ছোটদের রান্না
সারা বিশ্ব জুড়েই এখন স্কুল-কলেজ বন্ধ— শীতের ছুটি। সঙ্গে অবশ্যই আছে বড়দিন ও ইংরেজি নতুন বছরের প্রতীক্ষা। পড়াশোনা বইয়ের শেলফে তুলে,
শুধু আনন্দ-হাসি-খেলা। আর তার সঙ্গে মুখোরোচক যদি কিছু থাকে, তা হলে তো সোনায় সোহাগা! এবং সেই সব 'মিনিয়েচার' পদগুলি আমাদের
ছোট্ট বন্ধুরা নিজেরাই তৈরি করে পরিবেশন করলে তো কথাই নেই। মা-দিদির সাহায্য ছাড়াই বানানো যায়, এমনই কিছু পদের বিবরণ এই পাতায়।

আপেল ক্রাঞ্চ পুডিং

উপকরণ

কিউব করে কাটা আপেল: ১ বাটি আনার দানা: ৩-৪ চামচ দারচিনি গুঁড়ো: ১ চামচ টোস্ট বিস্কুট: ৭-৮টি কর্নফ্লেক্স: ১ বাটি
চেরি: ১০-১২টা জ্যাম: ২ রকমের (তোমার পছন্দ মতো ফ্লেভার) আইসক্রিম: ২ স্কুপ (তোমার পছন্দ মতো ফ্লেভার)



প্রণালী

আইসক্রিম ফ্রিজ থেকে কিছু ক্ষণ আগে বার করে রাখো।
আইসক্রিম কিছুটা গলে গেলে তার সঙ্গে আপেল, আনার দানা ও দারচিনি দিয়ে মেশাও।
সার্ভিং প্লেটে টোস্ট বিস্কুট রেখে উপর থেকে মিশ্রণটি ঢেলে দাও।
এর পর উপর থেকে কর্নফ্লেক্স ছড়িয়ে দাও।
এ বার টুকরো করে কেটে চেরি ও জ্যাম দিতে হবে।
১০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো।

ফ্রুট অ্যান্ড মিন্ট ব্লাস্ট চকো নাট
উপকরণ
আপেল, পেঁপে, পেয়ারা: আধ বাটি করে কমলালেবু: ১টা
কালো আঙুর: ৮-১০টা সবুজ আঙুর: ৮-১০টা বেদানা: ২ চামচ
কাজুবাদাম: ২ চামচ পুদিনা পাতা: ১/২ চা-চামচ
চেরি: কয়েকটি ম্যাঙ্গো আইসক্রিম: ১ স্কুপ



প্রণালী
সব রকমের ফল একসঙ্গে মিশিয়ে নাও।
তার পর কাজুবাদাম, চাট মশলা ও পুদিনা পাতা মিশিয়ে দিতে হবে।
পরিবেশন করার সময় উপর থেকে আইসক্রিমের স্কুপ দিয়ে দিলেই হবে।
উপকরণ
আঙুর: ৫-৬টা চকোলেট সস্: ১ বাটি
কুচোনো কাজুবাদাম: ৩-৪ চামচ কুচোনো আমন্ড: ৪ চামচ
আখরোট কুচোনো: ৪ চামচ উড স্টিক: ৫-৬টা



প্রণালী
কাজু, আমন্ড, আখরোট কুচি একসঙ্গে মিশিয়ে প্লেটে ছড়িয়ে রাখো।
আঙুরগুলো উডস্টিকে গেঁথে চকোলেট সসে ডুবিয়ে নাও।
এ বার কাজু, আমন্ড, আখরোটের মধ্যে গড়িয়ে নিতে হবে।
ঠান্ডা হওয়ার জন্য ১৫ মিনিট ফ্রিজে রেখে পরিবেশন করো।

ডাবল ডেকার ডিলাইট

উপকরণ

ব্রাউন ব্রেড: ৪টে স্লাইস চিজ স্লাইস: ২টো মিক্সড ফ্রুট জ্যাম: ৪ চামচ মাখন: ২ চামচ ন্যাসপাতি: ৪টে স্লাইস গ্রিন আপেল: ৪টে স্লাইস ভুজিয়া: ২-৩ চামচ


প্রণালী

প্রথমে ব্রাউন ব্রেডের একটি স্লাইসের উপর একটা চিজ স্লাইস দাও।
উপর থেকে ভুজিয়া ছড়িয়ে আর একটা চিজ স্লাইস দিয়ে দাও।
আর একটি ব্রেডের স্লাইসে জ্যাম লাগিয়ে রাখো।
এর পর উপর থেকে আপেল ও ন্যাসপাতির স্লাইস দিতে হবে।
সব শেষে ব্রেডের আর একটা স্লাইসে মাখন লাগিয়ে দাও।
স্যান্ডউইচ কোনাকুনি ২ ভাগ করে নিতে হবে।
ডিশে সসের সঙ্গে পরিবেশন করো।
কর্ন ভেজি ডেলটা ক্রিম ক্রেপ
উপকরণ
সেদ্ধ করা কর্ন: এক বাটি মাখন: ১/২ চামচ
কুচোনো ধনেপাতা: ১ চামচ নুন: স্বাদমতো



প্রণালী

• একটি পাত্রে সেদ্ধ কর্ন ঢালো।
• পেঁয়াজ, ধনেপাতা, নুন ও মাখন দিয়ে ভাল করে মেশাও।
• পরিবেশনের সময় উপর থেকে চাট মশলা ও লেবুর রস ছড়িয়ে দিও।
উপকরণ
ময়দার রুটি: ১টা কুচোনো আমন্ড: ২ চামচ কুচোনো খেজুর: ২ চামচ
দুধের সর: ২ চামচ কিসমিস: ২ চামচ চিনি: ১/২ চামচ



প্রণালী

রুটির উপর দুধের সর দিয়ে চিনি ছড়িয়ে দাও।
খেজুর, আমন্ড ও কিসমিস দিয়ে রোল করে পরিবেশন করো।
চাইলে রোলের মধ্যে বিভিন্ন ফলের কুচিও দেওয়া যেতে পারে।

সৌজন্য: সানন্দা

ছোট্ট বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো সহজ-সরল কিছু লোভনীয় রেসিপি, অবশ্যই ছবি-সহ। পাঠিয়ে দাও নীচের ঠিকানায়
হাওয়াবদল, আমাদের ল্যাবরেটরি
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

সংক্ষিপ্ত পরিচিতির সঙ্গে নিজের ছবি পাঠানো বাধ্যতামূলক।
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ