টুকরো খবর
বাস উল্টে জখম ২৩
পুরুলিয়ায় উল্টে যাওয়া ট্রাক। ছবি: সুজিত মাহাতো।
বাস উল্টে জখম হলেন ২৩ জন যাত্রী। ওন্দা থানার ভেদুয়াশোল গ্রামের কাছে বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। চার জনকে প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়া থেকে বিষ্ণুপুরমুখী বাসটি বেসামাল হয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাসটি আটক করা হয়েছে। চালকের সন্ধান করা হচ্ছে। অন্য দিকে, এ দিন দুপুরেই পুরুলিয়া মফস্সল থানার চাকলাতোড় গ্রামের অদূরে পুরুলিয়া-মানবাজার রাস্তায় ট্রাক উল্টে জখম হন ৭ জন আরোহী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন কেন্দা থানার তালতলা হাট থেকে জনা পনেরো গরু ব্যবসায়ীকে নিয়ে ট্রাকটি পুরুলিয়া আসছিল। গোবিরজোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে নিচু ধানজমিতে উল্টে যায়। আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

চাকরির আবেদন
জুনিয়র কনস্টেবল পদে পুরুলিয়া জেলায় সাড়ে ২১ হাজার তরুণ-তরুণী আবেদনপত্র জমা দিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার মাওবাদী প্রভাবিত ৯টি থানায় ১৮ অক্টোবর থেকে উপরোক্ত পদের জন্য আবেদনপত্র বিলি শুরু করা হয়েছিল। জেলা পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী বলেন, “৯টি থানা থেকে মোট ২৫ হাজার ১৩৩ জন আবেদনপত্র তুলেছিলেন। তাঁদের মধ্যে আমাদের কাছে জমা দিয়েছেন ২১ হাজার ৫৩৩ জন।” শনিবার আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। থানায় নালিশ। শুক্রবার রাতে সিউড়ি পুরসভার লিজ দেওয়া ডরমিটরিতে থাকা একটি ট্রাক্টরের ইঞ্জিন চুরি হয়ে গিয়েছে এই মর্মে শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

ছিনতাইয়ের চেষ্টা
এক মহিলা বাসযাত্রীর অসতর্কতার সুযোগে ব্যাগের ভিতর থেকে গয়নাভর্তি ছোট ব্যাগ নিয়ে পালাচ্ছিলেন দুই মহিলা দুষ্কৃতী। তাঁদের পিছু ধাওয়া করে বাসিন্দারা ধরে ফেলেন। উদ্ধার করা হয় গয়নাও। মানবাজার বাসস্ট্যান্ডে রবিবার এই ঘটনা ঘটেছে। তবে, এই মহিলা থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন নি। আটক করা মহিলাদেরও ছেড়ে দেওয়া হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

রঘুনাথপুরে সাফাই কর্মসূচি
পুরুলিয়া, ঝালদার পরে এ বার রঘুনাথপুর পুরএলাকায় সাফাই অভিযান শুরু করল প্রশাসন। সঙ্গে ছিল রঘুনাথপুর পুরকর্তৃপক্ষ। এই কর্মসূচির সূচনা করেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি। ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক আবিদ হোসেন, রঘুনাথপুরের পুরপ্রধান মদন বরাট। জেলার পুরশহরগুলিকে আবর্জনামুক্ত করা ও সবুজায়নের লক্ষ্যে অপারেশন ক্লিন অ্যান্ড গ্রিন’ শুরু করেছে জেলা প্রশাসন। আগে জেলার বাকি দু’টি পুরশহরে এই কর্মসূচি শুরু হয়। এ দিন সকালে রঘুনাথপুর শহরে পদযাত্রা করে শহর আবর্জনামুক্ত করার আবেদন জানানো হয়। শহরের বাসস্ট্যান্ডে ঝাড়ু দিয়ে সাফাই অভিযানের সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক ও মহকুমাশাসক। পুর-শহরের ১৩টি ওয়ার্ডেই কর্মসূচি নেওয়া হয়েছে। পরে রঘুনাথপুর গার্লস হাইস্কুলে বৃক্ষরোপণ করা হয়। অতিরিক্ত জেলাশাসক বলেন, “শহরকে আবর্জনামুক্ত রাখার মূল দায়িত্ব যেমন পুরসভার, তেমনই দায়িত্ব রয়েছে শহরবাসীরও। এই কর্মসূচির মাধ্যমে এলাকার বাসিন্দাদের সচেতন করার প্রয়াস নেওয়া হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
পথ দুর্ঘটনায় জখম দুই যুবকের মৃত্যু হয়েছে হাসপাতালে। পুলিশ জানায়, মৃত দেবু দাস (৩৩) ও আশু বাউরির (৩২) বাড়ি সাঁওতালডিহি থানার আগুইট্যাড় গ্রামে। বৃহস্পতিবার রাতে মোটরবাইকে রঘুনাথপুর থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর-সাঁওতালডিহি সড়কে মনগ্রামের অদূরে গাড়ির ধাক্কায় জখম হয়েছিলেন ওই দুই যুবক। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সেখানেই মারা যান আশু। দেবুকে পাঠানো হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। শনিবার দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়।

বধূ নির্যাতনের অভিযোগ, ধৃত
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত হেমন্ত মাজি পুরুলিয়ার পাড়া থানার ঝাপড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী সুলেখাদেবীর অভিযোগের ভিত্তিতে হেমন্তবাবুকে শনিবার বাড়ি থেকে পুলিশ ধরে। রবিবার তাঁকে রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে হেমন্তবাবুর সঙ্গে বিয়ে হয় রঘুনাথপুর থানার নতুনডি গ্রামের বাসিন্দা সুলেখাদেবীর। শনিবার পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই বধূ দাবি করেছেন, বিয়ের পর থেকেই তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শাশুড়ি। পুলিশের দাবি, শাশুড়ি পলাতক।

গাড়ি চুরি
বাড়ির সামনে থেকে রাতের অন্ধকারে চুরি হল একটি চার চাকা গাড়ি। ঘটনাটি বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকার। গাড়ির মালিক কাঞ্চন দে’র অভিযোগ, “শনিবার রাতে বাড়ির বাইরে গাড়িটি রাখাছিল। এ দিন সকালে দেখি গাড়িটি চুরি হয়ে দিয়েছে।” থানায় অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.