টুকরো খবর |
নতুন উপাচার্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর বিচারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্ক তালিকায় এগিয়ে নিতে সচেষ্ট হবেন বলে জানালেন নতুন উপাচার্য সোমনাথ ঘোষ। মঙ্গলবার উপাচার্য পদে যোগ দিয়ে এ কথা জানান তিনি। সোমনাথবাবু বলেন, “শিক্ষক, কর্মী এবং ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়েই একযোগে সেই কাজ করতে হবে।” এ দিন কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছন। বেলা ১২ টা নাগাদ রেজিস্ট্রার বিষ্ণুপ্রসাদ দ্বিবেদীকে নিয়ে দফতরে যান। বেলা দেড়টা নাগাদ রবীন্দ্রভানু মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মীদের সঙ্গে আলাপচারিতা সারেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়ার কথাও জানিয়েছেন। ‘স্মার্টক্লাস’ তৈরির কথা জানান। এই ব্যবস্থায় শ্রেণিকক্ষে ইলেকট্রনিক বোর্ড, ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা হবে। তা ছাড়া উত্তরবঙ্গের আর্থ সামাজিক উন্নয়নেও বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
|
ধৃতদের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বজরাপাড়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত পাঁচজনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। মঙ্গলবার অভিযুক্তদের সিজেএম আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত বিচারক সুব্রত ঘোষ ওই নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন চন্দন রায়, জয়মতি রায়, নুবাস বর্মণ, দীপঙ্কর সিংহ এবং সন্তোষ রায়। গত ২৬ ডিসেম্বর জলপাইগুড়ি শহর সংলগ্ন বজরাপাড়ায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়।
|
পুরনো খবর: বিস্ফোরণে গ্রেফতার, শাস্তি চায় বজরাপাড়া
|
সংগঠনে যোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকার অম্বিকানগর বাজারের প্রায় ১০০ জন যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে। মঙ্গলবার অম্বিকানগর তৃণমূল দলীয় কার্যালয়ে পঙ্কজ বিশ্বাস, কানু অধিকারী, সূর্য মল্লিকের নেতৃত্বে দলে যোগ দেন বলে দাবি ফুলবাড়ির পঞ্চায়েত প্রধান তপন সিংহ। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুবার সভাপতি গৌতম গোস্বামীও।
|
দল বেঁধে দলবদল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির এনজেপির অম্বিকানগর বাজারের প্রায় ১০০ জন যোগ দিলেন তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসিতে। মঙ্গলবার অম্বিকানগর তৃণমূল দলীয় কার্যালয়ে পঙ্কজ বিশ্বাস, কানু অধিকারী, সূর্য মল্লিকের নেতৃত্বে দলে যোগ দেন বলে দাবি ফুলবাড়ির পঞ্চায়েত প্রধান তপন সিংহ। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুবার সভাপতি গৌতম গোস্বামীও।
|
ব্যাঙ্কের কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি শাখার আয়োজনে অনুৎপাদক সম্পদ মোকাবিলার উপরে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে ৬০ জন আধিকারিক অংশ নেন। কর্মশালায় বক্তব্য পেশ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার সতীশ বি পটবর্ধন প্রমুখ।
|
বাগানে ত্রাণ |
|
চা বাগান থেকে সংগ্রহ করা জ্বালানি নিয়ে বিক্রির জন্য শহরের রাস্তায়।
ডুয়ার্সের বীরপাড়া এলাকায় রাজকুমার মোদকের তোলা ছবি। |
১৫ জানুয়ারি থেকে বন্ধ তোর্সা চা বাগানে শ্রমিকদের মধ্যে ত্রাণ বিলি করল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের ওই বাগানে চাল, আলু সহ নানান সামগ্রী বিলি করা হয়। বাগানের মালিক এবং শ্রমিকদের মধ্যে গোলমালের জেরে বাগানটি বন্ধ হয়েছে। প্রশাসনের তরফে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও এখনও সমাধান সূত্র বার হয়নি। কালচিনি ব্লক কংগ্রেস নেতা মোহন শর্মা জানান, বাগানে ৭৪৭ জনকে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ২০০ গ্রাম করে সরষের তেল ও একটি করে কম্বল দেওয়া হয়েছে। বাগানটি দ্রুত খোলা দরকার।
|
হুমকি, আটক |
রেশন ডিলারের বাড়িতে চড়াও হয়ে টাকা দাবি করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বাসিন্দারা এসে তাদের ধরে ফেলেন। ভাঙচুর করা হয় দু’টি মোটরবাইক। পুলিশ তাদের আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ ধূপগুড়ির মাগুরমারি পঞ্চায়েতের বাসিন্দা বিমল রায় নামে ওই রেশন ডিলারের বাড়িতে চড়াও হয় তারা। বিমলবাবুর অভিযোগ, “হুমকি দিয়ে ওরা তিন লক্ষ টাকা দাবি করে।” বাসিন্দাদের অভিযোগ, খারাপ রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে তারা একটি প্রতিবাদী মঞ্চের নামে গত কয়েকদিন ধরেই নানা রেশন দোকানে চড়াও হচ্ছিল। এ দিনও তারা একই দাবি করে টাকা চায় বলে অভিযোগ। |
|