ব্যালে, জ্যাজ, ট্যাঙ্গো, ফ্ল্যামেনকোর মতো নৃত্যশৈলী বহুল জনপ্রিয়। কিন্তু শুক্রবার শহর দেখল এক নৃত্যসন্ধ্যা,
যেখানে ব্যালে, জ্যাজ-সহ সাতটি ভিন্ন ধারার নাচ মিশিয়ে তৈরি করা হয়েছিল এক অভিনব শৈলী। নাচের ফাঁকে ফাঁকে কোরিওগ্রাফারের সঙ্গে দর্শকদের সরাসরি আলোচনা অনুষ্ঠানটিতে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। ছবিতে বিখ্যাত
রুশ ব্যালে সোয়ান লেকের তৃতীয় অংশ ‘দ্য ব্ল্যাক সোয়ান’ পরিবেশন করছেন শিল্পীরা। ছবি উৎপল সরকার |