গাড়ি ভাঙচুর
গ্রেটার কোচবিহার সমর্থকদের গাড়ির ধাক্কায় ২ কিশোর জখম হয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ধূপগুড়ি হাসপাতালের সামনে। উত্তেজিত জনতা ৮টি গাড়িতে ভাঙচুর চালায়। প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে থানা থেকে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, জখম ২ কিশোরের মধ্যে রমেন খড়িয়াকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপর জনকে ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশি সূত্রে জানা গিয়েছে খগেনহাটের বাসিন্দা ওই ২ কিশোর সাইকেল নিয়ে ধূপগুড়িতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

শান্তি বৈঠকের উদ্যোগ
প্রস্তবিত গার্লস স্কুল নিয়ে দক্ষিণ সলসলাবাড়ি ও সলসলাবাড়ির বিরোধ থামাতে শান্তি বৈঠকে উদ্যোগী প্রশাসন। আলিপুরদুয়ার-২ বিডিও সৌমেন মাইতি বলেন, “গার্লস স্কুল নিয়ে ওই দুই গ্রামের মধ্যে বিরোধ মেটাতে শীঘ্র শান্তি বৈঠক ডাকা হচ্ছে। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশ, ব্লক প্রশাসন ও দুই গ্রামের বাসিন্দারা থাকবেন।” গত কয়েক মাস ধরে প্রস্তাবিত গার্লস স্কুল নিয়ে সলসলাবাড়ি ও দক্ষিণ সলসলাবাড়ির মধ্যে টানাপোড়েন চলছিল। গত বৃহস্পতিবার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হন সলসলাবাড়ির বাসিন্দারা। বিডিও ৭ দিনের মধ্যে সমস্যা মেটাবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ দিকে, শনিবার রাতে দক্ষিণ সলসলাবাড়ির একদল যুবক সলসলাবাড়ির এক ব্যবসায়ীর উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীকে ব্যবসায়ীরা ধরে পুলিশের হাতে দেয়। পুলিশ ধৃত যুবককে ধরেও ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা।

সম্মেলন
সিপিএমের রাজগঞ্জ-৩ নম্বর লোকাল কমিটির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার আমবাড়িতে ওই সম্মেলন হয়। প্রায় ১০০’র উপর প্রতিনিধি অংশ নেন। সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন। এ দিন ১৩ জনের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন অমল দে।

মন্দিরে চুরি
গ্রিলের তালা ভেঙ্গে চুরি হল একটি মন্দিরে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সন্তোষীনগরে। রবিবার সকালে বিষয়টি টের পেয়ে পুলিশে জানান মন্দির কর্তৃপক্ষ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.