শারদ বিকেলে সাদর আহ্বান
বাতাসের শিউলি-গন্ধ বার্তা আনল বাঙালির সারা বছর ধরে অপেক্ষা করা শরত এসেছে। শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই উত্সবের মরসুম।
এবং তার সঙ্গে অবশ্যই পেটপুজোতেও তুমুল নজর দেবে বাঙালি। উত্সব-দিনে দ্বিপ্রাহরিক আহার বা নৈশভোজটা ইদানীং বাঙালি বাইরেই সারে।
মাল্টিকুইজিন রেস্তোরাঁর রমরমা চার দিকে। কোনও একটায় পছন্দ ও রেস্তো মতো ঢুকে পড়তে পারলেই হল। কিন্তু বিকেলের জলযোগ— যেটা সেরে
বেরিয়ে পড়া যায় নিশ্চিন্তে, সেটা যদি বাড়িতেই করে ফেলা যায়, তবে কেমন হয়? সেই উদ্দেশ্যেই এ বারের স্বাদবদলে বেশ কিছু স্ন্যাক্সের খবরাখবর।

আলু-কাবুলিচানা স্যালাড
উপকরণ
সেদ্ধ আলু: ৪টে (টুকরো করা) সেদ্ধ কাবুলিচানা: ১ কাপ
সেদ্ধ বিন: ২ টেবল-চামচ পেঁয়াজকুচি: ১টা টোম্যাটো: ১টা (রিং করে কাটা)
লেটুসপাতা: ২টো নুন-চিনি: স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো: সামান্য

ড্রেসিংয়ের জন্য
লেবুর রস: ২ টেবল-চামচ অলিভ অয়েল: ১ চামচ
পার্সলে পাতা বা ধনেপাতা: ১ টেবল-চামচ
প্রণালী

বড় পাত্রে সেদ্ধ সব্জি এক সঙ্গে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন।
ড্রেসিংয়ের মিশ্রণ স্যালাডে ভাল করে মেশান।
নুন-গোলমরিচ গুঁড়ো দিন।
উপরে পার্সলেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
 
নারকেলের কাটলেট
উপকরণ
নারকেল কুরানো: ১ কাপ পেঁয়াজ কুচানো: ৪ টেবল-চামচ
কাঁচালঙ্কাকুচি: ১ চা-চামচ আদা বাটা: ১ চা-চামচ নুন-চিনি: স্বাদ মতো
কিশমিশ: অল্প ধনেপাতাকুচি: ১ টেবল-চামচ গরমমশলা গুঁড়ো: ১ টেবল-চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা-চামচ সেদ্ধ আলু: ৫০০ গ্রাম চিনি: সামান্য
সাদা তেল: ৬ টেবল-চামচ ময়দা: ৩ টেবল-চামচ বিস্কুট গুঁড়ো: প্রয়োজন মতো
প্রণালী
সেদ্ধ আলু, নুন, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মেখে নিন।
কড়াইতে তেল গরম হলে পেঁয়াজকুচি, আদা বাটা, নারকেল কোরা
ও বাকি উপকরণ নেড়ে নুন, মিষ্টি, গরমমশলা দিয়ে নামিয়ে নিন।
সেদ্ধ আলু থেকে বাটির মতো গোল করে ভিতরে পুর ভরে কাটলেট গড়ে নিন।
ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ডিপ ফ্রাই করে নিন।
 
চিংড়ির কাটলেট
উপকরণ
বাগদা চিংড়ি: ২৮০ গ্রাম ছোট চিংড়ি: ২০০ গ্রাম আদাবাটা: ২৫ গ্রাম
রসুন বাটা: ৩০ গ্রাম পেঁয়াজ কাটলেট: ৭৫ গ্রাম (গ্রেট করে নেওয়া)
কাঁচালঙ্কা: ১০ গ্রাম (মিহি করে কুচিয়ে নেওয়া) লেবুর রস: প্রয়োজন মতো
লাল লঙ্কাগুঁড়ো: ৫ গ্রাম ময়দা: ২০ গ্রাম ব্রেড ক্রাম: ২০০ গ্রাম
ডিম: ২টো সাদা তেল: ৫০০ মিলি (ভাজার জন্যে) নুন: স্বাদমতো
প্রণালী

বাগদা চিংড়ির খোলা ছাড়িয়ে নিন। ভাল ভাবে পরিষ্কার করে নিন।
কিচেন হ্যামার অথবা চওড়া ছুরি দিয়ে চিংড়ি ফ্ল্যাট করে নিন। অনেকটা মাছের ফিলের মতো দেখতে হবে।
ছোট চিংড়ির খোলাও ছাড়িয়ে নিন। চিংড়ি ভাল ভাবে পরিষ্কার করে নিয়ে কিমার মতো করে কুচিয়ে নিন।
একটা বড় বউলে লেবুর রস আর স্বাদমতো নুন দিয়ে বাগদা চিংড়ি অন্তত ৪০ থেকে ৫০ মিনিট মতো ম্যারিনেট করে রাখুন।
অন্য একটা পাত্রে কুচিয়ে রাখা চিংড়ি, পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কাকুচি ও ধনেপাতাকুচি একসঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন।
এই কুচো চিংড়ির মিশ্রণ বাগদা চিংড়ির ভিতরে ভরে চিংড়ির ফিলে রোল করে কাটলেটের আকারে গড়ে নিন।
একটা কাচের বোলে ডিম ভাল ভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ময়দা মিশিয়ে স্মুদ ব্যাটার তৈরি করে নিন।
তৈরি করে রাখা চিংড়ির কাটলেট এই ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে মাখিয়ে নিন।
কাটলেট ব্যাট দিয়ে আবার ফ্ল্যাট করে নিন। খেয়াল রাখবেন ভিতরের চিংড়ির পুর যেন বেরিয়ে না আসে।
এই কাটলেট ফ্রিজে দু’ থেকে তিন ঘণ্টা রেখে দিন।
ননস্টিক পাত্রে মাঝারি আঁচে ফ্যাট গরম করে নিন।
এ বার এতে গড়ে রাখা চিংড়ির কাটলেট সোনালি করে ভেজে নিন।
বিকেলের স্ন্যাক্সের জন্যে তো বটেই, লাঞ্চ অথবা ডিনারে স্টার্টার হিসেবেও কিন্তু দারুণ অপশন।

ছানার কাটলেট
উপকরণ
ছানা: ১ কাপ (জল ঝরানো) বড় পেঁয়াজ কুচানো: ২টো রসুনকুচি: ২ চা-চামচ আদাকুচি: ১ চা-চামচ
কাঁচালঙ্কাকুচি: ৩টে সেদ্ধ আলু বড়: ৩টে ভাজা জিরেগুঁড়ো: দেড় চা-চামচ দারচিনিগুঁড়ো: ১/৪ চা-চামচ
নুন: স্বাদ মতো চিনি: অল্প সরষের তেল: ৬ টেবল-চামচ কাজুবাদামকুচি: ১ চামচ
কিশমিশ: ১ চামচ অ্যারারুট: ৪ চা-চামচ বিস্কুটগুঁড়ো: প্রয়োজন মতো
প্রণালী
কড়াইতে অল্প তেল গরম হলে পেঁয়াজকুচি, রসুনকুচি দিয়ে নাড়তে থাকুন।
তার পর আদাকুচি, কাঁচালঙ্কাকুচি দিন।
পেঁয়াজ লাল হয়ে এলে ছানা, আলু দিয়ে ভাল করে নাড়ুন।
নুন, চিনি মেশান।
নামানোর আগে জিরেগুঁড়ো, দারচিনিগুঁড়ো দিন।
কাজু, কিশমিশ দিন।
পুর ঠান্ডা হলে কাটলেটের আকারে গড়ে অ্যারারুটের গোলায় ডুবিয়ে নিন।
বিস্কুটগুঁড়ো মাখিয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন।
সস্ ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
 
গ্রিলড ভেজিটেবল
উপকরণ
পনির: ৮ টুকরো ফুলকপি: ৩ টুকরো ক্যাপসিকাম: ১টা (কিউব আকারে কাটা) পেঁয়াজ: ২টো (টুকরো)
মাখন: ৪ টেবল-চামচ সয়া সস্: খুব সামান্য নুন-গোলমরিচ: স্বাদ মতো ফ্রায়েড রাইস: পরিবেশনের জন্য
প্রণালী
সব্জি আগে থেকে ভাপিয়ে রাখুন।
বড় পাত্রে মাখন ও সয়া সস্ একসঙ্গে মিশিয়ে নিন।
মাখনের মিশ্রণে সব্জি কোট করে নিন।
স্কিউয়ারে পনির, ক্যাপসিকাম, ফুলকপি, টোম্যাটো পরপর গেঁথে নিন।
আভেনে ৫ মিনিট গ্রিল করুন। তৈরি গ্রিলড ভেজিটেবল।

পুর দিয়ে বেগুন ভাজা
উপকরণ
মাঝারি মাপের কালো বেগুন: ৪০০ গ্রাম নুন: স্বাদমতো হলুদগুঁড়ো: ৫ গ্রাম সরষে বাটা: ২৫ গ্রাম
কাঁচালঙ্কা বাটা: ৫ গ্রাম কালো জিরে: ৫ গ্রাম বেসন: ৫০ গ্রাম সরষের তেল: ৫০০ মিলি (ভাজার জন্য)

প্রণালী
বেগুন মোটা গোল করে কেটে নুন-হলুদ মাখিয়ে রাখুন।
একটা বাটিতে সরষে বাটা, নুন ও লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিন।
এ বার বেগুনের গা চিরে নিয়ে তার ভিতরে সরষে পেস্ট ভরে দিন।
বেসনের মধ্যে কালো জিরে মেশান।
পুর ভরা বেগুনের গায়ে জিরে-বেসনে মাখিয়ে নিন।
নন স্টিক পাত্রে ফ্যাট গরম করে নিয়ে তাতে বেসন মাখানো পুর ভরা বেগুন সোনালি করে ভেজে নিন।
পছন্দের চাটনির সঙ্গে পরিবেশন করুন গরম গরম পুর ভরা বেগুন ভাজা।
ইচ্ছে করলে ভাতের সঙ্গে খেতে পারেন অথবা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন।

 
মাংসের সিঙাড়া
উপকরণ
মাংসের কিমা: ২০০ গ্রাম আলু: ২০০ গ্রাম (খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা) আদা বাটা: ২৫ গ্রাম রসুন বাটা: ৩০ গ্রাম
লাল লঙ্কাগুঁড়ো: ৫ গ্রাম জিরেগুঁড়ো: ৫ গ্রাম গরমমশলা গুঁড়ো: ৫ গ্রাম নুন ও চিনি: স্বাদমতো
ময়দা: ৩০০ গ্রাম ফ্যাট: ৫০০ গ্রাম (ভাজা এবং ডো বানানোর জন্যে)

প্রণালী
ননস্টিক পাত্রে ফ্যাট গরম করে তাতে আলু হাল্কা সোনালি করে ভেজে নিন।
এ বার এতে মাংসের কিমা, স্বাদমতো নুন, আদা বাটা, রসুন বাটা,
লাল লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ও চিনি দিয়ে ভাল করে মেশান।
মাঝারি আঁচে নাড়তে থাকুন। কিমা তেল ছাড়া হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন।
ডো বানানোর জন্যে একটা বাটিতে ময়দা, স্বাদমতো নুন ও পরিমাণ মতো
চিনির সঙ্গে ফ্যাট মিশিয়ে সামান্য শক্ত করে মেখে নিন।
এই ডো থেকে সমান মাপের লেচি কেটে গোল করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিন।
একটা সাইড দিয়ে ফোল্ড করে কোনের আকারে গড়ে নিন।
কোনের মধ্যে কিমা ও আলুর পুর ভরে মুখটা আটকে দিন ভাল করে।
প্রয়োজনে লবঙ্গও ব্যবহার করতে পারেন সিঙাড়ার মুখ আটকানোর জন্য।
মাঝারি আঁচে ননস্টিক পাত্রে ফ্যাট গরম করে নিন।
এ বার এতে কিমা ভরা ময়দার কোনগুলো সোনালি করে ভেজে নিন।
তৈরি জিবে জল আনা গরম গরম মাংসের সিঙাড়া। বিকেল বেলায় আড্ডায় চায়ের সঙ্গে নিঃসন্দেহে একেবারে পারফেক্ট চয়েস।

সব্জি ভরা রুটি রোল
উপকরণ
আটা বা ময়দার রুটি: ৮টা সুইট কর্ন: ৩০০-৪০০ গ্রাম বেল পেপার: ১টা (কুচানো) পেঁয়াজ: ১টা (কুচানো)
ভিনিগার বা লেবুর রস: ১ টেবল-চামচ সাদা তেল বা অলিভ অয়েল: ৫ টেবল-চামচ
নুন: স্বাদ মতো, কাঁচালঙ্কা: ২ চামচ(মিহি করে কুচানো)
প্রণালী
মিক্সিতে লঙ্কা, পেঁয়াজ, ভিনিগার, ও ৪ টেবল-চামচ অলিভ অয়েল দিয়ে মিহি করে ব্লেন্ড করুন।
এই মিশ্রণটি একটা পাত্রে ঢেলে তাতে সুইট কর্ন মেশান।
ফ্র্যাইং প্যানে বাকি তেল গরম করে কর্ন অল্প নেড়ে নিন।
রুটির মধ্যে কর্নের পুর ভরে গরম গরম পরিবেশন করুন।
সৌজন্য: সানন্দা
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ