বাণিজ্য মেলায় আমন্ত্রিত ১৯ রাষ্ট্রদূত
বিদেশি বিনিয়োগ টানতে তৎপর মমতা
রাজ্যের শিল্প ও সামাজিক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ টানতে এ বার আসরে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিদেশি বিনিয়োগকারীদের কাছে পশ্চিমবঙ্গ যে পছন্দের গন্তব্যস্থল হতে পারে, দিল্লিতে ‘রাইজিং বেঙ্গল’ নামে একটি আলোচনাচক্রের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিতে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওই আলোচনাচক্রে ডাকা হয়েছে ১৯টি দেশের রাষ্ট্রদূতকে। এ ছাড়াও উপস্থিত থাকার কথা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার কর্তারও। রাজ্যের স্বার্থে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা, কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ ও পর্যটন মন্ত্রী সুবোধকান্ত সহায়কে।
রাজ্যের শিল্প ও উন্নয়নের মুখকে তুলে ধরতে আগামী ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত দিল্লিতে থাকবেন মমতা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। তবে কবে সেই বৈঠক হবে, তা আজ জানাননি রাজ্য প্রশাসনের অন্যতম শীর্ষ আমলা গৌতম সান্যাল।
ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গে শিল্পস্থাপনে তিনি যে আন্তরিক, সেই বার্তা শিল্পমহলের কাছে বারংবার দিতে চেয়েছেন মমতা। শিল্পপতিদের নিয়ে একাধিক বৈঠকও করেছেন তিনি। এ বার দিল্লির মঞ্চকে কাজে লাগিয়ে রাজ্যের জন্য বিদেশি বিনিয়োগ টানতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিক সম্মেলনে দিল্লির রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবে জানান, “২৪ নভেম্বর বাণিজ্যমেলায় পশ্চিমবঙ্গ দিবস। সে দিন ‘রাইজিং বেঙ্গল’ নামে এক আলোচনাসভায় আমেরিকা, ফ্রান্স, ইতালি, চিন, বাংলাদেশ, সিঙ্গাপুর, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা-সহ মোট ১৯ জন রাষ্ট্রদূতকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ওই দিন নিজে উপস্থিত থেকে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে নিজের বক্তব্য রাখবেন।”
রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে পাঠানো আমন্ত্রণবার্তায় বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক ক্ষেত্রগুলিতে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে পেতে চায়।” এর পাশাপাশি সে দিনের বৈঠকে সেল, গেল, এনটিপিসির মতো সংস্থার শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ ছাড়া বাণিজ্য মেলায় পর্যটন ও কৃষি বিপণন ক্ষেত্রের উন্নতি ও তাতে বিনিয়োগের বিষয় নিয়ে আলাদা আলোচনাসভার আয়োজন করছে রাজ্যের পর্যটন ও কৃষি বিপণন দফতর। সন্ধ্যায় বাণিজ্যমেলার হংসধ্বনি প্রেক্ষাগৃহে ‘বাল্মীকিপ্রতিভা’ মঞ্চস্থ হওয়ার কথা। সেখানেও থাকার কথা মমতার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.