বিশেষ নাগা প্রশাসনিক প্যাকেজ (সুপ্রা স্টেট) নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্তই নেয়নি। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। এনএসসিএন (আই এম) ও স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, অসমের নাগা অধ্যুষিত এলাকাগুলিতে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা চালু করা হচ্ছে বলে যে খবর প্রকাশ হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই মণিপুর, অরুণাচল প্রদেশ, অসমে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ জানান, এমন কোনও কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা তিনি জানেন না। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মণিপুরের কোনও অংশে নাগা শাসনও মেনে নেওয়া হবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে জনরোষ কমেনি। বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যাতেই দিল্লি রওনা হন ইবোবি। গত কাল, প্রথমে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করেন তিনি। সনিয়া জানান, এমন কোনও বিশেষ প্যাকেজ সম্পর্কে তিনি কিছু শোনেন নি। এরপর, চিদম্বরমের সঙ্গে দেখা করে বিষয়টির ব্যাখ্যা চান ইবোবি।
বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি পাঠিয়ে জানানো হয়, চিদম্বরম বলেছেন, নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আই এম)-এর সঙ্গে, এমন কোনও বিশেষ প্রশাসনিক প্যাকেজ চূড়ান্ত হয়নি। কোন সূত্র থেকে এমন খবর প্রকাশিত হল তা নিয়ে বিস্মিত চিদম্বরম। ইবোবি লিখিতভাবে চিদম্বরমকে জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে, কেন্দ্র ও এনএসসিএন (আই এম)-এর মধ্যে কোনও এলাকা বন্টন ভিত্তিক চুক্তি হওয়া উচিত নয়। মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যায় না। মণিপুরের পরিস্থিতি যা, তাতে, রাজ্যের কোনও অংশে নাগা আধিপত্য বলবৎ হলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়বে। ইবোবি নাগা জঙ্গি সংগঠনের সঙ্গে চুক্তি বিষয়ে, সরকারকে শ্বেতপত্র প্রকাশের অনুরোধ জানান।
এ দিকে, গত কাল অসম সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাফ বলেন, “রাজ্যের কোনও অংশে নাগা শাসন মেনে নেওয়ার প্রশ্নই নেই। কেন্দ্রের তরফে আমায় এমন কোনও বিশেষ প্রশাসনিক বন্দোবস্তের বিষয়ে কিছুই জানানো হয়নি। |