শীতের পসরা
শীত মানে বড়দিন, ইংরেজি নতুন বছর। শীত মানে স্কুল ছুটি, চড়ুইভাতি। শীত মানে গরম জামা। শীত মানে কেক-পেস্ট্রি-কুকিজ।
আপনাদের পাঠানো, একটু ভিন্ন স্বাদের কিছু মিষ্টি-মধুর শীতের পসরা নিয়ে এ বারের সংকলন।

ছানার ফ্রুটস ড্রপিং কেক
উপকরণ
মিহি করে মাখা ছানা: ৩ কাপ ডিম: ৩টে দুধ: ১ কাপ
গুঁড়ো চিনি: ১ কাপ বেকিং পাউডার: সামান্য
আম-কমলালেবু-মুসুম্বি লেবুর পিউরি: ১ চামচ করে


পদ্ধতি
ছানা, ডিম, চিনি, বেকিং পাউডার এবং দুধ ভাল করে ফেটিয়ে নিন।
মিশ্রণটি একটি ট্রেতে সমান ভাবে ঢেলে নিন।
উপর থেকে ফোঁটা ফোঁটা করে ফ্রুটস পিউরি ঢালুন।
৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন।
ঠান্ডা করে পরিবেশন করুন।

কেক উইথ জিনজার
উপকরণ
ময়দা: ২ কাপ ডিম: ২টো সাদা তেল: ২ বড় চামচ
বেকিং পাউডার: সামান্য কোকো পাউডার: ২ চামচ আদা কুচি: সামান্য
আদার রস: ১ চামচ গুঁড়ো চিনি: ২ কাপ


পদ্ধতি
সব উপকরণগুলি এক সঙ্গে ভাল করে ফেটিয়ে নিন।
মাইক্রোওয়েভে ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন।
ঠান্ডা হলে টুকরো করে কেটে নিন।
চকোলেট-সহ পরিবেশন করুন।


চকো চিপস কুকিজ
উপকরণ
ময়দা: ১৫০ গ্রাম মাখন: ১০০ গ্রাম বেকিং পাউডার: ১ চা-চামচ বেকিং সোডা: ১ চা-চামচ
গুঁড়ো দুধ: ৫০ গ্রাম ডিম: ১ টা চিনি: ১০০ গ্রাম চকো চিপ: ৫০ গ্রাম



প্রণালী
মাখনের মধ্যে চিনি, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে ভাল করে মেশাতে হবে।
চিনি পুরোপুরি মিশে গেলে ডিম ও কিছু পরে গুঁড়ো দুধ দিয়ে আবার ভাল করে ফেটাতে হবে।
এ বার ময়দা দিতে হবে এবং আটা মাখার মতো শক্ত করে মাখতে হবে।
একটি বেকিং ট্রে তেল মাখিয়ে নিন।
এ বার মাখা ময়দা ছোট ছোট লেচি করে ইচ্ছা মতো আকৃতিতে গড়ে নিন।
লেচিগুলির উপর চকো চিপস ছড়িয়ে দিন।
এর পর প্রি হিট করা আভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে চকো চিপস কুকিজ

ব্রাউনি

উপকরণ

মাখন: ১/২ কাপ চিনি: ১ কাপ ডিম: ২টি ভ্যানিলা এসেন্স: ১ চা-চামচ কোকো পাউডার: ১/৩ কাপ
ময়দা: ১/২ কাপ নুন: ১/৪ চা-চামচ বেকিং পাউডার: ৩ টেবল-চামচ

প্রণালী
আভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করতে হবে।
আভেন প্রুফ একটি ৮ ইঞ্চির প্যানে প্রথমে মাখন ও পরে ময়দা লাগিয়ে নিন।
একটা বড় সসপ্যানে ১/২ কাপ মাখন গলিয়ে আগুন থেকে
সরিয়ে চিনি, ডিম, ১ চা-চামচ ভ্যানিলা মিশিয়ে নিন।
এর পর ১/৩ কাপ কোকো পাউডার ১/২ কাপ ময়দা, নুন আর বেকিং
পাউডার মিশিয়ে ভাল করে মিশ্রণটি ফেটিয়ে নিতে হবে।
এই মিশ্রণটি এ বার সমান ভাবে আভএন প্রুফ প্যানে ঢেলে দিন।
২০-৩০ মিনিট বেক করতে হবে। তার বেশি নয়।
আভেন থেকে বের করে ব্রাউনিতে সম্পূর্ণ ভাবে ঠান্ডা করে নিন।
এ বাপ তেল মাখানো ছুরি দিয়ে স্ক্যোয়ার বা ইচ্ছে মতো আকারে কেটে নিন।

ব্ল্যাকবেরি কাস্টার্ড কেক
উপকরণ
ব্ল্যাকবেরি: কয়েকটা ডিম: ৩ টে ময়দা: ৬ চামচ দুধ: ১/২ বাটি চিনি: ১ বাটি (গুঁড়ো)
পাতি লেবু: ১ টা কাস্টার্ড পাউডার: ১ চামচ বেকিং পাউডার: ১/৪ চামচ মাখন: ৬ চামচ

প্রণালী
কয়েকটা ব্ল্যাকবেরি মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা আলাদা করে রাখুন।
দুধের (ফুটিয়ে ঠান্ডা করা) সঙ্গে কাস্টার্ড পাউডার ভাল করে মিশিয়ে রেখে দিন।
ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা বাটিতে রাখুন।
এ বার ডিমের কুসুমের সঙ্গে লেবুর রস, ময়দা, বেকিং পাউডার, ১/২ বাটি চিনি, মাখন ও
আগে বানানো দুধের মিশ্রণটা মিশিয়ে খুব ভাল করে ফেটাতে হবে।
অন্য বাটিতে রাখা ডিমের সাদা অংশের সঙ্গে বাকি ১/২ বাটি চিনি ভাল করে মিশিয়ে নিন।
এ বার দুটো বাটির মিশ্রণ এক সঙ্গে মিশিয়ে আরও কিছু ক্ষণ ফেটাতে হবে।
ফেটানো হয়ে গেলে আভেন প্রুফ ৬টা বাটিতে এই মিশ্রণ সমান ভাবে ঢালতে হবে।
তার পর প্রত্যেকটি বাটিতে ফোঁটা ফোঁটা করে বেরি সিরাপ দিন ও টুথপিক দিয়ে ডিজাইন করে নিন।
এ বার আভেন প্রুফ ট্রেতে গরম জল ঢেলে বাটিগুলি বসিয়ে ৩৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ মিনিট বেক করতে হবে।
আভেন থেকে বার করে ঠান্ডা করে পরিবেশন করুন।

ফ্লাওয়ারলেস কেক
উপকরণ
১০টি ডিমের সাদা অংশ • গুঁড়ো চিনি: ১ কাপ

ফ্রস্টিংয়ের জন্য

হুইপক্রিম: ১/২ কাপ সাওয়ারক্রিম: ১/২ কাপ গুঁড়ো চিনি: ১ কাপ মাখন(সাধারণ তাপমাত্রার): ২ চামচ
চকোলেটের টুকরো: আন্দাজ মতো (সাজানোর জন্য)

প্রণালী
ডিম ও চিনি ভাল করে ফেটিয়ে নিন।
তার পর মিশ্রণটি একটি আয়তাকার ট্রেতে সমান ভাবে ঢেলে দিন।
এর পর মাইক্রোওয়েভ আভেনে ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন।
ঠান্ডা হলে গোল ছাঁচ দিয়ে কেটে টুকরো টুকরো করে নিন।
ফ্রস্টিংয়ের জন্য রাখা সব উপকরণ এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
ঠান্ডা হওয়ার জন্য কিছু ক্ষণ ফ্রিজে রেখে দিন।
কেকের গোলাকার ৩-৪টে টুকরো একটির উপর একটি রাখুন।
প্রতি টুকরোর মাঝে ফ্রস্টিংয়ের ঠান্ডা মিশ্রণ দিন।
বাকি মিশ্রণ দিয়ে পুরো কেকটা ঢেকে দিন।
চকোলেটের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডার্ক ডিলাইট কেক
উপকরণ
গলানো ডার্ক চকোলেট: বেশ কিছুটা ডিম: ৪ টে ময়দা: এক বাটি বেকিং পাউডার: ২ চা চামচ বেকিং সোডা: ১ চা চামচ
গলানো মাখন: ১/২ বাটি ভ্যানিলা এক্সট্র্যাক্ট: ১ চা চামচ চিনি: দেড় বাটি চকোলেট চিপস:
আন্দাজ মতো


প্রণালী
একটা বাটিতে ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশিয়ে রাখুন।
অন্য একটি বাটিতে প্রথমে মাখন, চিনি, ডিম মিশিয়ে এক সঙ্গে ভাল করে ফেটান।
এ বার এতে ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে আবার ফেটাতে হবে।
এর সঙ্গে ময়দার মিশ্রণ এবং ডার্ক চকোলেট দফায় দফায় মিশিয়ে বেশ কিছু ক্ষণ ফেটাতে হবে।
একটা আভেন প্রুফ বাটির ভেতরে একটু মাখন মাখিয়ে ওই ফেটানো মিশ্রণ ঢেলে দিন।
৩৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।
আভেন থেকে বার করে একটু ঠান্ডা করে রংবেরঙের চকোলেট চিপস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্রাউনি

সুতপা বক্সী,
মার্কিন যুক্তরাষ্ট্র
ডার্ক ডিলাইট,
ব্ল্যাকবেরি কাসটার্ড


অমৃতা পাল,
কানাডা
চকো চিপস কুকিজ

সৌমি ঘোষ,
বেলজিয়াম
ফ্লাওয়ারলেস কেক, জিনজার কেক,
ছানার ফ্রুটস ড্রপিং কেক


সংহিতা হাজরা চক্রবর্তী,
কলম্বাস, ওহাইও

আপনারাও পাঠাতে পারেন নতুন পুরনো ভিন্ন স্বাদের নানা রেসিপি, ছবি-সহ, নীচের ঠিকানায়
হাওয়াবদল, আপনার রান্নাঘর
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

সংক্ষিপ্ত পরিচিতির সঙ্গে আপনার ছবি পাঠানো বাধ্যতামূলক।

 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ