ছোটদের রান্না
সারা বিশ্ব জুড়েই এখন স্কুল-কলেজ বন্ধ— শীতের ছুটি। সঙ্গে অবশ্যই আছে বড়দিন ও ইংরেজি নতুন বছরের প্রতীক্ষা। পড়াশোনা বইয়ের শেলফে তুলে,
শুধু আনন্দ-হাসি-খেলা। আর তার সঙ্গে মুখোরোচক যদি কিছু থাকে, তা হলে তো সোনায় সোহাগা! এবং সেই সব 'মিনিয়েচার' পদগুলি আমাদের
ছোট্ট বন্ধুরা
নিজেরাই তৈরি করে পরিবেশন করলে তো কথাই নেই। মা-দিদির সাহায্য ছাড়াই বানানো যায়, এমনই কিছু পদের বিবরণ এই পাতায়। |
|
আপেল ক্রাঞ্চ পুডিং |
উপকরণ
• কিউব করে কাটা আপেল: ১ বাটি • আনার দানা: ৩-৪ চামচ • দারচিনি গুঁড়ো: ১ চামচ • টোস্ট বিস্কুট: ৭-৮টি • কর্নফ্লেক্স: ১ বাটি
• চেরি: ১০-১২টা • জ্যাম: ২ রকমের (তোমার পছন্দ মতো ফ্লেভার) • আইসক্রিম: ২ স্কুপ (তোমার পছন্দ মতো ফ্লেভার)
প্রণালী
• আইসক্রিম ফ্রিজ থেকে কিছু ক্ষণ আগে বার করে রাখো।
• আইসক্রিম কিছুটা গলে গেলে তার সঙ্গে আপেল, আনার দানা ও দারচিনি দিয়ে মেশাও।
• সার্ভিং প্লেটে টোস্ট বিস্কুট রেখে উপর থেকে মিশ্রণটি ঢেলে দাও।
• এর পর উপর থেকে কর্নফ্লেক্স ছড়িয়ে দাও।
• এ বার টুকরো করে কেটে চেরি ও জ্যাম দিতে হবে।
• ১০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো।
|
ফ্রুট অ্যান্ড মিন্ট ব্লাস্ট |
চকো নাট |
উপকরণ
• আপেল, পেঁপে, পেয়ারা: আধ বাটি করে • কমলালেবু: ১টা
• কালো আঙুর: ৮-১০টা
• সবুজ আঙুর: ৮-১০টা • বেদানা: ২ চামচ
• কাজুবাদাম: ২ চামচ
• পুদিনা পাতা: ১/২ চা-চামচ
• চেরি: কয়েকটি • ম্যাঙ্গো আইসক্রিম: ১ স্কুপ
প্রণালী
• সব রকমের ফল একসঙ্গে মিশিয়ে নাও।
• তার পর কাজুবাদাম, চাট মশলা ও পুদিনা পাতা মিশিয়ে দিতে হবে।
• পরিবেশন করার সময় উপর থেকে আইসক্রিমের স্কুপ দিয়ে দিলেই হবে। |
উপকরণ
• আঙুর: ৫-৬টা • চকোলেট সস্: ১ বাটি
• কুচোনো কাজুবাদাম: ৩-৪ চামচ • কুচোনো আমন্ড: ৪ চামচ
• আখরোট কুচোনো: ৪ চামচ • উড স্টিক: ৫-৬টা
প্রণালী
• কাজু, আমন্ড, আখরোট কুচি একসঙ্গে মিশিয়ে প্লেটে ছড়িয়ে রাখো।
• আঙুরগুলো উডস্টিকে গেঁথে চকোলেট সসে ডুবিয়ে নাও।
• এ বার কাজু, আমন্ড, আখরোটের মধ্যে গড়িয়ে নিতে হবে।
• ঠান্ডা হওয়ার জন্য ১৫ মিনিট ফ্রিজে রেখে পরিবেশন করো। |
|
|
ডাবল ডেকার ডিলাইট |
উপকরণ
• ব্রাউন ব্রেড: ৪টে স্লাইস • চিজ স্লাইস: ২টো • মিক্সড ফ্রুট জ্যাম: ৪ চামচ • মাখন: ২ চামচ • ন্যাসপাতি: ৪টে স্লাইস • গ্রিন আপেল: ৪টে স্লাইস • ভুজিয়া: ২-৩ চামচ
প্রণালী
• প্রথমে ব্রাউন ব্রেডের একটি স্লাইসের উপর একটা চিজ স্লাইস দাও।
• উপর থেকে ভুজিয়া ছড়িয়ে আর একটা চিজ স্লাইস দিয়ে দাও।
• আর একটি ব্রেডের স্লাইসে জ্যাম লাগিয়ে রাখো।
• এর পর উপর থেকে আপেল ও ন্যাসপাতির স্লাইস দিতে হবে।
• সব শেষে ব্রেডের আর একটা স্লাইসে মাখন লাগিয়ে দাও।
• স্যান্ডউইচ কোনাকুনি ২ ভাগ করে নিতে হবে।
• ডিশে সসের সঙ্গে পরিবেশন করো। |
কর্ন ভেজি ডেলটা |
ক্রিম ক্রেপ |
উপকরণ
• সেদ্ধ করা কর্ন: এক বাটি • মাখন: ১/২ চামচ
• কুচোনো ধনেপাতা: ১ চামচ
• নুন: স্বাদমতো
প্রণালী
• একটি পাত্রে সেদ্ধ কর্ন ঢালো।
• পেঁয়াজ, ধনেপাতা, নুন ও মাখন দিয়ে ভাল করে মেশাও।
• পরিবেশনের সময় উপর থেকে চাট মশলা ও লেবুর রস ছড়িয়ে দিও। |
উপকরণ
• ময়দার রুটি: ১টা • কুচোনো আমন্ড: ২ চামচ • কুচোনো খেজুর: ২ চামচ
• দুধের সর: ২ চামচ • কিসমিস: ২ চামচ • চিনি: ১/২ চামচ
প্রণালী
• রুটির উপর দুধের সর দিয়ে চিনি ছড়িয়ে দাও।
• খেজুর, আমন্ড ও কিসমিস দিয়ে রোল করে পরিবেশন করো।
• চাইলে রোলের মধ্যে বিভিন্ন ফলের কুচিও দেওয়া যেতে পারে। |
|
সৌজন্য: সানন্দা
|
ছোট্ট বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো সহজ-সরল কিছু লোভনীয় রেসিপি, অবশ্যই ছবি-সহ। পাঠিয়ে দাও নীচের ঠিকানায়
হাওয়াবদল, আমাদের ল্যাবরেটরি
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
সংক্ষিপ্ত পরিচিতির সঙ্গে নিজের ছবি পাঠানো বাধ্যতামূলক। |
|