টুকরো খবর

সম্পত্তি কর মূল্যায়ন করবে পুরসভাই
নিজেরাই সম্পত্তি কর মূল্যায়নের সিদ্ধান্ত নিল বিধাননগর পুরসভা। শনিবার কাউন্সিলরদের বৈঠকে ২০১১-’১২ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর এলাকায় এখন সম্পত্তি কর মূল্যায়নের দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ড। তাদের কাজ নিয়ে বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, পরে যা আদালত পর্যন্ত গড়ায়। এ দিন চেয়ারপার্সন বলেন, “মানুষের উপর থেকে করের বোঝা লাঘব করতে আমরা নিজেরাই সম্পত্তির মূল্যায়ন করব। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ভারতীয় সংবিধানের ৭৪তম সংশোধনী ও বঙ্গীয় পুর আইন মেনেই এই সিদ্ধান্ত। সেপ্টেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করতে পারব বলে আশা করছি।”বৈঠকে মোট ৩২ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। তাতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য জলাধার-সহ একটি প্ল্যান্ট তৈরি, ভূগর্ভস্থ নিকাশি ও পয়ঃপ্রণালীর মানচিত্র তৈরি, গ্রিন পুলিশ নিয়োগ, সৌরশক্তির ব্যবহার, সংযুক্ত এলাকায় প্রাথমিক বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র তৈরি-সহ একগুচ্ছ প্রস্তাব পেশ করেন চেয়ারপার্সন। আর উন্নয়নমূলক কাজের জন্য রাজস্ব আদায়েও গুরুত্ব দিয়েছে পুরসভা। তবে, জলকর বসাচ্ছে না বিধাননগর পুরসভা। তৃণমূলের এক নেতা বলেন, “জলকর নেওয়ার বিষয়ে নেত্রীর অনুমোদন নেই।”এ দিকে শনিবারই নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির নবগঠিত বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন পুরসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুজিত বসু।

রবীন্দ্রচর্চা কেন্দ্র গড়ছে হিডকো
রাজারহাটে একটি রবীন্দ্রচর্চা কেন্দ্র গড়বে রাজ্য সরকার। নাম হবে রবীন্দ্রতীর্থ। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে রবীন্দ্র প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পরে এই ঘোষণা করেন। বলেন, হিডকো এই কেন্দ্রটি গড়ে তুলবে। পাঁচ একর জমিতে ওই কেন্দ্রটি গড়ে উঠবে। এ ছাড়া রাজডাঙার স্টেডিয়ামটির নামকরণ ‘গীতাঞ্জলি’ করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী এই স্টেডিয়ামটির উদ্বোধন করবেন। আগের বাম সরকার রবীন্দ্রচর্চা কেন্দ্রের জন্য গত বছরেই রাজারহাটের অ্যাকশন এরিয়া ১এ এলাকায় পাঁচ একর জমি নির্দিষ্ট করে রেখেছিল। নতুন সরকার কেন্দ্রটি গড়ে তুলতে উদ্যোগী হল। আর অগস্টের ৮ থেকে ১৫ তারিখ পর্যন্ত রবীন্দ্রনাথের নামে নানা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গলা-কাটা দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় যুবকের গলা-কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দমদমের সুকান্তপল্লিতে। পুলিশ জানায়, শনিবার দুপুরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া ঝোপের ভিতরে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অন্য কোথাও খুন করে ঝোপে ফেলা হয়েছে দেহটি। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
Previous Story calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.