ছুটির দিনে স্বেচ্ছাশ্রম এলাকাবাসীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সেতুর দু’দিকে জমে বালি। একটু বেসামাল হলেই দুর্ঘটনা অবশ্যম্ভাবী। দুর্ঘটনা ঘটেও নিয়মিত। সব জেনেও উদাসীন প্রশাসন। অগত্যা রবিবার ছুটির দিনে কাঁসাই নদীর বীরেন্দ্র সেতু পরিষ্কার করলেন মাতকাতপুরের বাসিন্দারাই।
হাতে ঝাঁটা, কোদাল ধরে বালি সরালেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের সরকারি আধিকারিক তপন মান্না, দমকলকর্মী অর্ধেন্দু সিংহ মহাপাত্র, চিকিৎসক মৃন্ময় মণ্ডল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক আধিকারিক আরণ্যক আচার্য থেকে শুরু করে সব শ্রেণির লোকজন। তাঁদের কথায়, “সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত বড় গাড়ি চলছে। চলছে মোটর সাইকেলও। বড় গাড়িকে পাশ দিতে গিয়ে ছোট গাড়িকে সেতুর ধার ঘেঁষে চলতে হয়। বালির উপর চলতে গিয়ে হঠাৎ কোনও কারণে ব্রেক কষলেই দুর্ঘটনা। প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তাই বসে না থেকে নিজেরাই বালি সরাতে নেমে পড়েছি।” |
|
সেতু পরিষ্কারে ব্যস্ত স্থানীয় ক্লাবের যুবকেরা। নিজস্ব চিত্র। |
সম্প্রতি সেতুর এক দিকে ফুটপাথের স্ল্যাব তুলে ঠিক ভাবে রাখা হয়নি। ফলে পথচারীদেরও বালির উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু শহরের সৌন্দর্যায়ন নিয়ে যেখাতে এত পরিকল্পনা, সেখানে দুর্ঘটনাপ্রবণ সেতুটিকে চলাচলের যোগ্য করতে প্রশাসন উদ্যোগী নয় কেন? মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতির জবাব, “ সংশ্লিষ্ট দফতর কেন কাজ করেনি তা জানতে চাইব। বেসরকারি ভাবে যাঁরা সাফাই কাজ করেছেন তাঁদেরও ধন্যবাদ জানাই। মানুষ সচেতন হলে উন্নয়নের গতিও ত্বরান্বিত হবে।” |
|