টুকরো খবর |
মারে জখম বিজেপি নেতা |
নিজস্ব সংবাদদাতা • মাধবডিহি |
ভোজালির কোপে জখম হলেন এক বিজেপি নেতা। নিমাই মণ্ডল নামে ওই ব্যক্তি আরামবাগ মহকুমা হাসপাতালের ওয়ার্ডমাস্টার। তাঁকে ভর্তি করা হয়েছে ওই হাসপাতালেই। তাঁর হাতে ভোজালির কোপ লেগেছে। রড ও লাঠি দিয়েও তাঁকে পেটানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাসপাতালের ডিউটি সেরে শনিবার সন্ধ্যায় বর্ধমানের মাধবডিহির ছোট বৈলান গ্রামের বাড়িতে ফিরেছিলেন নিমাইবাবু। পরে বাড়ি থেকে বেরিয়ে কালীতলায় চা খাচ্ছিলেন তিনি। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা লোকলস্কর নিয়ে তাঁর উপরে হামলা চালান। নিমাইবাবু বলেন, “আমাকে পরিকল্পনামাফিক খুনের চেষ্টা হয়েছিল। বোমা-ভোজালি, রড নিয়ে আক্রমণ চালায় ওরা।” খবর পেয়ে পুলিশ আসে। রাত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। তৃণমূল নেতা অরুণ চোধুরী বলেন, “সম্পূর্ণ মিথ্যা গল্প ফাঁদা হচ্ছে। এতে আমার বা আমার দলের কোনও দায় নেই। বিজেপি আসলে এলাকায় প্রভাব বিস্তার করতে চাইছে।”
|
জাল নোট পাচার, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
|
জাল নোট পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কিবরিয়া শেখ। বাড়ি মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর গ্রামে। শনিবার রাতে তাঁকে কাটোয়া শহরের দেবরাজঘাট থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ৪৪টি ৫০০ টাকার ও পাঁচটি হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মুশির্দাবাদ থেকে নদিয়া হয়ে কাটোয়া শহরে আসেন ওই ব্যক্তি। পুলিশের দাবি, এর আগেও ওই ব্যক্তি কাটোয়ায় জাল নোট ছড়িয়ে গিয়েছেন। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জাল নোটের একটি চক্রের হদিস মিলেছে। এর সঙ্গে কাটোয়ার লোকজনও যুক্ত রয়েছেন। তল্লাশি চলছে।”
|
গাঁজা-সহ ধৃত তিন |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
অভিযান চালিয়ে ৪৯ গ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা-সহ তিন জনকে। রবিবার সকালে পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, প্রথমে দক্ষিণ শ্রীরামপুর থেকে অষ্টম দাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৪ গ্রাম গাঁজা মেলে। অষ্টমকে জেরা করে ওই গ্রামের কুণ্ডুপাড়া থেকে নিতাই ও স্বপ্না সরকার নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। ওই দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয় আরও ২৫ কেজি গাঁজা।
|
কালনায় প্রয়াত সাহিত্যিক |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মারা গেলেন কালনার সাহিত্যিক মানবেন্দ্র পাল। রবিবার সকালে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। বছরখানেক আগে থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর কর্মজীবন কেটেছে বিশ্বভারতীতে। ১৯৮৬ সালে অবসর নেওয়ার আগে তিনি বিশ্বভারতীর প্রকাশনা শাখার ডেপুটি ডিরেক্টর ছিলেন। পত্রিকাও সম্পাদনা করেছেন তিনি। অনেক গল্প সংকলন, পৌরাণিক উপন্যাস, কিশোর সাহিত্য, নাটক লিখেছেন তিনি। এমনকী নিজের লেখা নাটক, গল্প এক সময় নিয়মিত পাঠ করতেন আকাশবাণীতে। বিভিন্ন সংবাদপত্রেও তাঁর লেখা গল্প প্রকাশিত হয়েছে। অবসর নেওয়ার পরে কালনার ইতিহাস নিয়েও বিস্তর লেখালেখি করেছেন তিনি।
|
জয়ী জোট |
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতলেন কংগ্রেস-তৃণমূল জোট সমর্থিত প্রার্থীরা। রবিবার দাঁইহাটের চরপাতাইহাট উচ্চ বিদ্যালয়ে পাঁচটি আসনে জেতেন তাঁরা। সিপিএম পায় একটি আসন। জোটের দাবি, দীর্ঘ ৩৪ বছর পরে এই স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতলেন তাদের প্রার্থীরা।
|
‘ওভার লোডিং’, দু’টি ট্রাক আটক |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
|
অতিরিক্ত মাল বহন করার জন্য রবিবার সকালে জাজিগ্রাম মোড় থেকে দু’টি ট্রাক পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন তৈরির জন্য বীরভূম থেকে বালি নিয়ে আসা হচ্ছিল। জাজিগ্রাম মোড়ে এলাকার লোকজন ট্রাক দু’টি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁরা দাবি জানান, ওভার লোডিংয়ের জন্য রাস্তা খারাপ হচ্ছে। পরে মহকুমাশাসক দেবীপ্রসাদ করণমের নির্দেশে পুলিশ ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। পুলিশ ট্রাক দু’টি আটক করে। পুলিশ জানিয়েছে, চালকেরা পলাতক।
|
কালনায় রবিরঞ্জন |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
সংগ্রহশালা ও প্রদর্শনী দেখতে কালনার স্কুলে রবিরঞ্জন। |
একটি স্কুলের সংগ্রহশালা ও প্রদর্শনী দেখতে রবিবার সকালে কালনায় গেলেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। পরে তিনি ঘুরে দেখেন কালনার ১০৮ শিবমন্দির, লালজি মন্দির-সহ প্রাচীন নিদর্শনগুলিও। রবিরঞ্জনবাবু জানান, রাজ্যের প্রায় ৭০ শতাংশ ছাত্র-ছাত্রীই নিম্ন মধ্যবিত্ত ও গরিব পরিবারের। তাদের স্বনির্ভর করার জন্য ইতিমধ্যেই তাঁর দফতর কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, “কারিগরি দক্ষতা বাড়াতে পলিটেকনিক, আইটিআই পাঠক্রমের সিলেবাস বদল-সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।” |
|